টুকরো খবর
রাজনৈতিক বন্দি নন মাওবাদী বিক্রম
বিক্রম। ছবি: সুজিত মাহাতো।
মাওবাদীদের রাজ্য কমিটির সদস্য বিক্রম ওরফে অর্ণব দামকে রাজনৈতিক বন্দির মর্যাদা দেওয়ার আর্জি খারিজ করল পুরুলিয়া আদালত। আট দিন সিআইডি হেফাজতে রাখার পরে শুক্রবার তাঁকে কলকাতা থেকে নিয়ে গিয়ে পুরুলিয়া আদালতের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিষ্ট্রেটের এজলাসে হাজির করানো হয়। বিচারক বিনয়কুমার পাঠক তাঁর জামিনের আবেদন খারিজ করেন। ৫ দিনের জন্য তাঁকে জেল হাজতে পাঠানো হয়। পুরুলিয়ার বলরামপুর থানা এলাকায় বাবা-ছেলে খুন মামলার তদন্তের জন্য সিআইডি তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছিল। অর্ণবের আইনজীবী সাগর মণ্ডল এ দিন আদালতে দাবি করেন, সিআইডি তাঁকে জেরা করে ওই খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি, অস্ত্রশস্ত্রও উদ্ধার করতে পারেনি। তাই তাঁকে জামিন দেওয়া হোক। সরকার পক্ষের আইনজীবী সুজাতা মাহাতো তদন্তের স্বার্থে অর্ণবকে প্রয়োজন বলে দাবি করে জামিনের আবেদনের বিরোধিতা করেন। সাংবাদিকেরা আদালত চত্বরে অর্ণবকে প্রশ্ন করলে তিনি জবাব দেননি। তিনি জানান, তাঁর আইনজীবীই সব কথা বলবেন। পরে তাঁর আইনজীবী বলেন, “অর্ণব জানিয়েছেন, গণতন্ত্রে তাঁর আস্থা রয়েছে। তিনি আবার পড়াশোনা শুরু করতে চান। আইনজীবী হয়ে জনগণের সেবা করতে চান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা হলে তিনি এই ইচ্ছার কথা জানাবেন।

চিকিৎসককে ‘হুমকি’, গ্রেফতার দুই
এক চিকিৎসককে হুমকি দেওয়া ও গালিগালাজ করার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। মানবাজারের ব্লক স্বাস্থ্য আধিকারিক সুরজিৎ সিং হাঁসদা বৃহস্পতিবার রাতে পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, ওই সন্ধ্যায় তিনি হাসপাতালে রোগী দেখার সময় স্থানীয় পোদ্দারপাড়ার বাসিন্দা মৃণাল দে তাঁকে চেম্বারে গিয়ে রোগী দেখার জন্য পীড়াপিড়ি দেন। চিকিৎসক হাসপাতাল ছেড়ে না যেতে চাওয়ায় সঙ্গী বিজয় দাসকে নিয়ে এসে মৃণাল দেখে নেওয়ার হুমকি দেন। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে। অভিযুক্ত মৃণালের দাদা আমূল দে বলেন, “ভাইয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঠিক নয়। শুধু চেম্বারে গিয়ে রোগী দেখার অনুরোধ জানানো হয়েছিল।

ছিনতাইয়ের চেষ্টা, ধৃত
ট্রাক থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা করার অভিযোগে আগ্নেয়াস্ত্র সমেত দুই যুবককে ধরল ইঁদপুর থানার পুলিশ। তাদের সঙ্গে যোগসাজশের অভিযোগে গ্রেফতার করা হল ট্রাকের চালককে। ইঁদপুর থানার ভুটারগোড়া মোড়ে, বাঁকুড়া-পুরুলিয়া রাস্তায় বৃহস্পতিবার রাতের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শেখ বাবলু ওরফে আলফাজ, শেখ ইরফান এবং ট্রাকের চালক মিঠুন বাউরি। বাবলু ও ইরফানের বাড়ি পুরুলিয়া মফস্সল থানার জয়নগর গ্রামে। ওই থানার অর্জুনজোড়া গ্রামে বাড়ি মিঠুনের। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে পাঁচ রাউন্ড কার্তুজ-সহ একটি রিভলবার পাওয়া গিয়েছে। একটি নম্বরবিহীন নতুন মোটরবাইক আটক করা হয়েছে। পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, “পুরুলিয়ার এক ধান ব্যবসায়ীর টাকা লুঠ করার উদ্দেশ্যে ওই দুষ্কৃতীরা আসছে বলে আমাদের কাছে খবর ছিল। দু’টি বাইকে ৫ দুষ্কৃতী ইঁদপুরের ভুটারগোড়া মোড়ে ট্রাকটিকে রাস্তায় দাঁড় করিয়ে লুঠপাট করার চেষ্টা করছিল। পুলিশ পৌঁছে যাওয়ায় একটি মোটরবাইকে চেপে ৩ জন পালিয়ে গেলেও দু’জনকে ধরা হয়। রিভলবার, কার্তুজ ও বাইক আটক করা হয়েছে।”

জেল হাজত
মাওবাদী নাশকতায় জড়িত থাকার অভিযোগ ওন্দা থানার নাকাইজুড়ি থেকে ধৃত লক্ষী মুর্মুর ১৪ দিন জেলহাজত হল। শুক্রবার খাতড়া আদালত এই নির্দেশ দেয়। বৃহস্পতিবার ভোরে তাঁকে গ্রেফতার করার পরে বাঁকুড়া আদালত এক দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছিল। ২০০৯ সালের জুন মাসে সারেঙ্গা থানা এলাকায় জনগণের কমিটির হয়ে সশস্ত্র আন্দোলন ও মাওবাদী নাশকতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত।

দুর্ঘটনায় জখম ৫
একটি বাস উল্টে জখম হলেন ৫ জন। শুক্রবার বিকেলে পথ দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়া-বেগুনকোদর রাস্তায় জাড়িমোড়ের কাছে.। বাসটি পুরুলিয়া থেকে যাওয়ার সময় রাস্তায় একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে বেসামাল হয়ে রাস্তার পাশে খেতে নেমে উল্টে যায়। আহতদের স্থানীয় শিরকাবাদ ও কোটশিলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে।

পুলিশি হেফাজত
চাষিদের জন্য বরাদ্দ সার চড়া দামে খোলাবাজারে বিক্রির অভিযোগে ধৃত রাইপুরের চেলেপাড়া সমবায় কৃষি উন্নয়ণ সমিতির পরিচালন সমিতির সদস্য কানাই মণ্ডলকে তিন দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিল খাতড়া আদালত। ওই সমবায় সমিতির চেয়ারম্যানের লিখিত অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় রাইপুর থানার কেন্দুয়াপাড়া গ্রামের বাসিন্দা কানাইবাবুকে গ্রেফতার করেছিল পুলিশ। সরকারি ন্যায্য দামে এলাকার চাষিদের জন্য দেওয়া সার তাঁদের না দিয়ে খোলাবাজারে তিনি বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছিল। শুক্রবার তাঁকে খাতড়া আদালতে হাজির করানো হয়েছিল।

নতুন পাঠক্রম
পুরুলিয়া চিত্তরঞ্জন বালিকা উচ্চ বিদ্যালয়ে শুক্রবার থেকে উচ্চমাধ্যমিক পাঠক্রমে বিজ্ঞান ও সংগীত বিষয় চালু হল। এই পাঠ্যক্রমের উদ্বোধন করেন রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি প্রকল্প বিষয়ক মন্ত্রী শান্তিরাম মাহাতো।

স্মরণসভা
ভাস্কর সুনীল পালের স্মরণসভা পালিত হল পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে। তাঁর পরিকল্পনা অনুসারেই গড়ে উঠেছিল বিদ্যাপীঠের মূলতোরণ, সারদা মন্দির, মূল মন্দির, প্রেক্ষাগৃহ, ঠাকুরের মূর্তি, গ্রন্থাগার প্রভৃতি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.