বেহাল রাস্তা মেরামত করার দাবিতে সেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি। ওন্দার রামসাগরে বাঁকুড়া-বিষ্ণুপুর ৬০ নম্বর জাতীয় সড়ক শুক্রবার সকাল সওয়া ন’টা থেকে দেড় ঘণ্টা অবরোধ করে রাখা হয়। |
বিজেপির বাঁকুড়া জেলা সহ সভাপতি জীবন চক্রবতী বলেন, “মাসখানেক ধরে এই জাতীয় সড়কের রামসাগর থেকে খামারবেড়িয়া পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়েছে। পিচ, পাথর উঠে গিয়ে রাস্তার এই অংশ খানাখন্দে ভরে উঠেছে। অথচ প্রশাসন রাস্তাটি সংস্কার করার কোনও উদ্যোগ নিচ্ছে না। তাই আমরা অবরোধ কর্মসূচির মাধ্যমে সরকারের নজর কাড়ার চেষ্টা করেছি।” অবরোধের জেরে এই গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। পরে ওন্দা থানার পুলিশ গিয়ে তাঁদের আশ্বাস দেওয়ার পরে অবরোধ ওঠে। ওন্দার বিডিও মনোময় ভট্টাচার্য বলেন, “রাস্তাটি সংস্কারের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। শীঘ্রই তাঁরা সংস্কারের কাজ শুরু করবেন বলে আশ্বাস দিয়েছেন।” |