টুকরো খবর
মদের রমরমা রুখতে বিক্ষোভ
মদ্যপদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শুক্রবার সামশেরগঞ্জের ব্লক অফিসে বিক্ষোভ দেখালেন কয়েক হাজার মানুষ। অভিযোগ, নিত্যদিন সন্ধ্যা নামলেই মদ্যপদের অত্যাচার সহ্য করতে হয় সাধারণ গ্রামবাসীদের। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রকাশ্য রাস্তায় মদ্যপদের দেখা যায়। অভিভাবদের দাবি, স্কুলে পড়তে গেলে মদ্যপদের হাত এড়িয়ে যাওয়া বেশ শক্ত। গোটা পরিবেশটাই নষ্ট হয়ে যাচ্ছে। ধুলিয়ানের বাসিন্দা কল্যাণ গুপ্ত বলেন, “যত দিন যাচ্ছে, মদের ঠেক বাড়ছে। প্রকাশ্য রাস্তায় মদ্যপেরা ঘুরে বেড়াচ্ছে। কেউ ব্যবস্থা নিচ্ছে না।” সামশেরগঞ্জের বিডিও প্রলয়কুমার সরকার অবশ্য বলেন, “এলাকার সুস্থ পরিবেশ বজায় রাখতে সব রকম ব্যবস্থা নেবে প্রশাসন। কিন্তু দেশি মদ তৈরির নির্মিয়মাণ কারখানা বন্ধ করা আমার পক্ষে সম্ভব নয়। এই কারখানা তৈরির লাইসেন্স দিয়েছে রাজ্য আবগারি দফতর।” আবগারি দফতরের মুর্শিদাবাদের ডেপুটি কালেক্টর সমরকুমার সাহা বলেন, “দেশি মদের কারখানা তৈরির লাইসেন্স দেওয়া হয়েছে। সেখানে মদের কেনা-বেচা করা হবে না। আমরা এলাকা ঘুরে, তদন্ত করে, মানুষের সঙ্গে কথা বলেই ওই কারখানা তৈরির অনুমতির জন্য রাজ্যের আবগারি সচিবের কাছে সুপারিশ করেছি। এলাকার মানুষ যদি আমাদের কাছে কোনও অভিযোগ জানান, আমরা তা রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দেব।” জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীরের আশ্বাস, “সামশেরগঞ্জের কোথাও সমাজবিরোধী কাজের খবর পেলে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। মদ্যপদের দৌরাত্ম্য রুখতে কড়া ব্যবস্থা নেবে পুলিশ।”

খুনের নালিশ, গ্রেফতার স্ত্রী
স্বামীকে খুনের অভিযোগে এক মহিলাকে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ। নাম সচীরানি সরকার। বাড়ি চাকদহের চৌগাছা বাজার এলাকায়। এ দিনই বাড়ির বারান্দা থেকে সচীরানির স্বামী নিত্যরঞ্জন সরকারের মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ। নিত্যরঞ্জনবাবু পেশায় দিনমজুর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিত্যরঞ্জনবাবুর গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলেই প্রাথমিক ভাবে পুলিশের অনুমান। নিত্যরঞ্জনবাবুর এক আত্মীয় সচীরানির নামে পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করেছেন। জেলা পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

মাদক-সহ ধৃত
হেরোইন-সহ এক ব্যক্তিকে শুক্রবার লালগোলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। নাম শওকত আলি। বাড়ি লালগোলার দক্ষিণ লতিফের পাড়ায়। ধৃতের কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়াও ধৃতের বাড়িতে তল্লাশি চালিয়ে ৮০ কিলোগ্রাম সোডিয়াম কার্বোনেট ও হেরোইন তৈরির বিভিন্ন সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিশ। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তির বাড়িতে হানা দেয়। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।” অন্য দিকে, শুক্রবারই কালীগঞ্জের পাগলাচণ্ডী থেকে ৬৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। দু’জনকে গ্রেফতারও করে দেবগ্রাম থানার পুলিশ। নাম নাজের আলি শেখ ও মোজাম্মেল শেখ।

স্কুলে অশান্তি
পড়ুয়াদের বইয়ের জন্য আসা অনুদানের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগে মুর্শিদাবাদের ভগবানগোলায় ওরাহার হাইস্কুলে শিক্ষক-শিক্ষিকাদের রাত পর্যন্ত ঘেরাও করে রাখলেন অভিভাবক ও পড়ুয়ারা। শুক্রবারের এই ঘটনায় ভাঙচুর করা হয় স্কুল লাগোয়া পঞ্চায়েত অফিসেও। রাতে পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠি চালায়। পুলিশকে লক্ষ করে পাল্টা ইট ছোড়ে জনতা। দীর্ঘক্ষণ ঘেরাওয়ের জেরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দুই শিক্ষক।

খুনের নালিশ
এক মহিলার মৃত্যুতে তাঁর শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতার পরিজনেরা। মৃতের নাম আফরোজা বিবি (২৪)। শুক্রবার ঘটনাটি ঘটেছে ডোমকলের আমিনাবাদ গ্রামে। তাঁর স্বামী-সহ শ্বশুরবাড়ির সাত জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতার বাবা আজিজুল হাকিম। তাঁর অভিযোগ, ‘‘বিয়েতে টাকা-গয়না দিয়েছিলাম। পণের জন্য নির্যাতন করত শ্বশুরবাড়ির লোকজন। ওরা মেয়েকে খুন করেছে।’’

খুনের নালিশ, ধৃত
বোমাবাজিতে মৃত্যুর ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ডোমকলের মেহেদিপাড়ায় দুই গোষ্ঠীর বোমাবাজিতে মৃত্যু হয় সামসুল আবেদিন সরকার নামে এক যুবকের। ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত মেহেদিপাড়ার ওই চার যুবককে গ্রেফতার করে পুলিশ।

লরি আটক
সুতি থেকে ছিনতাই হওয়া পণ্যবোঝাই একটি লরি উদ্ধার হয়েছে মালদহের বৈষ্ণবনগরের ষোলো মাইল থেকে। শুক্রবার ভোরে ৩৪ নম্বর জাতীয় সড়কে সুতির কাছ থেকে সাত জনের একটি সশস্ত্র দুষ্কৃতী দল লরিটি ছিনতাই করে। বর্ধমান থেকে অসমের দিকে যাচ্ছিল লরিটি। দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ধর্ষণের অভিযোগ
চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বিপুল সরকার নামে এক ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে ধানতলার জাপারনগরে। পুলিশ জানিয়েছে, মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

দেহ উদ্ধার
অস্বাভাবিক মৃত্যু হয়েছে দীপঙ্কর সেন (২৬) নামে এক যুবকের। বাড়ি কোতয়ালির শক্তিনগরের নতুন গ্রামে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.