আগ্নেয়াস্ত্র-সহ বনগাঁর পেট্রোপোলের বাসিন্দা এক গাড়ি চালককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার লালবাগ স্টেশনের কাছ থেকে হরেন দাস নামে ওই ব্যক্তিকে ৫টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১০টি ম্যাগজিন-সহ ধরে পুলিশ। গাড়ির মধ্যে একটি ব্যাগে অস্ত্রগুলি রাখা ছিল। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “চার বাংলাদেশি পাসপোর্ট তৈরি করতে ওই গাড়িটি ভাড়া করে পেট্রাপোল থেকে বহরমপুরে আসে। বহরমপুর-লালবাগ রাজ্য সড়কের কোনও এক জায়গায় ওই চার জন নেমে যায়। কিন্তু ঠিক কোথায় ওই চার যুবক নেমেছিল তা গাড়িচালক বলতে পারেনি। পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে।” পুলিশ জানিয়েছে, গোপনে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ বাহিনী স্টেশন লাগোয়া একটি হোটেলের সামনে থেকে হরেনকে গ্রেফতার করে। ধৃতের অবশ্য দাবি, “ওই চার যুবক নেমে যাওয়ার পরে এক জন যুবককে লিফট দিয়েছিলাম। লালবাগের হোটেলের সামনে ওই যুবক নেমে যায়। দেখি তার ব্যাগ গাড়ির মধ্যে পড়ে রয়েছে। ব্যাগ হাতে গাড়ি থেকে নামতেই পুলিশ আমাকে গ্রেফতার করে।” পুলিশ সুপার অবশ্য বলেন, “ওই চালকের কথায় বেশ কিছু অসঙ্গতি রয়েছে। ধৃত ব্যক্তিকে জেরা করে গোটা বিষয়টি জানার চেষ্টা হচ্ছে। গোটা ঘটনা জানিয়ে বনগাঁ পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।” অন্য দিকে, দৌলতাবাদের বালির ঘাট সেতুর কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, একটি ওয়ান শটার-সহ ৫টি থ্রি নট থ্রি গুলি ও ৪টি ৩.২ বোরের গুলি উদ্ধার করেছে পুলিশ। এক জনকে গ্রেফতারও করা হয়েছে। নাম তাহের শেখ। তার বাড়ি দৌলতাবাদের গুরুদাসপুরে। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “খুনের উদ্দেশ্যে ২টি মোটরবাইকে ৬ জন বালির ঘাট সেতুর কাছে অপেক্ষা করছিল বলে প্রাথমিক তদন্ত পুলিশের অনুমান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই দুটি মোটরবাইকে ৫ জন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ এক জনকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত চলছে।” |