হলদিয়া-কুকড়াহাটি শাখা
পড়ুয়াদের সঙ্গে গণ্ডগোল, বন্ধ বাস চলাচল
লেজ পড়ুয়াদের ভাড়া মকুবের দাবি ঘিরে ‘অশান্তি’র জেরে চার দিন ধরে বাস বন্ধ হলদিয়া-কুকড়াহাটি শাখায়। প্রায় ৪৫টি বাস চলাচল করে এই রুটে। ছাত্রদের সঙ্গে কন্ডাক্টরদের গণ্ডগোলের জেরে মঙ্গলবার থেকে এই রুটে আর কোনও বাস চলছে না। ফলে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।
দীর্ঘ দিন ধরেই কুকড়াহাটি যাওয়ার পথে ভাড়া মকুবের দাবি জানাচ্ছে স্থানীয় কলেজের ছাত্ররা। তাই নিয়ে গণ্ডগোল। বাস মালিকদের অভিযোগ, এমনিতেই তেলের দাম বাড়ায় বাস চালানোর খরচ ওঠে না। তার উপরে কলেজ পড়ুয়াদের ভাড়াতে ছাড় দেওয়া হয়। এখন আবার কিছু ছাত্র বিনামূল্যে বাসে উঠতে চাইছে। এই নিয়ে মঙ্গলবার গণ্ডগোল হয়। অভিযোগ, হলদিয়া-কুকড়াহাটি শাখায় রানিচক মোড়ের কাছে বাস আটকে চালক ও কন্ডাক্টরদের মারধর করেন স্থানীয় গভর্নমেন্ট কলেজের ছাত্ররা। এরই প্রতিবাদে বন্ধ করে দেওয়া হয় বাস চলাচল।
যদিও গভর্নমেন্ট কলেজের তৃণমূল পরিচালিত ছাত্রসংসদের সভাপতি বুলবুল হাসান দাবি করেন, “আমরা অর্ধেক ভাড়া নেওয়ার দাবি জানিয়েছিলাম। তা শোনেনি বাসকর্মীরা। উল্টে কলেজের ছাত্রীদের সঙ্গে অশালীন ব্যবহার করে। প্রতিবাদে বাস আটকে বিক্ষোভ দেখানো হলেও কাউকে মারধর করা হয়নি।”
জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সুকুমার বেরা বলেন, “বাসে উঠে একদল কলেজ পড়ুয়া ভাড়া দিতে চাইবে না। এটা মেনে নেওয়া যায় না। বিষয়টি জেলা প্রশাসনে জানিয়েছি।” জেলা বাস ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক শামসুল আরেফিনের বক্তব্য, “আমাদের বাস চালক ও কন্ডাক্টরদের মারধর করা হচ্ছে। নিরাপত্তার অভাব বোধ করায় তাঁরা বাস বন্ধ করে দিয়েছে।” ছাত্রদের পাল্টা অভিযোগ, কলেজে আসা যাওয়ার পথে সামান্য ছাড়ও দিতে চান না বাস কন্ডাক্টরেরা। উল্টে গালমন্দ করেন। রামপুর কলেজের তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মধুসূদন পাত্রের দাবি, “চৈতন্যপুর মোড় থেকে কলেজ পর্যন্ত ভাড়া না দেওয়ার নির্দেশ রয়েছে পরিবহন দফতরের। বাস কন্ডাক্টরেরা সেই দাবি না মেনে চোখ রাঙায়।”
যদিও ভাড়া না নেওয়ার এই রকম অদ্ভূত নির্দেশ দেওয়া হয়নি বলেই দাবি আঞ্চলিক পরিবহণ আধিকারিক (আরটিও) অভিজিৎ কুমার হাইতের। তিনি বলেন, “ভাড়া না দেওয়ার এ রকম নির্দেশ আমরা কখনও দিতে পারি না। আমি এ রকম কোনও কথা বলিনি।”
কুকড়াহাটি গিয়ে নদী পেরিয়ে রায়চক থেকে কলকাতায় অসংখ্য যাত্রী প্রত্যহ যাতায়াত করেন। চার দিন ধরে বাস না চলায় সমস্যায় পড়েছেন তাঁরা। একমাত্র ভরসা ট্রেকারেও ভিড় খুব। কুকড়াহাটির বাসিন্দা শেখ হাসানুর জামানের কথায়, “হলদিয়া থেকে প্রতিদিন রাতে বাড়ি ফিরি। এই চার দিনে খুব সমস্যায় পড়েছি।”
সমস্যা মেটাতে প্রশাসন কী করছে? হলদিয়ার মহকুমাশাসক শিল্পা গৌড়িসারিয়া বলেন, “সমস্যার কথা বাস মালিকেরা জানিয়েছেন। পুলিশ-প্রশাসন আলোচনায় বসবে। আশা করছি সমস্যা মিটে যাবে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.