|
|
|
|
রায় চ্যালেঞ্জ |
সিঙ্গুর আইন নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্রত্যাশিত ভাবেই সিঙ্গুর আইন মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। রাজ্যের পক্ষে আইনজীবী-সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুক্রবার বলেন, “সিঙ্গুর মামলা নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে
মামলা দায়ের করা হয়েছে।”
তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পরেই সিঙ্গুরের অনিচ্ছুক চাষিদের জমি ফিরিয়ে দিতে নতুন আইন তৈরি করে। সেই আইন অনুযায়ী সিঙ্গুরে টাটাদের প্রায় এক হাজার একর জমি ‘খাস’ করে নেয় সরকার। তার পরেই নতুন আইনকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করে টাটা মোটরস। তাদের অভিযোগ ছিল, এই আইন অসাংবিধানিক। হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় নতুন সরকারের এই আইনকে সরাসরি বৈধ বলেননি। তবে তিনি জানিয়ে দেন, আইনে কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত করলে সেটি বৈধ হবে। সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল মামলা করে টাটা গোষ্ঠী। বিচারপতি পিনাকী ঘোষ এবং বিচারপতি মৃণালকান্তি চৌধুরীর ডিভিশন বেঞ্চ তাদের রায়ে জানিয়ে দেয়, রাজ্যের আইনটি অবৈধ। দুই বিচারপতি জানান, জমি অধিগ্রহণ যৌথ তালিকভুক্ত বিষয়। তাই এ-সব ক্ষেত্রে কেন্দ্রীয় আইনই প্রযোজ্য। রাজ্য সরকার সেই আইনে সংশোধনী আনতে পারে। তবে কেন্দ্রীয় আইনের সঙ্গে সেটাকে সঙ্গতিপূর্ণ হতে হবে। বিধানসভায় পাশ হওয়া সিঙ্গুর আইনে সেই সঙ্গতি রক্ষা করা হয়নি। ডিভিশন বেঞ্চের এই রায়ের ফলে অনিচ্ছুক চাষিদের জমি ফেরত দেওয়া আরও জটিল হয়ে পড়ে। কারণ, ডিভিশন বেঞ্চ ওই জমিতে ‘স্থিতাবস্থা’ বজায় রাখার কথা জানিয়ে সর্বোচ্চ আদালতে আপিল করার জন্য রাজ্যকে দু’মাস সময় দিয়েছিল। সেই সময়সীমা মেনেই রাজ্য সরকার শীর্ষ আদালতে মামলা দায়ের করেছে। |
|
|
|
|
|