|
|
|
|
লক্ষ্য ভবিষ্যতের নেতা খোঁজা |
কলেজ-বিশ্ববিদ্যালয়ে এ বার ক্যুইজ
করার সিদ্ধান্ত নিল দিল্লি রামকৃষ্ণ মিশন |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
স্কুলের পর এ বার কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে ভবিষ্যতের সর্বস্তরে নেতৃত্বদানের ক্ষমতা যাঁদের আছে, সেই প্রতিভাদের তুলে আনতে উদ্যোগী হল রামকৃষ্ণ মিশনের দিল্লি শাখা।
গত বছর বিবেকানন্দের প্রকৃত মানুষ গঠনের ভাবধারাকে সামনে রেখে স্কুল পড়ুয়াদের মধ্যে ভবিষ্যতের নেতা খুঁজে বার করতে একটি ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিল রামকৃষ্ণ মিশন। গোটা দেশের প্রায় লক্ষাধিক ছাত্র-ছাত্রী ওই প্রতিযোগিতায় অংশ নেয়। এবার সেই ধাঁচেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণদের মধ্যে থেকে আগামী প্রজন্মের নেতা খুঁজে বার করার সিদ্ধান্ত নিল দিল্লির রামকৃষ্ণ মিশন।
গত বছরের ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের সার্ধ শতবর্ষ অনুষ্ঠানের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। সেই সার্ধ শতবর্ষ কী ভাবে পালন করা হবে তা ঠিক করতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি জাতীয় কমিটিও গড়া হয়। সেই কমিটি সিদ্ধান্ত নেয় বিবেকানন্দের ভাবধারাকে গোটা দেশের মধ্যে ছড়িয়ে দিতে ২০১১-’১৫ এই চার বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। ইতিমধ্যেই স্বামী বিবেকানন্দের লিখিত সমস্ত বই, বিভিন্ন আলোচনা সভায় তাঁর দেওয়া বক্তৃতা নতুন করে ছাপানোর কাজ শুরু করেছে কেন্দ্র।
সেই মূল পরিকল্পনার অঙ্গ হিসাবেই বর্তমান তরুণ প্রজন্মের কাছে স্বামী বিবেকানন্দকে নতুন করে তুলে ধরতে ওই ক্যুইজ প্রতিযোগিতার পরিকল্পনা নিয়েছে দিল্লির রামকৃষ্ণ মিশন। ক্যুইজধর্মী অন-লাইন ওই পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের মধ্যে থেকে হাজার খানেক প্রতিযোগীকে প্রাথমিক পর্বের জন্য বেছে নেওয়া হবে। সেখান থেকে চূড়ান্ত পর্যায়ে যাবে শ’খানেক প্রতিযোগী। দিল্লি রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শান্তাত্মানন্দ বলেন,“স্বামীজি তরুণদের মধ্যে দু’টি গুণ খুঁজতেন। প্রথমত-তাদের মধ্যে নেতৃত্ব প্রদানের মাধ্যমে দেশ গঠন করার ক্ষমতা রয়েছে কি না আর দ্বিতীয়ত তাঁরা বিশ্ব নাগরিক কি না। ক্যুইজ প্রতিযোগিতাটির প্রশ্নগুলি সেই বিষয়টগুলিকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে।
ইচ্ছুকেরা www.awakeningindia.org-এই ওয়েবসাইটের মাধ্যমে তাঁদের নাম নথিভুক্ত করতে পারেন।” |
|
|
|
|
|