|
|
|
|
গাড়িতে কালো কাচ, সুপ্রিম কোর্ট দুষল ভিআইপিদের |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
এ যেন সর্ষের মধ্যেই ভূত। দেশ ও রাজ্যের নিরাপত্তার ভার যাঁদের হাতে সেই পুলিশ কমিশনার ও ডিজিদের ক্ষমতার অপব্যবহারের জেরেই দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে সতর্ক করে দিলেন সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, যাঁরা আইন মানবেন না পদ মর্যাদা না দেখে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও পুলিশকে নির্দেশ দিয়েছে বিচারপতি বি এস চৌহান এবং স্বতন্ত্র কুমারের বেঞ্চ।
মূলত সন্ত্রাসবাদী হামলা বা অপরাধমূলক কাজকর্ম ঠেকাতেই গত ৪ মে থেকে গাড়িতে কালো কাচ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল শীর্ষ আদালত। এর পিছনে আদালতের যুক্তি ছিল, এই ধরনের গাড়ি করে অপরাধীদের পালাতে সুবিধে হয়। শুধু তাই নয়, গাড়ির কাচে অনেক সময় বিভিন্ন স্টিকার আঁটা থাকে। যার ফলে ট্রাফিক পুলিশদের গাড়ির ভিতরে কে আছে তা দেখতে অসুবিধে হয়। তাই যে সব মন্ত্রী জেড এবং জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান, শুধুমাত্র তাঁরাই প্রয়োজনে কালো কাচ লাগানো গাড়ি ব্যবহার করতে পারবেন। তাঁরা ছাড়া অন্য কেউ গাড়িতে কালো কাচ ব্যবহার করলে তা শাস্তিযোগ্য অপরাধ হলে বিবেচিত হবে বলে জানায় সুপ্রিম কোর্ট।
কিন্তু গত ২২ জুলাই একটি জনস্বার্থ মামলায় শীর্ষ আদালতের তরফে অসন্তোষ প্রকাশ করে জানানো হয়, নিষেধাজ্ঞা সত্ত্বেও এখনও রাস্তায় অনেক কালো কাচ লাগানো গাড়ি চলছে। আর দেশের ভিআইপিরাই এই আইন বেশি করে ভাঙছেন। আদালতের তরফে জানানো হয়েছিল, গাড়ির সামনের আর পিছনের কাচ দিয়ে ৭০ শতাংশ এবং পাশের কাচ দিয়ে ৪০ শতাংশ আলো ঢোকে এমন গাড়ি ব্যবহার করা যাবে।
জেড এবং জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান এমন ব্যক্তিরা বিশেষ অনুমতি নিয়ে পুরো কালো কাচে ঢাকা সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছিল শীর্ষ আদালত। |
|
|
|
|
|