কলেজটা মেয়েদের। সেখানে বাইরের কয়েকটি ছেলে ঢুকে পড়ায় উত্তেজনার সৃষ্টি হয়। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে আমহার্স্ট স্ট্রিট থানার এলাকার রামমোহন কলেজে।
ঠিক কী ঘটেছিল? বিএ দ্বিতীয় বষের্র ছাত্রী এবং তৃণমূল পরিচালিত ইউনিয়নের ইউনিট সভাপতি পূজা সিংহ জানান, সকালে কলেজের বিকম পাশের ভর্তি চলছিল। সেই সময় অনেক অভিভাবক কলেজের ভিতরে ঢুকে পড়েন। তাঁদের বাইরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। পূজার বক্তব্য, কলেজ চলাকালীন এ বার কোনও অভিভাবককেই ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। কিন্তু এ দিন অন্য অভিভাবকেরা বেরিয়ে গেলেও দু’টি যুবক বেরোতে চায়নি। পূজার অভিযোগ, বারবার বেরোতে বলায় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ওই দুই যুবক। এমনকী তাঁর শ্লীলতাহানি করা হতে পারে বলে হুমকিও দেয় তারা। এর পরে ছাত্রীরা কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাশ্বতী দাশগুপ্ত (টিচার ইনচার্জ)-কে বহিরাগতদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে বলেন। কিন্তু তিনি কোনও ব্যবস্থা নেননি বলে অভিযোগ। পরে ছাত্রীরা নিজেরাই ভারপ্রাপ্ত শিক্ষিকার কাছে লিখিত ভাবে অভিযোগ জানান। ছাত্রীদের দাবি, ভারপ্রাপ্ত শিক্ষিকা পরে সেই অভিযোগপত্রটিই থানায় পাঠিয়ে দেন।
ছাত্রীদের আরও অভিযোগ, ওই দুই যুবককে এর আগেও কলেজের ভিতরে দেখা গিয়েছে। তখনও ভারপ্রাপ্ত শিক্ষিকাকে ব্যবস্থা নিতে বলা হয়েছিল। কিন্তু তিনি ব্যবস্থা নেননি। তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপি-র রাজ্য সম্পাদক সুজিত শ্যাম বলেন, “মেয়েদের কলেজে বহিরাগত ছেলেরা ঢোকা সত্ত্বেও ভারপ্রাপ্ত শিক্ষিকা কোনও ব্যবস্থা নিলেন না। আমদের প্রশ্ন, পুরো ঘটনায় কলেজ-কর্তৃপক্ষ নীরব থাকলেন কী ভাবে? তাঁরা কোনও ব্যবস্থা নিলেন না কেন?” ঘটনা প্রসঙ্গে কলেজের এক শিক্ষিকা বলেন, “ভর্তি চলাকালীল আমরা কলেজের ভিতরেই ছিলাম। ভর্তি প্রক্রিয়াও শান্তিপূর্ণভাবে হয়েছে। সেই সময় কলেজের ভিতরে কিছু ঘটেছে কিংবা শান্তি-শৃঙ্খলা ভঙ্গ হয়েছে বলে জানি না। আমরা ইউনিয়নের কিছু মেয়ের কাছ থেকেই ব্যাপারটি জানতে পারি।” |