নতুন টার্মিনালের সঙ্গেই সাজবে বিমানবন্দরের পথ
লকাতা বিমানবন্দরে নতুন আধুনিক টার্মিনালের সঙ্গে প্রয়োজনীয় পারিপার্শ্বিক পরিকাঠামো তৈরির দিকে জোর দিল রাজ্য সরকার।
অক্টোবরে চালু হয়ে যাওয়ার কথা নতুন টার্মিনালের। দিল্লি-মুম্বই-হায়দরাবাদ-বেঙ্গালুরুর মতো আন্তর্জাতিক টার্মিনাল তৈরি হচ্ছে কলকাতায়। যাঁরা বিদেশ থেকে প্রথম এই আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন, তাঁদের এই শহর সম্পর্কেও একটি ধারণা তৈরি হবে। কিন্তু, ভিআইপি রোডে পা দিলেই সেই ধারণা ভেঙে যাওয়া অস্বাভাবিক নয়। তাই রাজ্য সরকার চাইছে, বিমানবন্দর লাগোয়া এলাকারও খানিকটা ভোল পাল্টে দিতে।
শুক্রবার রাজ্যের পূর্ত দফতর, বিভিন্ন পুরসভা, পুলিশ ও প্রশাসনের কর্তাদের নিয়ে বৈঠক করেন বিমানবন্দরের পরামর্শদাতা কমিটির চেয়ারম্যান তথা তৃণমূলের কেন্দ্রীয় মন্ত্রী সৌগত রায়। এর আগে বিমানবন্দর থেকে হলদিরাম পর্যন্ত সৌন্দর্যায়নের দায়িত্ব বিমানবন্দর কর্তৃপক্ষ নিতে চান। কিন্তু ওই এলাকার যাবতীয় বিজ্ঞাপনের বরাতও তাঁরা চাওয়ায় প্রস্তাবে রাজি হয়নি স্থানীয় পুরসভা।
শুক্রবারের বৈঠকে তাই আশপাশের এলাকার সৌন্দর্য বৃদ্ধি ও পরিকাঠামো নিয়েই প্রধানত আলোচনা হয়। সৌগতবাবু জানান, রাজ্যের পূর্ত দফতরের সঙ্গে কথা বলে ঠিক হয়েছে, বিমানবন্দর লাগোয়া ভিআইপি রোড চওড়া করা হবে। বিমানবন্দরে ঢোকার মুখে রাস্তার সৌন্দর্যায়নের দায়িত্বও পূর্ত দফতরকে দেওয়া হয়েছে। কৈখালির মোড়ে পথচারীদের জন্য কমে যায় গাড়ির গতি। তাই কৈখালিতে একটি ফুটব্রিজ করার প্রস্তাবও দেওয়া হয়েছে। সৌগতবাবু বলেন, “ওই ফুটব্রিজে চলন্ত সিঁড়ি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।”
রাজ্যের পূর্ত দফতরের সচিব অজিতরঞ্জন বর্ধন পরে জানিয়েছেন, সৌন্দর্যায়নের এই সব প্রকল্পে কেন্দ্রীয় অর্থ সাহায্য বা সাংসদ তহবিল থেকে টাকা পাওয়া গেলে সুবিধা হবে। কারণ, রাস্তা চওড়া এবং ফুটব্রিজ বানাতে খরচ পড়বে প্রায় ২২ কোটি টাকা।
রাত আটটা পর্যন্ত বিমানবন্দর থেকে বড় বাতানুকূল বাস বিমানযাত্রী এবং বিমানবন্দরের কর্মীদের নিয়ে যাতায়াত করে। কিন্তু, বেশ কিছু অভ্যন্তরীণ উড়ান রাত আটটার পরে কলকাতায় এসে পৌঁছয়। আশা করা হচ্ছে, নতুন টার্মিনাল চালু হওয়ার পরে যাত্রী-সংখ্যাও বাড়বে। বাড়তে পারে রাতের উড়ানের সংখ্যাও। তাই রাতে যে সব যাত্রীরা শহরে এসে নামবেন, তাঁরা যাতে ওই সুবিধা পান, তার জন্য বিমানবন্দরের অধিকর্তা আলাদা করে পরিবহণ দফতরকে অনুরোধ করবেন বলেও এ দিন সৌগতবাবু জানিয়েছেন।
বিমানবন্দরমুখী যাত্রীদের প্রধান সমস্যা এখন যানজট। সৌগতবাবু জানিয়েছেন, বিমানবন্দরের এক নম্বর গেটের উপরে চাপ কমাতে এত দিন ভিআইপি রোড থেকে বারাসতগামী গাড়িও বিমানবন্দরের ভিতরের রাস্তা ব্যবহার করছিল। কিন্তু, তাতে সমস্যায় পড়ছেন বিমানযাত্রীরা। যানজটে পড়ে সঠিক সময়ে তাঁরা বিমানবন্দরে পৌঁছতে পারছেন না। তাই, পুলিশের সঙ্গে কথা বলে ঠিক হয়েছে, এ বার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বিমানবন্দরের ভিতরে যশোহর রোডগামী গাড়ি ঢুকতে দেওয়া হবে না।
কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, ৩০ সেপ্টেম্বরের মধ্যেই বিমানবন্দরের নতুন টার্মিনালের সমস্ত রকম কাজ শেষ হয়ে যাবে। তার পরে দিনক্ষণ দেখে উদ্বোধন করা হবে। অগস্ট মাসেই সাতটি এরোব্রিজ আসছে কলকাতার নতুন টার্মিনালের জন্য। পরের মাসেই চলে আসবে বাকি ১১টি। সৌগতবাবু জানান, যাত্রীদের জন্য ওই টার্মিনাল পুরোপুরি খুলে দেওয়ার ক্ষেত্রে এরোব্রিজই এখন একমাত্র বাধা।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.