ফের ডিজেলের দাম বাড়ানোর পক্ষে জোরালো সওয়াল করলেন যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিংহ অহলুওয়ালিয়া। এ বার এর যুক্তি হিসেবে সম্প্রতি পর পর দু’দিন দেশ জুড়ে হওয়া বিদ্যুৎ বিভ্রাটের উদাহরণ তুলে ধরলেন তিনি। তাঁর বক্তব্য, দীর্ঘ দিন ধরেই বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন ছিল। কিন্তু তা না হওয়ায় ওই শিল্পের পরিকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় লগ্নি জোগাড় করা যায়নি। আর এর ফল হিসেবেই গত সোম ও মঙ্গলবার বসে গিয়েছিল একাধিক গ্রিড। অন্ধকারে ডুবে গিয়েছিল দেশের এক বড় অংশ। তাঁর হুঁশিয়ারি, ডিজেলের দাম না বাড়ানোর বিষয়ে অনড় থাকলে, সম্ভাবনা রয়েছে সেই একই ধরনের ভবিতব্যের শিকার হওয়ার। কারণ, বিদ্যুতের দাম না বাড়ায় যে ভাবে তার বণ্টন ব্যবস্থা ভেঙে পড়েছিল, তেমনই পরিকাঠামোর অভাবে আগামী দিনে মুখ থুবড়ে পড়তে পারে তেল সরবরাহ ব্যবস্থাও। শুধু ভর্তুকি দিয়ে এই সমস্যা মেটানো যাবে না বলেও জানান তিনি। তাঁর দাবি, “ডিজেলের দাম বাড়লে প্রাথমিক ভাবে হয়তো কিছু অসুবিধা দেখা দেবে। কিন্তু এর ফলে মূল্যবৃদ্ধি বাড়বে, এই ধারণা ভুল।”
ডিজেলের দাম নিয়ে সওয়ালের পাশাপাশি দেশে দারিদ্র কমেছে বলেও দাবি করেছেন অহলুওয়ালিয়া। তিনি জানান, ২০১১-’১২ অর্থবর্ষে দেশে দারিদ্রসীমার নীচে থাকা মানুষের অনুপাত কমে হয়েছে ২৬%। ২০০৯-’১০ সালে তা ছিল ২৯.৮%। গত অর্থবর্ষের জন্য গৃহস্থালীর খরচের উপর ভিত্তি করে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন (এনএসএসও)-এর তৈরি করা রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। |