প্যাথলজিস্ট ছাড়াই প্রায় ৮ মাস ধরে চলছে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের প্যাথলজি বিভাগ। ফলে, দেখা দিয়েছে সমস্যা।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই বিভাগে তিন জন টেকনিশিয়ান, এক জন প্যাথলজিস্ট এবং চার জন সহকারী থাকার কথা। বর্তমানে বিভাগটি চলছে এক জন টেকনিশিয়ান, এক জন চতুর্থ শ্রেণির কর্মী এবং এক জন সাফাইকর্মীকে নিয়ে। গত বছর ডিসেম্বরে এই বিভাগের একমাত্র প্যাথলজিস্ট নিখিলেশ দেহাতি বদলি হয়ে বর্ধমান মেডিক্যাল কলেজে চলে যান। তখন থেকে প্যাথলজিস্টের কাজ সামলাচ্ছেন টেকনিশিয়ান অনুপ সেনাপতি। জানুয়ারিতে আবার দু’জন টেকনিশিয়ানের মধ্যে এক জন বদলি হয়ে বেলেঘাটায় চলে যান। তখন থেকে অনুপবাবুই রোগীদের রক্ত পরীক্ষা করা থেকে রিপোর্ট লেখা সব কাজ করছেন। প্যাথলজিস্ট না থাকায় অনেক ক্ষেত্রে রোগীকে ‘রেফার’ করতে হচ্ছে হাওড়া সদর হাসপাতালে।
কাজ সামলাতে তিনি যে সমস্যায় পড়ছেন তা স্বীকার করেছেন অনুপবাবু। তিনি বলেন, “কেউ না থাকায় বাধ্য হয়ে আমাকেই সব করতে হচ্ছে। না হলে বিভাগ বন্ধ হয়ে যাবে। রোজ ৪০-৫০ জনের রিপোর্ট তৈরি করতে হয়। প্রতিটির জন্য যতটা সময় ব্যয় করা উচিত তা দেওয়া যায় না। ভুল হওয়ার সম্ভাবনা থাকলেও পরিষেবা দিতে তাই করতে হয়। হাসপাতালের সুপার তপন কুমার পালিত বলেন, “আমি দু’মাস হল এখানে এসেছি। অবিলম্বে এক জন প্যাথলজিস্ট এবং দু’জন সহকারী প্রয়োজন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।”
হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সাথী দত্ত বলেন, “সমস্ত সমস্যার কথা স্বাস্থ্য ভবনে লিখিত ভাবে জানানো হয়েছে।” |