বাজ পড়ে এক চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ছিলেন যুবক চুনীলালবাবু। চোখের কারণে হারাতে হয় চাকরিও। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আর একটি চোখে চাপ বাড়ছিল। দীর্ঘ ৫৪ বছর পরে অস্ত্রোপচার করে তিনি দৃষ্টিশক্তি ফিরে পান। বোলপুর শহরের বাসিন্দা চুনীলাল রায়ের বর্তমান বয়স ৮৩। চোখে দেখতে পেয়ে তিনি তাঁর আনন্দ ধরে রাখতে পারেননি। যে বেসরকারি চক্ষু হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছে সেখানে চিঠি লিখে ধন্যবাদ জানানোর পাশাপাশি মিষ্টিও বিলি করেছেন। |
চিকিৎসকের সঙ্গে চুনীলালবাবু।—নিজস্ব চিত্র |
বৃদ্ধ চুনীলালবাবু বলেন, “আমি সেচ বিভাগের কর্মী ছিলাম। এক বার বাড়িতে চা না পেয়ে রাগ করে বাইরে চা খেতে গিয়েছিলাম। আচমকা বাজ পড়লে বাঁ চোখের দৃষ্টিশক্তি হারাই। চোখের কারণে কাজও হারাতে হয়। জায়গা-জমি থেকে যেটুকু আয় হত, তা দিয়ে সংসার চালাতে হয়েছে। বহু জায়গায় ঘুরেছি। অনেক চিকিৎসককে দেখিয়েছি। কিন্তু কেউ রাজি হয়নি। তবে বোলপুর বাইপাসের ওই বেসরকারি চক্ষু হাসপাতাল আমাকে ফেরায়নি। বরং দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে।” চিকিৎসকেরা জানিয়েছেন, বাজের ঝলকানিতে চুনীলালবাবুর বাঁ চোখের ‘প্রেসার’ বেড়ে যাওয়ায় ‘ম্যাকুলায়’ জল জমেছিল। গত ২৪ জুলাই অস্ত্রোপচার করে জল বের করে দেওয়ায় তিনি দৃষ্টিশক্তি ফিরে পান। ওই হাসপাতালের চিকিৎসক ভাস্করদেব মুখোপাধ্যায় বলেন, “আমার জীবনে এটা একটা বড় সাফল্য। তাঁর দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পেরে ভাল লাগছে।” |