কলকাতায় চুরি, বাঁকুড়ায় গোয়াল খুঁড়ে মিলল ৭ লক্ষ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের গোয়ালঘর। ঘুটঘুটে অন্ধকারে সেখানে মাটি খুঁড়ে চলেছেন দুই পুলিশকর্মী। আর বেরিয়ে আসছে একের পর এক টাকার বান্ডিল! বুধবার ‘চোর’ ধরতে গিয়ে এমনই বিচিত্র অভিজ্ঞতা হল কলকাতা পুলিশের এক দল গোয়েন্দার। পুলিশ জানায়, ২৮ জুলাই পোলক স্ট্রিটে একটি রেলের স্লিপার নির্মাতা সংস্থার অফিস থেকে নগদ আট লক্ষ ৭০ হাজার টাকা চুরি যায়। ২৯ জুলাই সংস্থার মালিক মহেন্দ্র জাজোদিয়া হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করেন। সেই ঘটনায় মূল অভিযুক্তকে বুধবার রাতে বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশের গোয়েন্দা-প্রধান পল্লবকান্তি ঘোষ জানান, ধৃতের নাম তাপস চক্রবর্তী। সে জাজোদিয়ার সংস্থায় পিওনের কাজ করত। বাঁকুড়ার গ্রামে তারই বাড়ির গোয়ালঘরে মাটি খুঁড়ে সাত লক্ষ সাত হাজার টাকা উদ্ধার হয়েছে। চুরির তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ২৯ জুলাই সকালে অফিস খোলার সময় তাপসকে তড়িঘড়ি বেরিয়ে যেতে দেখেন এক নিরাপত্তারক্ষী এবং এক সাফাইকর্মী। বেলার দিকে সংস্থার মালিক চুরির ব্যাপারটা টের পান। ধৃতকে জেরা করে গোয়েন্দারা জেনেছেন, ২৮ জুলাই অফিস বন্ধ হওয়ার সময় সে শৌচাগারে লুকিয়ে ছিল। তার পরে রাতে সুযোগ বুঝে অফিসের ক্যাশবাক্স থেকে টাকা সরিয়ে নেয়। পুলিশ জানিয়েছে, অফিসের খাতা থেকেই তাপসের বাড়ির ঠিকানা মিলেছিল।
|
অবৈধ ভাবে সার ‘বিক্রি’, গ্রেফতার |
নিজস্ব সংবাদদাতা • রাইপুর |
চাষিদের জন্য বরাদ্দ সার চড়া দামে খোলাবাজারে বিক্রির অভিযোগে রাইপুরের একটি সমবায় সমিতির পরিচালন সমিতির সদস্যকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম কানাই মণ্ডল। তিনি স্থানীয় চেলেপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির সার বিভাগের দায়িত্বে ছিলেন। রাইপুর থানার কেন্দুয়াপাড়া গ্রামের বাসিন্দা কানাইবাবুর বিরুদ্ধে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই সমবায় সমিতির চেয়ারম্যান গুরুপদ কুণ্ডু। সেই অভিযোগে পুলিশ তাঁকে গ্রেফতার করে। রাইপুর ব্লকের কো-অপারেটিভ ইনস্পেক্টর স্বরূপ পাল বলেন, “চাষিদের নামে ভুয়ো রশিদ কেটে তাঁদের জন্য বরাদ্দ সার অন্যত্র বেশি দামে বিক্রির অভিযোগ পেয়ে এ দিন সরেজমিন তদন্তে ওই সমবায় সমিতিতে গিয়েছিলাম। অভিযোগের প্রমাণ মিলেছে। চাষিরা তাঁদের জন্য বরাদ্দ সার পাননি বলে আমাদের জানিয়েছেন।” সিপিএম পরিচালিত ওই সমবায় সমিতির চেয়ারম্যান গুরুপদ কুণ্ডুর সঙ্গে এ দিন চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। তবে সমবায়ের পরিচালন সমিতির সরকার মনোনীত সদস্য তথা তৃণমূল নেতা মধুসূদন মণ্ডল বলেন, “এলাকার বহু চাষির নামে সার বিক্রি দেখিয়ে তা বাইরে চড়া দামে বিক্রি করেছেন কানাই মণ্ডল। চাষিরা এ ব্যাপারে আগেই আমাদের কাছে অভিযোগ জানিয়েছিলেন। অভিযোগ খতিয়ে দেখার পরেই সমবায়ের চেয়ারম্যান থানায় অভিযোগ দায়ের করেন।” পুলিশ জানিয়েছে, সমবায়ের চেয়ারম্যানের লিখিত অভিযোগের ভিত্তিতে কানাইবাবুকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
|
মাওবাদী নাশকতায় জড়িত থাকার অভিযোগে ওন্দা থেকে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, লক্ষী মুর্মু নামে ওই যুবকের বাড়ি ওন্দার নাকাইজুড়ি গ্রামে। বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বাঁকুড়ার পুলিশ সুপার মুকেশকুমার বলেন, “২০০৯ সালের জুন মাসে সারেঙ্গা থানা এলাকায় জনগণের কমিটির সশস্ত্র নাশকতার একটি ঘটনায় মাওবাদী সদস্য লক্ষী মুর্মুর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। সম্প্রতি ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। দীর্ঘদিন ধরে বাড়িছাড়া ছিলেন ওই যুবক। এ দিন ভোরে তাঁকে ধরা হয়।” বৃহস্পতিবার ধৃতকে বাঁকুড়া আদালতে হাজির করানো হলে এক দিনের জেল হাজত হয়।
|
নদীতে ডুবে মৃত্যু হল ৬ বছরের এক শিশুর। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা থানার চাপড়া গ্রামের কাছে দ্বারকেশ্বর নদে। পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম আসরাফুল শেখ (৬)। এ দিন দুপুরে আসরাফুলকে নিয়ে দ্বারকেশ্বরে স্নান করতে গিয়েছিলেন তার মা। সেই সময় জলে তলিয়ে যায় আসরাফুল। মায়ের চিৎকারে ওই নদে স্নান করতে আসা লোকজন ঝাঁপিয়ে পড়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
|
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
জেলার বিভিন্ন কলেজে ছাত্র-ছাত্রীদের ভর্তি সমস্যার সমাধানের দাবিতে বৃহস্পতিবার সিদো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালযের উপাচার্যের কাছে স্মারকলিপি দিল এসইউসির ছাত্র সংগঠন। সংগঠনের সভাপতি স্বদেশপ্রিয় মাহাতো জানান, ফল প্রকাশের পর দু’মাস পার হয়ে গেলেও এখনও অনেক ছাত্র-ছাত্রী কলেজে ভর্তি হতে পারেননি। উপাচার্য শমিতা মান্না বলেন, “আসন সংখ্যা বাড়ানো নিয়ে ইতিমধ্যেই কলেজ কর্তৃপক্ষগুলির সঙ্গে বৈঠকও করা হয়েছে।” |