|
|
|
|
বিএডের ফি বৃদ্ধি বিদ্যাসাগরে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিএডে ভর্তির ফি বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন ধরে বেসরকারি কলেজগুলির সঙ্গে বিবাদ চলছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। কলেজগুলির ফি বাড়ানোর দাবি অবশেষে মেনে নিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রপিছু ৩৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ফি করা হল ৪৩ হাজার টাকা। উপাচার্য রঞ্জন চক্রবর্তী বলেন, “আমরা রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফি পরিকাঠামোর খোঁজ নিয়েছি। তাতে দেখা গিয়েছে, কোনও কোনও বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলি ছাত্রপিছু ৫০-৫২ হাজার টাকা ফি নেয়। আবার কোনও বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজে ৪১ হাজার টাকা ফি নেওয়া হয়। সব দিক খতিয়ে দেখেই ৪৩ হাজার টাকা ফি ধার্য করেছি। আশা করি এতে ছাত্রছাত্রীদেরও খুব একটা অসুবিধে হবে না। বেসরকারি কলেজগুলিরও সমস্যা হওয়ার কথা নয়।”
বিএড কলেজগুলির বিরুদ্ধে ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ উঠছিল বহুদিন ধরেই। অতিরিক্ত ফি নেওয়া বন্ধ করতে বছর দু’য়েক আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফি নির্দিষ্ট করে দেওয়ার সিদ্ধান নেন। ছাত্র পিছু ৩৫ হাজার টাকা ভর্তির ফি ধার্য করা হয়। তারপরেও নানা অজুহাতে ছাত্রছাত্রীদের কাছ থেকে বেশি ফি নেওয়ার অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও জানান ছাত্রছাত্রীরা। বিভিন্ন ছাত্র সংগঠন সরব হয়। কিন্তু বেশি ফি নেওয়া আটকানো যায়নি। বেসরকারি কলেজগুলি সাফ জানিয়েছিল, এত কম খরচে পড়ানো সম্ভব নয়। ন্যূনতম ৬১ হাজার টাকা ফি-র দাবি তোলে তারা। বিএডের কাউন্সেলিংও বয়কট করে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। পরে আদালত নির্দেশ দেয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই ফি নির্দিষ্ট করবেন। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি কমিটি তৈরি করেন। চেয়ারম্যান করা হয় রেজিস্ট্রার রণজিৎ ধরকে। আহ্বায়ক ইন্সপেক্টর অফ কলেজেস বিনয় চন্দ। ৮ সদস্যের কমিটি রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএড কলেজগুলিতে কত ফি নেওয়া হয় তা নিয়ে খোঁজ নেন। তারপরই ৪৩ হাজার টাকা ফি ধার্য করা হয়েছে। শীঘ্রই কলেজগুলির কাছে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হবে বলে উপাচার্য জানান। |
|
|
|
|
|