টুকরো খবর
পরিচালন সমিতির নির্বাচনে ‘বেনিয়ম’
পদ্ধতি মেনে সমবায়ের পরিচালন সমিতির নির্বাচন প্রক্রিয়া হচ্ছে না, এই অভিযোগে বৃহস্পতিবার কালনার আটঘোড়িয়ায় সূর্যপুর সমবায় সমিতির কার্যালয় ঘেরাও করল তৃণমূল। সমবায় সমিতির তরফে অবশ্য ওই অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, পরিচালন সমিতির নির্বাচন নিয়ে কোনও বেনিয়ম হয়নি। ঘেরাও চলাকালীন পুলিশ ওই সমবায় সমিতির কার্যালয়ে গিয়ে কিছু নথিপত্র নিয়ে এসেছে। তৃণমূল নেতা-কর্মীদের অভিযোগ, আগামী ২৬ অগষ্ট নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। ৪ ও ৫ অগষ্ট মনোনয়ন পত্র তুলে ৬, ৭ তারিখের মধ্যে জমা দেওয়ার নির্দেশও জারি হয়েছে। কিন্তু বিধি মেনে তার আগে ভোটার তালিকার খসড়া টাঙানো বা সমিতির সদস্যদের বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচনের কথা জানানোর কথা সমবায় সমিতির। অথচ তা করা হয়নি। তৃণমূল নেতা রাজকুমার পাণ্ডের অভিযোগ, “গত বার আমাদের নির্বাচিত সদস্যেরাই নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে এখনও ওয়াকিবহাল নয়। অথচ তড়িঘড়ি করে পঞ্চায়েত সমিতি নির্বাচনের কথা জানিয়ে দেয়। আমরা এ ব্যাপারে কাটোয়ার এআরসিএস-য়ের কাছে মৌখিক আবেদন জানিয়েছি। কালই লিখিত অভিযোগ পাঠানো হবে।”

ভ্রাতৃবধূর লাঠির ঘায়ে নিহত, নালিশ
ভাসুরকে লাঠি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। বৃহস্পতিবার পূর্বস্থলী ২ ব্লকের পাটুলিতে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম সুনীল গুঁই (৫৮)। তাঁকে খুন করার অভিযোগে করুণাময়ী গুঁই নামে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পৈতৃক জমিতে আলাদা আলাদা বাড়ি তৈরি করে বসবাস করেন গুঁই পরিবারের সদস্যেরা। চার ভাইয়ের মধ্যে মেজো ভাই নির্মলবাবু অসুস্থতার কারণে বছর চারেক আগে মারা যান। বড় ভাই সুনীলবাবু ও নির্মলবাবুর পরিবারের মধ্যে দীর্ঘ দিন একটি নারকেল গাছ নিয়ে বিবাদ ছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ ওই বিষয় নিয়েই সুনীলবাবু ও নির্মলবাবুর স্ত্রী করুণাময়ীদেবীর মধ্যে তর্কাতর্কি শুরু হয়। সেই ময়ে হঠাৎই করুণাময়ীদেবী ভাসুরের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুনীলবাবুর। মহকুমা পুলিশের এক আধিকারিকের দাবি, “পারিবারিক রেষারেষির কারণেই ঘটনাটি ঘটেছে। তদন্ত শুরু হয়েছে।”

রাখিবন্ধন
ধূমধাম করে রাখিবন্ধন উৎসব পালিত হল কালনা ১ পঞ্চায়েত সমিতির বুলবুলিতলা এলাকায়। বৃহস্পতিবার ওই উৎসব উপলক্ষে বুলবুলিতলা পুলিশ ফাঁড়ির সামনে একটি মঞ্চ বাঁধা হয়। উৎসব উপলক্ষে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তি চাল, কালনা ১ ব্লকের বিডিও অলিভিয়া রায়, পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ ও বহু বিশিষ্ট মানুষ। পথ চলতি কয়েক হাজার মানুষকে মঞ্চের সামনে দাঁড় করিয়ে রাখি পরানো হয়। চলে মিষ্টি খাওয়ানোও। বাস-সহ নানা যানবাহনকে মাঝপথে থামিয়ে চালক ও আরোহীদের রাখি পরানো হয়। বেলা ১২টা পর্যন্ত চলে সাংস্কৃতিক উৎসব। এ দিন মহকুমার অন্যান্য চার ব্লকেও রাখিবন্ধন উৎসব পালন করা হয়। হেমায়েতপুর, ধাত্রীগ্রাম, লিচুতলা-সহ মহকুমার বিভিন্ন এলাকায় পথ চলতি মানুষকে রাখি পরিয়ে সবুজ মিষ্টি খাওয়ান তৃণমূলের নেতা-কর্মীরা। জেলা তৃণমূল সভাপতি স্বপন দেবনাথের বক্তব্য, “সাধারণ মানুষের মধ্যে মৈত্রী ও ভ্রাতৃত্বের বার্তা পৌছে দিতেই দলের এমন উদ্যোগ।”

প্রফুল্লচন্দ্রের মূর্তি উন্মোচন
কালনায় প্রফুল্লচন্দ্রের মূর্তি উন্মোচন। —নিজস্ব চিত্র।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কালনা শাখায় স্থাপিত হল আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আবক্ষ মূর্তি। বৃহস্পতিবার মূর্তিটি উন্মোচন করেন কল্যাণী বিশ্বিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও বিজ্ঞানী অরবিন্দ দাস। কালনা শহরের লক্ষ্মণপাড়ায় এই উপলক্ষে হল আলোচনাসভাও। ছিলেন পুরসভার উপ-পুরপ্রধান দেবপ্রসাদ বাগ, পুরসভার প্রাক্তন পুরপ্রধান গৌরাঙ্গ গোস্বামী, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বর্ধমান জেলা সভাপতি অধ্যাপক সুনীল সাঁই প্রমুখ।

ট্রান্সফর্মারের সমস্যা মেটাতে উদ্যোগ
ট্রান্সফর্মারের সমস্যা মেটাতে উদ্যোগী হল জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলা জুড়ে বিকল হয়ে রয়েছে বহু ট্রান্সফর্মার। কালনা ডিভিশনেই এর সংখ্যা ৩০। ৬৩ কেভি ট্রান্সফর্মারের জোগান না থাকায় সমস্যা দেখা দিয়েছে জনবহুল এলাকাগুলিতে। বর্ধমানের জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা বলেন, “কালনা ডিভিশনে বৃহস্পতিবার ৯টি ট্রান্সফর্মার পাঠানো হয়েছে। বাকি সমস্যাগুলি মেটানোর চেষ্টা চলছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.