মধ্যশিক্ষা পর্ষদে প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার। পর্ষদ পরিচালিত হয় নির্বাচিত এগ্জিকিউটিভ কাউন্সিল (ইসি)-এর মাধ্যমে। ১০ জুলাই তাদের মেয়াদ শেষ হয়েছে। আজ, বৃহস্পতিবার প্রশাসকের দায়িত্ব গ্রহণ করছেন নিউ আলিপুর কলেজের শিক্ষক কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বামপন্থী শিক্ষক সংগঠন এবিটিএ-র অভিযোগ, সরকার জানে, শিক্ষকদের মধ্যে এখনও বামপন্থীদেরই প্রভাব বেশি। নতুন ইসি-র জন্য নির্বাচন হলে তাতে বর্তমান শাসক দলের অনুগামীদের জেতার সম্ভাবনা নেই। তাই প্রশাসক বসিয়ে নির্বাচন এড়িয়ে যাওয়া হল। এটা নিতান্তই অগণতান্ত্রিক কাজ। এবিটিএ-র অভিযোগ উড়িয়ে দিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অবশ্য বলেন, “১৯৭৭-এ যখন প্রশাসক বসানো হয়েছিল, সেটা কি খুব গণতান্ত্রিক কাজ হয়েছিল? আমরা তো তবু ক্ষমতায় আসার দেড় বছর বাদে প্রশাসক বসালাম।” তাঁর দাবি, প্রশাসক বসালে পর্ষদের কাজ ভাল হবে। তা হলে কি এর পরে আর নির্বাচনের মাধ্যমে ইসি গঠিত হবে না? শিক্ষামন্ত্রী বলেন, “এই ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।”
|
রাজ্য জুড়ে চূড়ান্ত সতর্কতা |
পুণের বিস্ফোরণের পরে কলকাতা-সহ সারা রাজ্যে ‘হাই-অ্যালার্ট’ বা চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। মহানগরীর প্রতিটি থানাকে হুঁশিয়ার থাকতে বলেছে কলকাতা পুলিশ। আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার থেকেই কলকাতা বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছিল। তার উপরে দিল্লি থেকে বিশেষ সতর্কতার নির্দেশ আসায় বিমানবন্দরে প্রবেশ-প্রস্থানের প্রতিটি গেটেই নজরদারি ও তল্লাশি বাড়ানো হয়েছে। লালবাজার সূত্রের খবর, বুধবার রাত থেকেই টহলদারি বেড়েছে বিভিন্ন রাস্তায়। পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে মোড়ে মোড়ে। গাড়িতে তল্লাশি জোরদার করা হয়েছে। আজ, বৃহস্পতিবার থেকে বাড়তি নজরদারির ব্যবস্থা হয়েছে শপিং মল, সিনেমা হল, বাজার-সহ মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়।
|
রাজ্যের বিভিন্ন সড়কের বেহাল অবস্থা নিয়ে বুধবার পূর্তমন্ত্রী সুদর্শন ঘোষদস্তিদারের কাছে স্মারকলিপি দিয়েছে বামফ্রন্টের এক প্রতিনিধিদল। স্মারকলিপিতে ৩১ এবং ৩৪ নম্বর জাতীয় সড়কের বেহাল দশার কথাও উল্লেখ করা হয়েছে। পরে সিপিএম বিধায়ক আনিসুর রহমান বলেন, “উন্নত সড়ক ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। তাই রাজ্য সড়কগুলি মেরামতির দাবি জানিয়েছি।” পূর্তমন্ত্রী জানান, বেশ কয়েকটি সড়কের মেরামতি শুরু হয়েছে। |