যাত্রীবোঝাই মিনিট্রাক ও মোটরভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরভ্যানের চালক-সহ মৃত্যু হল পাঁচ জনের। আহত হয়েছেন ৫১ জন। তাঁদের ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সাতজনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার রাতে ওই দুর্ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার উস্থি থানার ডায়মন্ড হারবার-রায়দিঘি রোডের দেউলা বাসমোড়ের কাছে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম গফ্ফর ঘরামি (২৫)। বাড়ি কুলপির হেলেগাছি গ্রামে। জাকির হোসেন (২৫), বাড়ি ঢোলা চণ্ডীপুরে। অনুপ গায়েন (২৩), বাড়ি রায়দিঘির দিঘিরপাড় গ্রামে। মোসলেম মোল্লা (৫৩), বাড়ি মথুরাপুরের লালপুর গ্রামে এবং নুরজামান পৈলান (২৬), বাড়ি জয়নগরের হাসানপুর। |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত টানা বিদ্যুৎ বিপর্যয়ের জেরে রাত পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। ফলে এই সব এলাকা থেকে কলকাতায় কাজে যাওয়া মানুষজনের বাড়ি ফিরতে বাসই ছিল সম্বল। সেইমত অনেকেই বাসে করে ডায়মন্ড হারবারে আসেন। রাত হয়ে যাওয়ায় ডায়মন্ড হারবার থেকে কাকদ্বীপ, নামখানা, রায়দিঘির মধ্যে গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। ফলে ওই সব এলাকায় যাঁদের বাড়ি তাঁরা বাড়ি ফেরার জন্য একটি মিনি ট্রাকে ওঠেন। রাত সাড়ে ১০টা নাগাদ মিনিট্রাকটি ডায়মন্ড হারবার থেকে রওনা হয়। ১১টা নাগাদ দেউলা মোড়ের কাছে ডায়মন্ড হারবারের দিকে আসা একটি মোটরভ্যানের সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় মুখোমুখি সংঘর্ষ হয় মিনি ট্রাকটির। সংঘর্ষের জেরে রাস্তার পাশে উল্টে যায় যাত্রীবোঝাই ট্রাকটি। গুরুতর আহত হন যাত্রীরা। তাঁদের উদ্ধার করে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই দু’জনের মৃত্যু হয়। পরে গভীর রাতে হাসপাতালে আরও তিনজন মারা যান।
ডায়মন্ড হারবার হাসপাতালের শয্যায় শুয়ে মন্দিরবাজারের আচনা গ্রামের অসীম হালদার বলেন, “মিনিট্রাকে অন্তত শ’দেড়েক যাত্রী ছিলাম। মন্দিরবাজার বাসমোড়ে আমার নামার কথা ছিল। দেউলা মোড়ের কাছে উল্টোদিক থেকে আসা একটি মোটরভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। ধাক্কার চোটে আমাদের ট্রাকটি রাস্তার ধারে উল্টে যায়।” অন্যদিকে মোটরভ্যানের এক যাত্রী জমিরউদ্দিন জানান, মোটরভ্যানের চালক গফ্ফর ও তিনি একই গ্রামে থাকেন। ট্রাকের সঙ্গে সংঘর্ষে দু’জনেই ভ্যান থেকে ছিটকে পড়েন।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, রাতে বেপরোয়াভাবে এবং জোরে গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। দু’টি গাড়িই আটক করা হয়েছে। তবে মিনিট্রাকের চালকের হদিস মেলেনি। |