আট বারের অলিম্পিক চ্যাম্পিয়ন ভারত লন্ডন গেমসে উপর্যুপরি দ্বিতীয় ম্যাচ হারল। বুধবার ভরত ছেত্রীর দল ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রথম গোল করেও ১-৩ হারল নিউজিল্যান্ডের কাছে। যারা আগের ম্যাচে কোরিয়ার কাছে হারলেও ভারতের কাছে ইদানীং প্রবল শক্তিধর প্রতিদ্বন্দ্বী হিসেবে গণ্য হচ্ছে। গত মাসেই আজলান শাহ-তে ভারতকে পাঁচ গোল মেরেছিল কিউয়িরা। রিভার সাইড এরিনায় অবশ্য ভারতীয়রা আত্মসমর্পণ করলেন দুর্বল পেনাল্টি কর্নার হিট নেওয়া এবং অজস্র ফাঁকফোকরে ভরা ডিফেন্সের ভুলের খেসারত দিয়ে। পরপর দুটো হারের ধাক্কায় ভারতের অলিম্পিক হকির সেমিফাইনালে ওঠা গত ৩২ বছরের মতো এ বারও কার্যত অসম্ভব হয়ে দাঁড়াল। গ্রুপে ভারতের শেষ তিনটে ম্যাচ জার্মানি, কোরিয়া আর বেলজিয়ামের বিরুদ্ধে।
|
বিদায়বেলা: ফের হেরে মাঠ ছাড়ছেন ভরত, সন্দীপরা। ছবি: উৎপল সরকার |
ভারত অধিনায়ক অবশ্য হাল ছাড়তে রাজি নন। অন্তত মুখে। “আমাদের সামনের দিকে তাকানোর এখনও অনেক অবকাশ রয়েছে। আরও তিনটে ম্যাচ পাব সেমিফাইনাল ওঠার জন্য। তার জন্য আমাদের আরও মানসিক ভাবে কঠিন হতে হবে। মাঠে নেমে আরও তীক্ষ্মতা দেখাতে হবে,” বলেছেন শিলিগুড়ির গোলকিপার ভরত। তবে ভারত অধিনায়কের নিজের পারফরম্যান্সই এখন প্রশ্নের মুখে। আজ প্রথমার্ধেই তিন গোল হজম করায় বিরতিতে ভরতকে বসিয়ে ভারতের বিদেশি কোচ মাইকেল নবস দ্বিতীয়ার্ধে নামান দলের দ্বিতীয় গোলকিপার শ্রীজেস-কে। এবং শেষ ৩৫ মিনিট ভারত ব্যবধান কমাতে না পারুক, নিজেরা অন্তত আর কোনও গোল খায়নি। নবস বলেছেন, “আমরা দুটো ম্যাচেই দ্বিতীয়ার্ধে ভাল খেলছি। কিন্তু জিততে হলে পুরো ম্যাচ ভাল খেলতে হয়।”
ম্যাচের শুরুর দিকে গোল পেলে সেটা দারুণ সুবিধে নবসের ব্যাখ্যা কিন্তু এ দিন কাজে আসেনি ভারতের। দ্বিতীয় মিনিটেই সন্দীপ সিংহ পেনাল্টি কর্নার থেকে গোলের জাল খুঁজে পান। কিন্তু ওই পর্যন্তই। পরের তিনটে ড্র্যাগ ফ্লিকেই ভারতীয়রা ব্যর্থ। তার মধ্যে শেষ মিনিটে রঘুনাথের হিট পোস্টে লেগে বাইরে যায়। তবে আরও ডুবিয়েছে ডিফেন্স। যে কারণে ভারতের অগ্রগমন ১০ মিনিটের স্থায়ী হয়নি। ১২ মিনিটে ১-১ করার পরের ১৭ মিনিটে নিউজিল্যান্ড ৩-১ করে ম্যাচ পকেটে পুরে নেয়। অ্যান্ড্রু হেওয়ার্ড পেনাল্টি কর্নার থেকে গোল করার পর অন্য দুটো গোল ফিলিপ বারোস এবং নিকোলাস উইলসনের। |