টুকরো খবর
চাকরির নামে প্রতারণায় ধৃত
চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা নিয়ে তা ফেরত না দেওয়ার অভিযোগে এক প্রাক্তন পুলিশকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম শম্ভু ছেত্রী। মঙ্গলবার রানাঘাটের মিশন রোডের বাড়ি থেকে তাকে ধরে পুলিশ। রানাঘাটের এসডিপিও আজাহার এ তৌসিফ বলেন, “ধৃতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। বুধবার তাকে আদালতে হাজির করানো হয়েছে।” পুলিশ সূত্রে জানানো হয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এলাকার এসডিপিও-র নিরাপত্তারক্ষীর কাজ করতেন শম্ভু। সেই সময়ে স্থানীয় কয়েক জন যুবককে চাকরির টোপ দিয়ে তাঁদের কাছ থেকে ২০১১ সালে কয়েক লক্ষ টাকা নেয়। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতারও করে পুলিশ। টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জামিনে ছাড়া পায় শম্ভু। তবে অভিযোগকারীদের দাবি, সব টাকা এখনও ফেরত দেয়নি শম্ভু। এমনকি ছাড়া পাওয়ার পরে আদালতে হাজিরাও দেয়নি। বুধবার শম্ভুকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে এসিজেএম পাপিয়া দাস তাকে বৃহস্পতিবার ডায়মন্ড হারবার আদালতে হাজির করানোর নির্দেশ দেন।

‘খুনের চক্রান্ত’, বলছেন অধীর
সাংসদ অধীর চৌধুরীকে খুনের চক্রান্ত করা হচ্ছে, এমনই অভিযোগ জানিয়ে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের তরফে মঙ্গলবার রাতে চিদম্বরমকে একটি ফ্যাক্সবার্তা পাঠানো হয়েছে। জেলা কংগ্রেসের মুখপাত্র অশোক দাস বুধবার এক সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়ে বলেন, “অধীর চৌধুরীকে খুন করার পরিকল্পনা চলছে। গোটা বিষয়টি জানিয়ে চিদম্বরমের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। সেই সঙ্গে জেলা কংগ্রেস সভাপতির নিরাপত্তারও দাবি জানানো হয়েছে।” অধীর বলেন, “গত ২৮ জুলাই নবগ্রামের বিলবাড়ির সভায় যাওয়ার সময়ে দুষ্কৃতীরা আমার পথ আটকায়। পুলিশকে জানানো হলে পুলিশ স্থানীয় একটি বাড়ি থেকে কয়েকটি গুলিও উদ্ধার করে। এক মহিলাকে গ্রেফতার করা হয়। তৃণমূল আশ্রিত ওই দুষ্কৃতীরাই এর পিছনে রয়েছে। কিন্তু এর পরে আর কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। জেলা এই ঘটনায় পুলিশ সুপারের মদত রয়েছে।” জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর অবশ্য নিষ্ক্রিয়তার অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “পুলিশ নিজের কাজ করছে। কারও যদি পুলিশের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকে, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন।”

দুর্ঘটনায় মৃত্যু
দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। মালদহের চাঁচল থেকে কলকাতা ফেরার পথে গাড়ির সঙ্গে একটি ম্যাটাডোরের ধাক্কায় মৃত্যু হয়ছে কৃষ্ণ মণ্ডল (৩৫) ও গোবিন্দ মণ্ডলের (৩৮)। তাঁদের বাড়ি দমদমে। আহত হয়েছেন ম্যাটাডোরের চালক-সহ আরও চারজন। বুধবার ভোর সাড়ে ছ’টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ৩৪ নম্বর জাতীয় সড়কের নাকাশিপাড়ার লোহাগাছায়। আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ গাড়ি দুটিকে আটক করেছে। অন্য দিকে লরি দুর্ঘটনায় মঙ্গলবার রাতে মৃত্যু হয়েছে দু’জনের। মৃত চায়না কুণ্ডু (৪২) ও নিতাই দাস (৫৪) হরিহরপাড়ার মামুদপুর গ্রামের বাসিন্দা। আহত ৬ জনকে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জাল টাকা-সহ গ্রেফতার চার

লক্ষাধিক টাকার জাল নোট-সহ চার ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন সিপিএমের রানিনগরের কৃষকসভার সম্পাদক ইয়ারুল হক ও সিপিএম কর্মী মোস্তাফিজুর রহমান। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, ‘‘বুধবার দুপুরে রানিনগরের শেখপাড়া বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকার মিলেছে। সেই টাকার মধ্যে কিছু জাল টাকাও রয়েছে। তদন্ত শুরু করা হয়েছে।’’ পুলিশ সূত্রে জানা গিয়েছে শেখপাড়া বাজার এলাকায় দীর্ঘদিন ধরেই গোপনে নজরদারি চালাচ্ছিল পুলিশ। সিপিএমের রানিনগর জোনাল কমিটির সম্পাদক সাজাহান আলি বলেন, ‘‘অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমাদের দলের পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী ও দলের সদস্য মোস্তাফিজুর রহমান ও কৃষক সভার সম্পাদক ইয়ারুল হককে গ্রেফতার করেছে পুলিশ। দোষ প্রমাণিত হলে ওদের বিরুদ্ধে দলগত ভাবেই ব্যবস্থা নেওয়া হবে।”

বাড়িতে লুঠপাট, ধৃত বাস মালিক
বাড়িতে ঢুকে টাকা ও সোনার গহনা লুঠপাট করে চম্পট দিল দুষ্কৃতীরা। পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রও তারা পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে তেহট্টের শ্যামনগরে। এই ঘটনায় অভিযুক্ত এক বাসমালিককে মঙ্গলবার রাতেই গ্রেফতার করে পুলিশ। ওই বাস মালিককে গ্রেফতারের প্রতিবাদে বুধবার সকাল থেকে বেতাই-পলাশি-সহ বেশ কয়েকটি রুটের বাস বন্ধ করে দেন বাসকর্মীরা। বুধবার ধৃতকে আদালতে তোলা হলে জামিনে ছাড়া পেয়ে যান তিনি। এ দিন বিকেলের পর থেকে ফের বাস চলাচল স্বাভাবিক হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.