এয়ারলাইন্স কাপে নেই ওডাফা-সহ মোহনবাগানের কোনও বিদেশিই
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ওকোলি ওডাফা বুধবার শহরে পৌঁছলেন। শুক্রবার থেকে অনুশীলনেও নামছেন। কিন্তু এয়ারলাইন্স কাপে তিনি অধিনায়কত্ব করতে পারছেন না। একা ওডাফাই নয়, সন্তোষ কাশ্যপ মরসুমের প্রথম টুর্নামেন্টে খেলাতে পারবেন না কোনমবিদেশিকেই। আজ থেকে শুরু হতে যাওয়া এয়ারলাইন্স কাপেই শুধু নয়, কলকাতা লিগের প্রথম ম্যাচেও ওডাফা, ইচে, স্ট্যানলি মাঠে নামতে পারবেন না সবুজ-মেরুন জার্সি পরে। ট্রেভর মর্গ্যানও লিগের প্রথম ম্যাচে পাবেন না উগা ওপারা ও পেন ওরজিকে। প্রিমিয়ার লিগের দলগুলির সঙ্গে বসে সইয়ের যে নিয়ম এ বার তৈরি করেছেন আই এফ এ কর্তারা তাতেই আটকে যাচ্ছেন বিদেশিরা। নিয়ম হয়েছে ১ অগস্টের মধ্যে স্থানীয় সব ফুটবলারকেই সই করাতে হবে। যে পাঁচটি কোটা বাকি থাকবে তাদের সই করানো যাবে কলকাতা লিগের প্রথম ম্যাচের পর। এই নিয়ম অবশ্য আন্তঃ রাজ্য ছাড়পত্রের আবেদন করা বা জাতীয় শিবিরে থাকা ফুটবলারদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ইস্টবেঙ্গল এবং প্রয়াগ কর্তারা বেশির ভাগ ফুটবলারকে সই করিয়ে নিয়েছেন আগেই। মোহনবাগান এ দিন শেষ বেলায় শিল্টন পাল, স্নেহাশিস চক্রবর্তী, দীপেন্দু বিশ্বাস-সহ ১২ ফুটবলারকে সই করায় আই এফ এ অফিসে এসে। দীপেন্দু এবং মোহন সরকার টোকেন সঙ্গে না আনায় পুরো সই পর্ব মিটতে প্রায় দু’ঘণ্টা লেগে যায়। কিন্তু কলকাতায় থাকা সত্ত্বেও দুই প্রধান কেন তাদের বিদেশিদের সই করাল না, তা নিয়ে অবশ্য রহস্য রয়েই গিয়েছে। শুক্রবার মোহনবাগান তাদের প্রথম অনুশীলন ম্যাচ নিজেদের মাঠে খেলবে কলকাতা পুলিশের বিরুদ্ধে। মোহন-কোচ বললেন, “আমি ওই ম্যাচেই ঠিক করব কোন ফর্মেশনে খেলব। এর পরই তো ৮ অগস্ট এয়ারলাইন্স কাপের ম্যাচে খেলতে নামতে হবে।” পরিস্থিতি যা তাতে সেই অর্থে এয়ারলাইন্সে মোহনবাগান কোচ কোনও পরীক্ষা-নিরীক্ষা করারই সুযোগ পাচ্ছেন না।
|
মাঠ খারাপ, বেঙ্গালুরুতে সরে গেল নেহরু শিবির
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
জাতীয় দলের দায়িত্ব নিয়ে মাঠে নামার মুখেই জোর ধাক্কা খেলেন নতুন ডাচ কোচ কোভারম্যান্স। নেহরু কাপের শিবিরের জন্য ফেডারেশন যে মাঠ তাঁকে দিয়েছিল বৃষ্টিতে সেই মাঠের হাল প্রচণ্ড খারাপ। এতটাই খারাপ যে, সেখানে অনুশীলন শুরুই করা গেল না বুধবার। উল্টে এখন তা সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বেঙ্গালুরুতে। ১৫ অগস্ট পর্যন্ত বেঙ্গালুরুতেই অনুশীলন করবেন রহিম নবি-গৌরমাঙ্গি সিংহরা। নয়ডার মাঠ ঠিক হলে তবেই সেখানে ফিরবে ভারতীয় দল। দিল্লি থেকে প্রায় ৪০-৪৫ কিলোমিটার দূরে গ্রেটার নয়ডার জে পি ইন্ট্রাগেটেড স্পোর্টস কমপ্লেক্সে আজ থেকে শুরু হওয়ার কথা ছিল জাতীয় শিবির। কিন্তু গত দু’ দিনের বৃষ্টিতে মাঠের হাল অত্যন্ত খারাপ হয়ে যায়। ফলে মাঠে টিম নিয়ে নামতেই পারেননি কোভারম্যান্স। ২২ অগস্ট থেকে দিল্লিতে নেহরু কাপের উদ্বোধন। ভারত-সহ মোট পাঁচটি দল খেলবে। ক্যামেরুনের আসা প্রায় পাকা। ১৯৯০ সালের বিশ্বকাপে ক্যামেরুন কোয়ার্টার ফাইনালে উঠেছিল। ১৯৮২ থেকে ক্যামেরুন মোট ছয় বার বিশ্বকাপে খেলেছে। ক্যামেরুন ছাড়াও সিরিয়া, মলদ্বীপ, কেনিয়াকে খেলানোর চেষ্টা চালাচ্ছেন ফেডারেশন কর্তারা। জাতীয় ক্যাম্পে মোহনবাগানের সবাই উপস্থিত থাকলেও ইস্টবেঙ্গলের মেহতাব হোসেন ও সঞ্জু প্রধান এখনও যোগ দেননি। এই দু’জন ছাড়া অধিনায়ক সুনীল ছেত্রী বর্তমানে পর্তুগাল ও গোলকিপার সুব্রত জার্মানিতে থাকায় দলের সঙ্গে শিবিরে যোগ দিতে পারেননি। এ ছাড়া রোকাস লামেরেও এখনও আসেননি। পায়ের নীচে ফোঁড়া হওয়ার জন্য মাঠে নামতে পারেননি রহিম নবি। সম্ভবত দু-এক দিনের মধ্যেই তিনি মাঠে নামতে পারবেন জানাচ্ছেন ডাক্তাররা। জাতীয় শিবিরে আজ খেলোয়াড়দের শারিরীক সক্ষমতা পরীক্ষা করে দেখা হয়। এ দিকে সুব্রত পাল ৫ অগস্ট ফিরছেন। সুনীল ছেত্রী কবে ফিরবেন, জানেন না কেউই।
|
বোলপুর স্টেডিয়ামে আয়োজিত আন্তঃজেলা অনূর্ধ্ব ১৭ স্কুল খোখো প্রতিযোগিতায় জোন চ্যাম্পিয়ন হয়েছে বর্ধমান। বুধবার বর্ধমানের ছেলেরা মুর্শিদাবাদকে এক ইনিংস ও ৬ পয়েন্টে ও মেয়েরা ওই জেলাকেই এক ইনিংস ও ২ পয়েন্টে হারিয়ে দেয়। ১৭-১৯ অগাস্ট বনপাশ কামারপাড়া শিক্ষা নিকেতন মাঠে আটটি জেলার দলকে নিয়ে মূল পর্বের খেলা হবে। |