টুকরো খবর |
জুয়ার ঠেকে হানা
নিজস্ব সংবাদদাতা • এগরা |
জুয়ার আড্ডা থেকে পাঁচটি মোটরবাইক ও জুয়া খেলার সরঞ্জাম বাজেয়াপ্ত করল পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে এগরা থানা এলাকার মহাবিশ্রা গ্রামে। পুলিশ জানিয়েছে, ওই গ্রামে একটি মাঠের মাঝখানে প্রায়ই জুয়ার আসর বসত। এ দিন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয়। তবে জুয়াড়িদের ধরা যায়নি। |
থানা ঘেরাও করে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
থানায় বিক্ষোভ নিজস্ব চিত্র। |
জমিতে চাষ করতে দেওয়া হচ্ছে নাএই অভিযোগ তুলে বুধবার দুপুরে কোতয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক। পরে থানায় লিখিত স্মারকলিপিও দেন মেদিনীপুর সদর ব্লকের বনপুরা অঞ্চলের ওই বাসিন্দারা। তাঁদের অভিযোগ, একদল লোক জমিতে চাষ করতে বাধা দিচ্ছে। সিপিএমের বিরুদ্ধে অভিযোগ তাঁদের। যদিও স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় তৃণমূলের দু’টি গোষ্ঠী সক্রিয় রয়েছে। তারই জেরে এই ঘটনা। কয়েক দিন আগে একটি বর্গা জমি নিয়ে বিবাদের জেরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে। উত্তপ্ত হয়ে ওঠে বনপুরা, জামতলা ও তার আশপাশের এলাকা। দু’পক্ষই বোমাবাজি করে। ইটের আঘাতে দুই মহিলা জখম হন। থানা ঘেরাও করে বিক্ষোভের পিছনেও তৃণমূলের এক গোষ্ঠীর মদত রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। পুলিশ উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে। |
কাজ হচ্ছে না, প্রতিবাদ তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিভিন্ন প্রকল্পের টাকা এসে পড়ে রয়েছে। অথচ কাজ হচ্ছে না। প্রতিবাদে বুধবার নারায়ণগড় বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল। কয়েকটি দাবিতে বিডিও কল্যাণ দাসের কাছে ডেপুটেশনও দেওয়া হয়। দলের ব্লক সভাপতি সূর্য অট্ট বলেন, “কয়েকটি রাস্তা সংস্কারের প্রয়োজন। অর্থ পড়ে রয়েছে। কাজ হচ্ছে না। সময় মতো ভাতার টাকাও বিলি করা হচ্ছে না।” নারায়ণগড় বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের নির্বাচনী এলাকা। পঞ্চায়েতে ‘অচলাবস্থা’র জেরে এমনিতেই এখানে উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। নির্বাচিত প্রতিনিধিদের একাংশ কাজ করতে পারছেন না। বিডিও বলেন, “স্মারকলিপি পেয়েছি। দাবিগুলি খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।” |
কেন্দ্রের উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
সম্প্রতি খড়্গপুর শহরের প্রেমবাজারে এলআইসির উদ্যোগে ‘প্রিমিয়াম পয়েন্ট’ নামে টাকা সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন হল। উদ্বোধন করেন এলআইসি খড়্গপুর শাখা প্রবন্ধক স্নেহাশিস মুখোপাধা্যায়। এই কেন্দ্রে আমানতকারীরা বিমার টাকা জমা দিতে পারবেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এখানে এলআইসির সমস্ত প্রকার পলিসি, প্রিমিয়ম জমা এ পলিসি সংক্রান্ত তথ্য জানা যাবে। অনুষ্ঠানে ছিলেন মলয় রায়, অরূপ দে, জগদীশ মণ্ডল, জগৎপতি জানা প্রমুখ। |
প্রেমচন্দ স্মরণ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
মঙ্গলবার খড়্গপুর শহরের খরিদায় জৈন ভবনে আয়োজিত হল মুন্সী প্রেমচন্দ জয়ন্তী। প্রেমচন্দ-এর ১৩২তম জন্ম দিবস উপলক্ষে এই অনুষ্ঠানটির আয়োজন করে স্থানীয় মুন্সী প্রেমচন্দ পাঠাগার। অনুষ্ঠানে প্রেমচন্দ-এর সাহিত্য-জীবন নিয়ে আলোচনার পাশাপাশি হিন্দি কবিতা, গল্প পাঠ করা হয়। উপস্থিত ছিলেন ভি শ্রীনিবাস রাও, আর সর্বেশ্বর রাও, এ শরৎ চন্দ্র, বিজয় রাঠোর, সঞ্জয় যশোয়াল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন চন্দ্রশেখর তিওয়ারি। |
|