টুকরো খবর
বাঘ বাঁচাতে নয়া পদক্ষেপ নীতীশের
পশ্চিম চম্পারণ জেলার বাল্মীকি ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলকে দুটি নির্দিষ্ট ভাগে ভাগ করার সিদ্ধান্ত নিল নীতীশ কুমার সরকার। আলাদা করে চিহ্নিত করা হচ্ছে মূল জঙ্গল এবং প্রান্তিক জঙ্গলকে। বাঘেরা যাতে নিরাপদে থাকতে পারে তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারের তরফে জানানো হয়েছে। গত কালই মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উপস্থিতিতে সংশ্লিষ্ট বিষয়ে ক্যাবিনেট পর্যায়ের বৈঠক বসে। উপস্থিত ছিলেন বন ও পরিবেশ মন্ত্রকের দায়িত্বে থাকা উপমুখ্যমন্ত্রী সুশীলকুমার মোদীও। সরকারি সূত্রে জানা গিয়েছে, ৫৯৮.৪৫ বর্গ কিলোমিটার এলাকাকে মূল জঙ্গল এবং ৩০০.৯৩ বর্গ কিলোমিটার এলাকাকে প্রান্তিক জঙ্গল হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিতাবাঘের হামলা
চিতাবাঘের হামলায় জখম হয়েছেন এক বৃদ্ধ। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে ডুয়ার্সের কুমারগ্রাম ব্লকের মারাখাতা এলাকায়। জখম ব্যক্তিকে কোচবিহার জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, জখম ব্যক্তি রবীন্দ্র নার্জিনারি গরু নিয়ে মাঠ থেকে ফিরছিলেন। পথে জঙ্গল থেকে আচমকা চিতাবাঘটি বার হয়ে বৃদ্ধের উপরে ঝাপিয়ে পড়ে। ধস্তাধস্তিও হয়। কোনও রকমে চিতাবাঘের কবল থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে পালান বৃদ্ধ। তাঁর পরিবারের সদস্য প্রাণতোষ নার্জিনারি বলেন, গ্রামের পাশেই জঙ্গল। প্রায়ই চিতাবাঘ বার হয়। তবে ভর সন্ধ্যায় এমন হামলার ঘটনা ঘটেনি। বন দফতরকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

রক্ষীদের গুলিতে হত ২ চোরাশিকারি
বনরক্ষীদের গুলিতে দুই চোরাশিকারির মৃত্যু হয়েছে। অসমের ওরাং রাজীব গাঁধী জাতীয় উদ্যানে গত রাতে ঘটনাটি ঘটেছে। ডিএফও সুশীলকুমার দায়লা জানান, গত কাল রাতে টহলদার বনরক্ষীরা জঙ্গলে মানুষের গতিবিধি টের পান। শিকারিদের আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু তারা বনরক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে। বনরক্ষীরাও পাল্টা গুলি চালায়। দুই শিকারি মারা পড়লেও অন্য দু’জন পালায়। তাদের খোঁজে তল্লাশি চলছে। দায়লার মতে, পাচনৈ নদী পার করে শিকারিরা জঙ্গলে ঢুকেছিল। নিহতদের কাছ থেকে একটি ৩০৩ রাইফেল, ১৮ রাউন্ড কার্তুজ, শুকনো খাবার ও তিনটি মোবাইল পাওয়া গিয়েছে। পুলিশ ও বনরক্ষীদের সন্দেহ, পলাতক শিকারিদের কাছেও একটি রাইফেল রয়েছে। এক শিকারির পকেট থেকে ইম্ফল-ডিমাপুরের বাস টিকিট পাওয়া গিয়েছে। চলতি বছরে এই নিয়ে চার বার ওরাং-এ গন্ডার মারার চেষ্টা হল। ওরাং-এ বর্তমানে ১০০টি গন্ডার রয়েছে।

হাতির হানা
খাবারের লোভে ঘর ভেঙে বৃদ্ধকে পিষে মারল একটি দাঁতাল । বৃদ্ধকে বাঁচাতে গিয়ে তিন মহিলা জখম হন। মঙ্গলবার রাতে ডুয়ার্সের বানারহাট থানার তোতাপাড়া জঙ্গল সংলগ্ন মোগলকাটা চা বাগান এলাকায় ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম মাংরা ওঁরাও (৬৫)। জঙ্গল থেকে বার হয়ে দাঁতালটি গাড়া লাইনে যায়। সেখানে একটি কাঁচা বাড়ি ভাঙে। ওই সময় ঘরে ঘুমিয়ে ছিলেন মাংরা। দাঁতালটি তাঁকে সামনে পেয়ে পা দিয়ে পিষে মারে। পরে জঙ্গলে তলে যায়।

সুন্দরকে বাঁচাতে চিঠি ম্যাকার্টনির
মহারাষ্ট্রের সুন্দরের ব্যথায় ব্যথিত পল ম্যাকার্টনি। সুন্দর আসলে অল্পবয়স্ক একটি হাতি। মহারাষ্ট্রের কোলাপুরের জ্যোতিবা মন্দিরে পায়ে চেন দিয়ে আটকে রাখা হয়েছে তাকে। তার মাহুত মাঝেমধ্যেই তাকে প্রচণ্ড মারধর করত। সুন্দরের ডান চোখে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। সারা গায়েও প্রহারের অসংখ্য চিহ্ন। সম্প্রতি প্রাণী অধিকার রক্ষা সংস্থা পেটার কাছ থেকে সুন্দরের পরিস্থিতির কথা জানতে পারেন প্রাক্তন এই বিটল সদস্য। আর তার পরই তিনি চিঠি লেখেন মহারাষ্ট্রের বনমন্ত্রী পতঙ্গরাও কদমকে। ম্যাকার্টনির আর্জি, অবিলম্বে মন্দির থেকে সরিয়ে সুন্দরকে অভয়ারণ্যে রাখা হোক।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.