নিখোঁজ মেয়েকে ফিরিয়ে আনতে মগরা থানার ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে ডিজি-র কাছে অভিযোগ করলেন মেয়ের বাবা। সঙ্গীতা পাত্র নামে পনেরো বছরের ওই নাবালিকা গত জুন মাস থেকে নিখোঁজ। ওই ঘটনায় মেয়েটির বাবা স্বপনবাবু মগরা থানায় অভিযোগ করেন। সম্ভাব্য অভিযুক্তদের ব্যাপারে খবর দেন। পুলিশ তাদের ধরলেও মেয়েটির হদিস পায়নি। স্বপনবাবুর বক্তব্য, “মেয়েকে খোঁজার জন্য পুলিশকে গাড়ি ভাড়ার টাকা পর্যন্ত দিয়েছি। সেই গাড়ি নিয়ে পুলিশ ওড়িশায় যায়। কিন্তু মেয়েকে পাইনি। মেয়ের কাছ থেকে মোবাইলে ফোন আসার পরে সেই নম্বর পুলিশকে দিই। তারা বলে মোবাইল ফোন ট্যাপিংয়ের ব্যবস্থা নেই।” অভিযোগ ঠিক নয় বলে দাবি জেলা পুলিশের কর্তার। তিনি বলেন, “পুলিশ মেয়েটির সন্ধান করছে।”
|
আলমারির দরজার তালা ভেঙে নগদ টাকা ও সোনার গহনা চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার পাঁচলার জুজারসাহা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাঁর বাড়িতে চুরি হয়েছে তাঁর নাম সুনীল মাজি। বালিতে তাঁর একটি কারখানা আছে। রাতে তিনি কারাখানাতে ছিলেন। গ্রামের বাড়িতে ছিলেন তাঁর স্ত্রী। রাতে দুষ্কৃতীরা পাঁচিলের দরজার তালা ভেঙে ভিতরে ঢোকে। পরে আলমারির তালা ভেঙে টাকা-গয়না নিয়ে পালায়। শৌচাগারে যাওয়ার সময়ে সুনীলবাবুর স্ত্রী ঘরের দরজার তালা ভাঙা দেখে প্রতিবেশীদের ডাকেন। জেলা পুলিশ সুপার (গ্রামীণ) ভরতলাল মীনা বলেন, “একটি চুরির ঘটনা ঘটেছে। দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চলছে।”
|
তোলাবাজি, ছিনতাই-সহ স্থানীয়দের পিস্তল, বোমা দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ ছিল আগেই। এ বার দল গড়ে ডাকাতির উদ্দেশে জড়ো হওয়ার অভিযোগে চার দুষ্কৃতীকে গ্রেফতার করল বালি থানার পুলিশ। ধৃতদের নাম প্রকাশ পাণ্ডে, সানিকুমার সিংহ, ধীরাজ প্রসাদ ও নীরজ প্রসাদ। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ঘুসুড়ির জঙ্গি সিংহ গলি এলাকায় দুষ্কৃতীরা জড়ো হয়। সেখানে হানা দিয়ে ওই চার জনকে ধরে পুলিশ। ধৃতদের কাছে পিস্তল, তাজা বোমা, ধারালো অস্ত্র ও রড মিলেছে।
|