জুয়া খেলার অভিযোগে বুধবার, একবালপুরের মৌলানা মহম্মদ আলি রোডে একটি বাড়ি থেকে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের কাছে ১৫ হাজার টাকা পাওয়া গিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে নিয়মিত সাট্টা, জুয়ার আসর বসছে। মঙ্গলবার লালবাজারে ফোন করে এই ব্যাপারে আগেই জানানো হয়। পুলিশ জানায়, ওই ঠেকের ‘মালিক’ পলাতক। |
প্রতারণার অভিযোগে একটি বেসরকারি সংস্থার এক কর্মীকে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ধৃতের নাম শান্তনু ঘোষ। পুলিশ জানায়, সল্টলেকের আই-বি ব্লকে বাড়ি ভাড়া করে কাজ চালাচ্ছিল একটি তথ্যপ্রযুক্তি সংস্থা। ক্যাম্পাসিংয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করে তারা। অভিযোগ, সংস্থাটি বেতন না দেওয়ায় মঙ্গলবার কর্মীরা ম্যানেজার শান্তনুবাবুকে ঘেরাও করে। পুলিশ গিয়ে শান্তনুবাবুকে গ্রেফতার করে। কর্মীদের অভিযোগ, ‘সিকিউরিটি ডিপোজিট’ হিসেবে তাঁদের কাছে গড়ে কুড়ি হাজারেরও বেশি টাকা নেওয়া হয়েছে। প্রায় পাঁচশো কর্মী প্রতারিত হয়েছেন। তবে রাত পর্যন্ত সংস্থার কর্তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। বুধবার আদালত ধৃতকে পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
|
চুরির অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যক্তি। ধৃতের নাম গোবিন্দ পাল। পুলিশ জানায়, গোবিন্দ বি বি গাঙ্গুলি স্ট্রিটের এক সোনার দোকানে কাজ করতেন। ২১ জুলাই মালিক বিশ্বজিৎ দে তাঁর দোকানে চুরির অভিযোগ দায়ের করেন। তদন্তকারীরা জানান, প্রাথমিক ভাবে মনে হয়েছিল তালা ভেঙে চুরি হয়েছে। পরে দেখা যায়, চুরির রাতে গোবিন্দই সকলের শেষে বেরোন। তিনিই এই চুরি করেছেন। এর পরেই ধরা হয় গোবিন্দকে। অন্য দিকে, মোটরবাইক চুরির অভিযোগে বুধবার দু’জন গ্রেফতার হন। ধৃতদের নাম বাপ্পা লস্কর ও হামিদ মোল্লা। তাদের কাছে দু’টি চোরাই মোটরবাইক মিলেছে। পুলিশ জানায়, শনি ও রবিবার মেটিয়াবুরুজে হাট বসে। ওই দিনগুলোয় হাটে গিয়ে বাপ্পা ও হামিদ মোটরবাইক চুরি করে পালাত।
|
শহরে বুধবার দু’টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতদের নাম গৌতম সিংহ ও বিমলকান্তি ঘোষ। পুলিশ জানায়, প্রাতর্ভ্রমণে যাওয়ার পর থেকে খোঁজ মেলেনি খিদিরপুরের বাসিন্দা গৌতমবাবুর। পরে ভূকৈলাশ রোডের একটি পুকুরে তাঁর দেহ মেলে। পিজিতে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এ দিনই ধর্মতলায় একটি ট্রামে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় বিমলবাবুকে। পুলিশ জানায়, তাঁকে মেডিক্যালে মৃত ঘোষণা করা হয়। |