ভারতে ইউনিনরের পুরো ব্যবসা নিলাম |
ভারতে ইউনিনরের পুরো ব্যবসাই নিলামের মাধ্যমে বিক্রি করার সিদ্ধান্ত নিল সংস্থা। আসন্ন স্পেকট্রাম নিলামের আগেই আলাদা ভাবে এই নিলাম করা হবে। যার ন্যূনতম দর ৪,০০০ কোটি টাকা। সংস্থা এবং তাদের কর্মী ও শেয়ারহোল্ডারদের লগ্নি সুরক্ষিত রাখতেই এই উদ্যোগ বলে দাবি ইউনিনরের। এ দিকে, ইউনরের মূল অংশীদার নরওয়ের সংস্থা টেলিনর এই নিলামে অংশ নেবে বলে সংশ্লিষ্ট মহলের খবর। অন্য কেউ রাজি না হলে তারা ৪,১৯০ কোটি টাকা দিয়ে এই ব্যবসা কিনে নিতে পারে। যদিও এই নিলামের বিরোধিতা করেছে ইউনিনরের অন্যতম অংশীদার ইউনিটেক। তাদের দাবি, ইউনিনর থেকে পরিকল্পিত ভাবে ইউনিটেক-কে সরিয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সে ক্ষেত্রে টেলিনরের পক্ষে অন্য ভারতীয় অংশীদার বেছে নেওয়া সহজ হবে। স্পেকট্রাম নিলামের আগেই ৭ সেপ্টেম্বরের মধ্যে লাইসেন্স বাতিল হওয়া সংস্থাগুলিকে ব্যবসা গোটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু নিলাম হয়ে গেলে সে ক্ষেত্রে আর ইউনিনরের কোনও অস্তিত্ব থাকবে না। তাই তাদের লাইসেন্স বাতিলেরও প্রশ্ন উঠবে না তখন। সে ক্ষেত্রে অন্য অংশীদারের সঙ্গে যৌথ উদ্যোগে এই ব্যবসা চালাতে পারবে টেলিনর। অংশীদারি বিক্রি করতে প্রাথমিক ভাবে ইউনিটেক রাজি হলেও, তাদের আপত্তি ছিল সংস্থার মূল্যায়ন নিয়ে। টেলিনর নির্ধারিত দামে তা বিক্রি হলে প্রক্রিয়াটি স্বচ্ছ হবে না বলেও দাবি করেছে তারা। পাশাপাশি, বিদেশি টেলিকম সংস্থা ভারতে কোনও সংস্থার পুরোপুরি অংশীদারি কিনতে পারে কিনা, তা নিয়েও প্রশ্ন তুলেছে ইউনিটেক। তবে ইউনিটেক-এর দাবি নস্যাৎ করে ইউনিনর জানিয়েছে নিলাম হলে যে কোনও সংস্থাই এতে অংশ নিতে পারবে। ফলে প্রক্রিয়াটি আরও স্বচ্ছ হবে।
|
গৃহ, গাড়িঋণে সুদ কমাল স্টেট ব্যাঙ্ক |
গাড়ি ও গৃহঋণে সুদ ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমাল স্টেট ব্যাঙ্ক (এসবিআই)। রিজার্ভ ব্যাঙ্ক মঙ্গলবার তার ঋণনীতিতে সরাসরি সুদ কমানোর পথে না-হাঁটলেও সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে এই সিদ্ধান্ত নিল দেশের বৃহত্তম ব্যাঙ্ক। ঋণনীতি পেশ হওয়ার ঠিক পরে সেই ইঙ্গিতও তারা দিয়েছিল। এসবিআই জানিয়েছে, গৃহ ও গাড়িঋণ, দু’টি ক্ষেত্রেই আগামী ৭ অগস্ট থেকে সুদ কমছে। ৩০ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণে সুদ ২৫ বেসিস পয়েন্ট কমে হচ্ছে ১০.২৫%। আর ৩০ লাখের বেশি থেকে ৭৫ লাখ টাকা পর্যন্ত গৃহঋণে সুদ ৩৫ বেসিস পয়েন্ট কমে হচ্ছে ১০.৪০%। আর সাত বছরের গাড়িঋণের ক্ষেত্রে সুদ এখনকার ১১.২৫ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমে ১০.৭৫% করছে এসবিআই। এর জেরে প্রতি ১ লক্ষ টাকা ঋণের জন্য মাসিক ঋণশোধের কিস্তি বা ইএমআই ১৭২৫ থেকে কমে হবে ১৬৯৯ টাকা। স্টেট ব্যাঙ্কের দাবি এই মুহূর্তে এটিই ন্যূনতম মাসিক কিস্তি। রিজার্ভ ব্যাঙ্ক এসএলআর (আমানতের যে অংশ সরকারি ঋণপত্রে লগ্নি করতে হয়) ২৪% থেকে কমিয়ে ২৩% করার পরেই এসবিআই চেয়ারম্যান প্রতীপ চৌধুরী বলেছিলেন, এর ফলে বাড়তি ১০ হাজার কোটি টাকা হাতে আসবে ব্যাঙ্কের। যা তারা ঋণ খাতে দিতে পারবে। ঋণের তহবিল বাড়ার জেরেই সুদ কমবে বলে ইঙ্গিত দেয় সাধারণ ভাবে ব্যাঙ্কিং শিল্পও।
|
অবশেষে সম্পর্কে উষ্ণতা ফেরানোর জোরালো বার্তা দিয়ে পাকিস্তানের মাটি থেকে প্রত্যক্ষ বিদেশি লগ্নি ঢোকার রাস্তা খুলে দিল ভারত। বুধবার কেন্দ্র জানাল, পাকিস্তানের কোনও ব্যক্তি বা সংস্থা এ দেশে বিনিয়োগের ঝুলি নিয়ে আসতে চাইলে ‘স্বাগত’। সে ক্ষেত্রে প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা ও পরমাণু বিদ্যুৎ ছাড়া যে কোনও শিল্পেই লগ্নি করা যাবে। তবে নিরাপত্তার স্বার্থে ওই বিনিয়োগের প্রস্তাব হতে হবে বিদেশি লগ্নি উন্নয়ন পর্ষদের অনুমোদন সাপেক্ষ।
|
মে মাসের পর জুনেও সঙ্কুচিত হল রফতানি। বৃদ্ধির হার ঊর্ধ্বগামী হওয়া তো দূর অস্ৎ। বরং পর পর দু’মাসে সরাসরি কমলো রফতানির পরিমাণ। জুনে তা ৫.৪৫% কমে দাঁড়াল ২,৫০০ কোটি ডলার। তবে কেন্দ্রকে কিছুটা স্বস্তি দিয়েছে বাণিজ্য ঘাটতি হ্রাস। আলোচ্য মাসে দেশে চাহিদা কমার দরুন আমদানিও ১৩.৪৬% কমে হয়েছে ৩,৫৩৭ কোটি ডলার। ফলে বাণিজ্য ঘাটতি নেমেছে ১,০৩০ কোটি ডলারে।
|
গুগল-এর কর্মী হলেন ফেসবুকের সিইও মার্ক জুকেরবার্গের বোন এরিল জুকেরবার্গ। এ কথা জানিয়েছেন জুকেরবার্গের আর এক বোন র্যান্ডি। নিজের ফেসবুক ওয়ালে এ কথা লিখেছেন এরিল নিজেও। ক্যালিফোর্নিয়ার সংস্থা ওয়াইল্ডফায়ার-এ ম্যানেজার হিসেবে কাজ করেন এরিল। দিন কয়েক আগে ওই সংস্থাকে কিনে নিয়েছে গুগল। এখন ওয়াইল্ডফায়ারের সব কর্মী গুগল-এ যোগ দেবেন। সেই হিসেবেই গুগল-এর কর্মী হলেন এরিল।
|
জুলাইয়ে গাড়ি বিক্রি বাড়াল বহু সংস্থাই |
সামগ্রিক ভাবে জুলাইয়ে গাড়ি বিক্রি বাড়াল অধিকাংশ সংস্থা। যার মধ্যে রয়েছে মারুতি-সুজুকি, টাটা মোটরস, হুন্ডাই। গত মাস থেকে কর্মী বিক্ষোভের জেরে মারুতি-সুজুকির মানেসর কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকলেও বিক্রি বাড়াতে সক্ষম হয়েছে তারা। বিক্রি বেড়েছে টয়োটা কির্লোস্কর, নিসান মোটর, মহীন্দ্রারও। তবে বিক্রি কমেছে জিএম ইন্ডিয়া, হোন্ডা সিয়েল, ফোর্ড ইন্ডিয়ার। চড়া সুদ ও পেট্রোলের দামের দরুন দেশের বাজারে চাহিদা বাড়েনি বলে জানিয়েছে তারা। বিক্রি বেড়েছে হোন্ডা মোটরসাইকেল ও সুজুকি মোটরসাইকেলেরও। তবে কমে গিয়েছে টিভিএস-এর।
|
বিশ্ব বাজারে তেলের দর বাড়ায় বিমান জ্বালানি এটিএফের দাম ৪.৫% বাড়ল। নয়াদিল্লিতে কিলোলিটারে দাম দাঁড়াল ৬৫,০০৫.৫৯ টাকা।
|
বৃদ্ধির হার ফের কমলো বিদ্যুৎ, কয়লা, ইস্পাত-সহ ৮টি পরিকাঠামো শিল্পে। জুনে তা ৩.৬%। মে মাসে তা ছিল ৪%। |