টুকরো খবর
বধূ ‘খুন’, ধৃত স্বামী
খেতে দিতে দেরি করায় স্ত্রী’কে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বুধবার বিকেলে বোরো থানার ধরমপুর গ্রামের ঘটনা। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ গিয়ে নিহতের স্বামীকে গ্রেফতার করে। দেহটিও উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নিহতের নাম মিথিলা শবর (৩৫)। তাঁকে খুন করার অভিযোগে তাঁর স্বামী বাদল শবরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামীর সঙ্গে মিথিলা জমিতে চাষ করতে গিয়েছিলেন। বিকেলে তাঁরা কাজ থেকে ফেরেন। তখন বাদল স্ত্রীকে খাবার দিতে বলেন। মিথিলা তাকে জানায়, স্নান সেরে খাবাক দেবেন। তার স্বামীর তা পছন্দ হয়নি। এ নিয়ে স্বামী-স্ত্রী’র ঝগড়া বাধে। সেই সময় কুড়ুল নিয়ে মিথিলার মাথায়, ঘাড়ে ও গলায় কোপ মারে বলে অভিযোগ। এর পর পড়শিরা পুলিশে খবর দেন। মিথিলার বাপের বাড়ি বোরো গ্রামে। তাঁদের চারটি ছেলে রয়েছে।

স্কুলে মিলল মদের বোতল
টিচার্সরুমের বাইরে মদের বোতল রেখে যাওয়ার প্রতিবাদে ক্লাস বয়কট শুরু করেছেন চার শিক্ষিকা। বুধবার মহম্মদবাজার থানার রায়পুর হাইস্কুলের ঘটনা। পুলিশেও অভিযোগ জানানো হয়। স্কুল সূত্রে খবর, এ দিন স্কুল খোলার সময় শিক্ষিকাদের বসার ঘরের বন্ধ দরজার বাইরে একটি খালি মদের বোতল পড়েছিল। শিক্ষিকারা এরপরেই ক্লাস করবেন না বলে স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে দেন। স্কুলের পরিচালন সমিতির সম্পাদক গৌতম মণ্ডল বলেন, “খবর পেয়েই সাফাইকর্মীকে দিয়ে মদের বোতল-সহ আবর্জনা পরিষ্কার করিয়েছি। পুলিশও এসে তদন্ত করে গিয়েছে। শিক্ষিকারা যাতে ক্লাস বয়কট না করেন, সে জন্য তাঁদের বোঝানো হচ্ছে।” তিনি জানান, এ ব্যাপারে শনিবার পরিচালন সমিতির বৈঠক ডাকা হয়েছে।

নতুন প্রধান
বোলপুরের সিয়ান-মুলুক পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচিত হল মঙ্গলবার। বোলপুরের বিডিও অমল সাহা বলেন, “গত ৯ জুলাই প্রাক্তন প্রধান সোমনাথ মুর্মু পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন। ১৮ জুলাই তাঁর ইস্তফাপত্র গৃহীত হয়। নিয়ম অনুযায়ী জীতেন্দ্রনাথ অধিকারী প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন।” পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন প্রধান সিপিএমের সোমনাথ মুর্মুর বিরুদ্ধে, তাঁর অনুপস্থিতির জন্য কাজকর্ম শিকেয় ওঠে বলে অভিযোগ উঠেছিল। মঙ্গলবার ১৫ জনের মধ্যে ১১ জনের উপস্থিতিতে জীতেন্দ্রনাথবাবু প্রধান হিসেবে নির্বাচিত হন।

টাকা ছিনতাই
এক মোটরবাইক আরোহীর কাছ থেকে টাকার ব্যাগ ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে সিউড়ি থেকে দুবরাজপুর যাওয়ার পথে ৬০ নম্বর জাতীয় সড়কের সংযোগস্থলে। জগদীশ ধীবর নামে ওই বাইক আরোহীর অভিযোগ, “আমার পেট্রোল পাম্প আছে। তেল বিক্রির টাকা ব্যাঙ্কে জমা দিতে যাওয়ার পথে একটি গাড়ি আমার বাইকে ধাক্কা মারে। পড়ে গেলে ওখানে দাঁড়িয়ে থাকা দু’তিনজন ইট দিয়ে মাথায় আঘাত করে ব্যাগ নিয়ে দুবরাজপুরের দিকে চলে যায়।” তদন্ত শুরু করেছে।

ইমাম ভাতা
দুবরাজপুর পুরসভা এলাকার মধ্যে থাকা সাতটি মসজিদের ইমামদের সরকার নির্ধারিত ভাতা দেওয়া হল বুধবার। দুবরাজপুর পুরসভা থেকে এ দিন দুপুরে ওই ভাতা দেওয়া হয়েছে। দু’মাসের কিছু বেশি সময়ের টাকা এক বারে দেওয়া হল। প্রত্যেককে মোট (মাসে ২৫০০টাকা) ৬৪১৭ টাকার চেক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুবরাজপুরের পুরপ্রধান পীযূষ পাণ্ডে।

দুর্ঘটনায় মৃত্যু
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। পুলিশ জানায়, মৃতের নাম গোলাম মোর্তাজা (৩০)। বাড়ি মাড়গ্রাম থানার একডালা গ্রামে। মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে, রামপুরহাট থানার পুরাপাড়া গ্রাম সংলগ্ন এলাকায়। দেহটি ময়না-তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.