ভারতের বিদ্যুৎ বিভ্রাট ভাবাচ্ছে আমেরিকাকে |
ভারতের সাম্প্রতিক বিদ্যুৎ বিপর্যয় থেকে শিক্ষা নিতে চাইছে আমেরিকা। তাই নতুন সাইবার নিরাপত্তা বিল পাশ করানোর দাবি তুললেন মার্কিন সেনেটর হ্যারি রিড। হ্যারি জানেন, ভারতের সাম্প্রতিক বিদ্যুৎ বিপর্যয় সাইবার হামলার কারণে নয়, হয়েছিল গ্রিড অকেজো হয়ে যাওয়ায়। কিন্তু তাঁর আশঙ্কা, আমেরিকায় যেখানে গ্রিডের নিয়ন্ত্রণ পুরোটাই ‘সাইবার সিস্টেমের’ হাতে, সেখানে কোনও সাইবার আক্রমণ মূহূর্তে তছনছ করে দিতে পারে বিদ্যুৎ সংযোগ। যার জেরে ক্ষতিগ্রস্ত হতে পারে শীর্ষস্থানীয় বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানও। আসতে পারে আরও বড় বিপর্যয়। সে কারণেই দ্রুত সাইবার নিরাপত্তা বিল পাশ করানোর পক্ষপাতী হ্যারি। তবে ভারতের বিদ্যুৎ বিপর্যয় আরও একটি ব্যাপারে বিপাকে ফেলেছিল পশ্চিমী দেশগুলোকে কল সেন্টার। বিদ্যুৎ বিভ্রাটে এ দেশের অজস্র কল সেন্টার অচল হয়ে পড়ায় আমেরিকা বা কানাডার বহু মানুষই নির্দিষ্ট গ্রাহক পরিষেবা পাননি। পরে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তা নিয়ে ক্ষোভও জানান অনেকে।
|
প্রায় দু’দশক ধরে পরিবারের লোকেরা জানতেন তিনি মৃত। সেই ‘মৃত’ মোসলেমউদ্দিন সরকারই তেইশ বছর পর মঙ্গলবার দেশে ফিরলেন। পাকিস্তানের এক জেল থেকে ছাড়া পেয়ে। মোসলেমউদ্দিনের বাড়ি ময়মনসিংহ জেলায়। ১৯৮৯ সাল থেকে তাঁর খোঁজ পাননি পরিবারের লোকেরা। ১৯৯৭ সালে তাঁকে গ্রেফতার করে পাকিস্তান পুলিশ। সেখান থেকে সম্প্রতি তাঁকে খুঁজে বের করে আন্তর্জাতিক রেড ক্রস। |