টুকরো খবর |
আদালতের নির্দেশে মায়ের কাছে সানোয়ার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ছেলেকে ফিরে পেয়ে চোখের জল বাঁধ মানছিল না সানোয়ারি বিবির। স্বামী মারা যাওয়ার পর ছেলেকে শ্বশুরবাড়িতে রেখে আসতে বাধ্য হয়েছিলেন। মঙ্গলবার আদালতের নির্দেশে তিনি ফিরে পেলেন কোলের সন্তানকে। পুলিশ সূত্রে খবর, বছর বাইশের সানোয়ারি বিবি মেদিনীপুর শহরের মিয়াবাজারের বাসিন্দা। বছর আড়াই আগে তাঁর বিয়ে হয়েছিল ঝাড়খণ্ডের ঘাটশিলার মহম্মদ সামিমের সঙ্গে। বিয়ের কয়েক মাস পরেই মারা যান সামিম। এর পরেই শ্বশুরবাড়ি থেকে থেকে তাড়িয়ে দেওয়া হয় সানোয়ারিকে। তাঁরা ফেরত দিতে চাননি সানোয়ারি ও সামিমের সন্তান এক বছরের মহম্মদ সানোয়ারকে। শ্বশুরবাড়ির জোরের সঙ্গে পেরে ওঠেননি সানোয়ারি। একাই বাপের বাড়িতে ফেরেন তিনি। বাপের বাড়ির লোকেরা বার বার শ্বশুরবাড়িতে জানালেও কোলের ছেলেকে ফিরিয়ে দেননি তারা। বাধ্য হয়ে সানোয়ারি দারস্থ হন আদালতের। মেদিনীপুর আদালতে শিশুটিকে নিজের কাছে রাখার জন্য আবেদন করেন তিনি। আদালত জেলা পুলিশকে নির্দেশ দেয় শিশুটিকে উদ্ধার করে যেন মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। নির্দেশ মতো মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ অফিসার মনোজ সিংহ ঘাটশিলায় রওনা হন। সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করে শিশুটিকে মেদিনীপুরে নিয়ে আসা হয়। মঙ্গলবার সকালে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয় শিশুটিকে।
|
নতুন সম্পাদক
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
খড়্গপুর চেম্বার অফ কমার্সের নতুন সম্পাদক মনোনীত হলেন আশিস পাল। সম্প্রতি খড়্গপুর বাসস্ট্যান্ডে একটি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। নবনির্বাচিত সম্পাদক আশিসবাবু জানান, শহরের সকল ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ করা এবং তাঁদের সমস্যার সমধান করাই তাঁর প্রধান লক্ষ্য। |
|