নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
সদ্যজাতদের জন্য সিক নিউনেটাল কেয়ার ইউনিট তৈরির সবুজ সঙ্কেত পেল মহকুমা হাসপাতাল। সম্প্রতি স্বাস্থ্য দফতরের টাক্সফোর্সের প্রতিনিধিরা মহকুমা হাসপাতাল ঘুরে দেখে ওই ইউনিট খোলার আশ্বাস দেন। গত মে মাসে তিন দিনে পাঁচটি শিশু মৃত্যুর ঘটনার পরে নড়েচড়ে বসেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁরা সিক নিউনেটাল কেয়ার ইউনিট তৈরির জন্য স্বাস্থ্য ভবনে একটি প্রকল্প তৈরি করে পাঠান। মহকুমা হাসপাতালের সুপার সুজয় বিষ্ণু বলেন, “১ কোটি ৩৪ লক্ষ টাকা খরচ করে সিক নিউনেটাল ভবন গড়ার সবুজ সঙ্কেত মিলেছে। এখানে ৩০ দিন পর্যন্ত শিশুদের চিকিৎসার ব্যবস্থা থাকবে। ২০ শয্যার ওর্য়ামার, ফটোথেরাপি-সহ অন্য যন্ত্র থাকবে।”
|
সোমবার চন্দ্রকোনা থানার উদ্যোগে রক্তদান শিবির হল শহরের টাউন হলে। ৬ জন মহিলা-সহ ১৩০ জন রক্ত দেন। রক্ত সংগ্রহ করে মেদিনীপুর ব্লাড ব্যাঙ্ক। চন্দ্রকোনা থানার ওসি শীর্ষেন্দু দাস বলেন, “রক্তের চাহিদা মেটাতেই এই উদ্যোগ। এলাকার মানুষ ও ব্যবসায়ীরা সাহায্য করেছেন।” |