গম পাচারে সরানো হল জেলা খাদ্য নিয়ামককে |
বিপিএল বা দারিদ্রসীমার নীচে থাকা বাসিন্দাদের জন্য বরাদ্দ গম বাংলাদেশে পাচারের ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার জেলা খাদ্য নিয়ামককে সরিয়ে দেওয়া হল। সোমবার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এ কথা জানান। খাদ্যসচিবের নেতৃত্বে গঠিত একটি কমিটিকে ওই ঘটনার তদন্ত করে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। মন্ত্রী জানান, এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে বলে তদন্তকারী অফিসারেরা জানিয়েছেন।
খাদ্যমন্ত্রী বলেন, এই ধরনের ঘটনা যাতে আর না-ঘটে, তা নিশ্চিত করতে এখন থেকে প্রতি মাসে গুদামের দায়িত্বে থাকা খাদ্য পরিদর্শককে বদলি করা হবে। গুদাম থেকে ‘ফ্লাওয়ার মিল’-এ খাদ্যপণ্য যাওয়ার পরে খাদ্য পরিদর্শকেরা সেখানে গিয়ে ফের পরিদর্শন করবেন।
মন্ত্রী জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বজবজের এফসিআই-এর গুদাম থেকে গরিবদের জন্য বরাদ্দ গম তোলার সময় সেখানে খাদ্য দফতরের পরিদর্শক ছিলেন না। খাদ্য দফতরের দেওয়া বরাদ্দপত্র দেখিয়ে এফসিআই-এর গুদাম থেকে চাল-গম তোলার সময়ে ঘটনাস্থলে খাদ্য পরিদর্শকের উপস্থিতি বাধ্যতামূলক। তিনি সই করলেই মালপত্র গুদামের বাইরে যেতে পারবে। মন্ত্রী জানান, সরকারি বরাদ্দপত্র দেখিয়ে যে-কেউ যখন-তখন খাদ্যপণ্য তুলতে পারেন না। কবে গুদাম থেকে মাল তোলা যাবে, ঠিক করেন খাদ্য দফতরের অফিসারেরা। এ ক্ষেত্রে যে-দিন পাচারের ঘটনা ঘটে, খাদ্যপণ্য তোলার কথা ছিল তার এক দিন আগে। কিন্তু সে-দিন বিভিন্ন আটাকল গম তোলেনি। মন্ত্রী জানান, এনফোর্সমেন্ট বিভাগের কর্তারা তাঁকে বলেছেন, শুক্রবার ধৃত পাচারকারীরা স্বীকার করেছে যে তারা একই ভাবে পাঁচ বার গম পাঠিয়েছে বাংলাদেশে। চার বছর আগেও ওই তিনটি আটাকলের বিরুদ্ধে একই রকম অভিযোগ উঠেছিল।
|
নিজেরাই শিক্ষক নেবে মিশন স্কুল |
রামকৃষ্ণ মিশন পরিচালিত স্কুলগুলিকে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র আওতার বাইরে আনছে রাজ্য সরকার। এর ফলে ওই সব স্কুলের কর্তৃপক্ষ তাঁদের পছন্দমতো শিক্ষক নিয়োগ করতে পারবেন। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “এর জন্য একটি অর্ডিন্যান্স জারি করবে সরকার। তার পরে ওঁরা (মিশন-কর্তৃপক্ষ) নিজেরাই শিক্ষক নিয়োগ করতে পারবেন।” দীর্ঘদিন ধরেই রামকৃষ্ণ মিশন পরিচালিত স্কুলগুলির কর্তৃপক্ষ সরকারের কাছে এই ব্যাপারে আবেদন জানাচ্ছিলেন। এ দিন মুখ্যমন্ত্রী বলেন, “ওঁরা ২৪ ঘণ্টা নিষ্ঠার সঙ্গে কাজ করেন। সরকার শীঘ্রই এই ব্যাপারে ব্যবস্থা নেবে।” |