ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত যুবক |
বাড়িতে ডেকে নিয়ে গিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়া বাজারের কাছে জামাইপাড়ার বাসিন্দা ফজলুর রহমান ওই কাণ্ড ঘটান বলে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে বাড়ির উঠোনে ভাইয়ের সঙ্গে খেলছিল ছাত্রীটি। সেই সময়ে বিবাহিত ফজলুর এসে পড়াশোনা দেখিয়ে দেওয়ার নাম করে ছাত্রীকে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ছাত্রীটি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। বাবা-মাকে ঘটনার কথা বলে। রাতেই ছাত্রীটিকে ধান্যকুড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। সোমবার লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশ ছাত্রীটির ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করে।
|
বিদ্যুতের খুঁটি থেকে পড়ে মৃত্যু |
রেলের বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে খুঁটির উপর থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। সোমবার সকালে পূর্ব রেলের শিয়ালদহ দক্ষিণ শাখায় ক্যানিং-তালদি স্টেশনের মাঝে ওই ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম রামানুজ জালান (৩৫) বলে পুলিশ জানিয়েছে। রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে শিয়ালদহ ক্যানিং শাখায় তালদি স্টেশনের কাছে রেলের ডবল লাইনের বিদ্যুৎ সংযোগের কাজ হচ্ছিল। রামানুজ একটি টাওয়ারের উপরে কাজ করচিলেন। হঠাৎই তিনি নীচে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
|
হিঙ্গলগঞ্জে কলেজে হাতাহাতি |
একটি ব্যানার চুরিকে কেন্দ্র করে সোমবার ছাত্র পরিষদ এবং তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি হল হিঙ্গলগঞ্জ কলেজে। পুলিশ গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় অশান্তি বেশি দূর গড়ায়নি। দু’পক্ষই দাবি করেছে, তাদের কয়েক জন আহত হন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে কলেজের গেটের সামনে ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি ব্যানার টাঙানো হয়। দিন কয়েক আগে ব্যানারটি চুরি যায়। এ দিন সেই চুরির দায় তাদের ঘাড়ে চাপিয়ে ছাত্র পরিষদ হামলা চালায় বলে অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের। অভিযোগ অস্বীকার করেছে ছাত্র পরিষদ। তাদের পাল্টা দাবি, পরিকল্পনা করেই ওই ব্যানার খুলে নেয় তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা। প্রতিবাদ জানাতে গেলে তাদের উপরে হামলা চালানো হয়।
|
আইনজীবীর মৃত্যু, হল না শুনানি |
এক আইনজীবীর মৃত্যুতে সোমবার বনগাঁ মহকুমা আদালতে কর্মবিরতি পালন করলেন আইনজীবীরা। ফলে এ দিন পেট্রাপোল থেকে জঙ্গি সন্দেহে ধৃত চারজনের বিরুদ্ধে মামলার শুনানি হয়নি। এ দিন ধৃত চারজনকেই অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (ফাস্টট্রাক-২) অপরাজিতা ঘোষের এজলাসে তোলা হয়। মঙ্গলবার ফের এই মামলার শুনানি হবে বলে বিচারক জানান। সরকারি আইনজীবী সমীর দাস বলেন, “অচিন্ত্য সাধক নামে এক আইনজীবীর মৃত্যুতে এ দিন কোনও আইনজীবী কাজে যোগ দেননি। ফলে শুনানি হয়নি।”
|
একশো দিনের কাজ প্রকল্পে ‘দুর্নীতি’ বন্ধ করা, যমুনা নদীর সংস্কার-সহ মোট ১৭ দফা দাবিতে সোমবার উত্তর ২৪ পরগনার গাইঘাটা বিডিও অফিসের সামনে ব্লক বামফ্রন্টের পক্ষ থেকে গণ অবস্থান এবং প্রতিবাদ সভা করা হয়। স্মারকলিপি দেওয়া হয় প্রশাসনের কাছে। |