আগরপাড়া স্টেশনের দিকে যাচ্ছিল আপ নৈহাটি লোকাল। হঠাৎ চালক দেখেন, কিছু লোক লাইনের উপরে দাঁড়িয়ে কাপড় নাড়িয়ে কী যেন বলতে চাইছেন। চালক ব্রেক কষে ট্রেনটি থামিয়ে দেন। তার পরে দেখেন, লাইনে দাঁড়ানো লোকজনের মধ্যে গেটম্যান ধর্মেন্দ্র কুমারও রয়েছেন। চালককে তাঁরা জানান, লাইনে ফাটল রয়েছে। চালক ট্রেন থেকে নেমে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে খবর দেন কন্ট্রোলে। |
সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ ঘটনাটি ঘটেছে শিয়ালদহ মেন শাখার আগরপাড়ায় লেভেল ক্রসিং গেটের কাছে এক নম্বর লাইনে। কিছু দিন আগে শিয়ালদহ দক্ষিণ শাখার বালিগঞ্জেও লাইন ফেটে যাওয়ায় একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হয়েছিল। তারও আগে মেন লাইনের বিধাননগরের কাছে দক্ষিণ দাঁড়িতেও লাইন ভেঙে গিয়ে ট্রেন বন্ধ হয়ে যায়।
রেল সূত্রের খবর, এ দিন আপ নৈহাটি লোকালটি যখন আগরপাড়া স্টেশনের দিকে যাচ্ছিল, সেই সময়েই গেট বন্ধ করে শৌচাগারে যাচ্ছিলেন গেটম্যান। তিনি লাইন ধরে যাওয়ার সময় লাইনে ফাটল দেখতে পান। ওই সময় এলাকার কিছু লোক লাইনের পাশে বসে তাস খেলছিলেন। গেটম্যানের চিৎকারে তাঁরাও চলে আসেন। পরে সকলে মিলে ট্রেনটিকে থামানোর ব্যবস্থা করেন।
রেলকর্তারা জানান, এই সময় আবহাওয়ার পরিবর্তনের জন্য লাইনে ফাটল দেখা দেয়। এখন মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে। আবার গরমও রয়েছে। দুইয়ে মিলিয়ে তাপমাত্রার আচমকা পরিবর্তন হলে এমন ফাটল দেখা যায়। আগরপাড়ায় সেটাই ঘটেছে। রেলকর্মীরা আধ ঘণ্টার মধ্যেই লাইন মেরামত করে দেন। ওই সময় বাকি তিনটি লাইন দিয়ে ট্রেন চালানো হয়েছে বলে জানায় পূর্ব রেল। |