লন্ডন অলিম্পিকে দেশের প্রথম পদক জয়ের দিনে ব্যাডমিন্টন আর টেনিস কোর্টেও ভারতীয়রা উজ্জ্বল। তবে সাইনা নেহওয়াল যতটা সহজে বেলজিয়ামের তান লিয়ানে-কে হারিয়ে প্রি-কোয়ার্টারে পৌঁছেছেন, মহেশ-বোপান্না ততটাই কষ্টে শেষ ষোলোয় উঠেছেন। তুলনায় বরং লিয়েন্ডার-বিষ্ণুর দুর্বল জুটিকেও প্রথম রাউন্ডে জেতার পথে অনেক জমাট দেখিয়েছে। তিরন্দাজি আর বক্সিংয়ে অবশ্য শুধুই হার!
পদকের দাবিদার সাইনা গ্রুপে দু’টো ম্যাচই জিতলেন। এ দিন মাত্র ২৪ মিনিটে জেতেন ২১-৪, ২১-১৪। মহেশ-বোপান্নার অবশ্য কান ঘেঁষে গুলি বেরিয়ে গেছে। প্রথম রাউন্ডে বেলারুশের দুই টেনিস-দৈত্যের (এক জন ৬’৮”, অন্য জন ৬’৫”) বিরুদ্ধে পৌনে তিন ঘণ্টা ধরে তিনটে সেটেই তুমুল লড়ে মহেশরা শেষ পর্যন্ত জেতেন। ম্যাক্স মির্নি-আলেকজান্দার বুরি-কে ভারতীয় জুটি হারালেন ৭-৬ (৭-৪), ৬-৭ (৪-৭), ৮-৬। এ দিকে লিয়েন্ডার অনভিজ্ঞ পার্টনার নিয়ে খেলেও ডাচ জুটি হাস-জুলিয়েনকে হারান ৭-৬ (৭-১), ৪-৬, ৬-২।
বক্সিংয়ে সুমিত সঙ্গওয়ান ৮১ কেজিতে ব্রাজিলের ফালকাওয়ের বিরুদ্ধে তুমুল লড়েও এক পয়েন্টে হারলেন। তৃতীয় ও শেষ রাউন্ডে সুমিতই ৬-৫ জেতেন, কিন্তু আগের দু’রাউন্ডেই ৪-৫-এ হেরে থাকায় সব মিলিয়ে এক চুলের জন্য (১৪-১৫) রিং থেকে ছিটকে যান। তবে ভারতীয় শিবির থেকে সঙ্গওয়ানের হার নিয়ে সরকারি ভাবে প্রতিবাদ জানানো হয়েছে সংগঠকদের কাছে। এ দিকে তিরন্দাজিতে ব্যক্তিগত ইভেন্টেও ব্যর্থতার ছবি। সকালে মেয়েদের রিকার্ভের প্রথম রাউন্ড টপকালেও বিকেলে প্রি-কোয়ার্টারে বোম্বাইলা দেবী মেক্সিকোর রোমান আইদা-র কাছে ২-৬ (টার্গেট স্কোর ৯৩-১০৭ পয়েন্ট) হেরে বিদায় নেন। আর টেনিসের সিঙ্গলসে বিষ্ণু বর্ধন ম্যাচে ভাগ্যের সাহায্য পেলেন না। প্রথম রাউন্ডেই ওয়াইল্ড কার্ড পাওয়া কাভচিচের কাছে ৩-৬, ২-৬ হেরে বিদায় নিলেন। এ দিকে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের মার্চপাস্টের সময় সেই বিতর্কিত মধুরা-কাণ্ড ঘটায় আজ সাংগঠনিক কমিটি চিঠি দিয়ে ভারতের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। |