রেশনের জিনিসপত্র পাচারের অভিযোগে এক রেশন ডিলারের বাড়িতে ভাঙচুর চালানোর ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বহরমপুরের কোদলা গ্রামের বাসিন্দা ওই রেশন ডিলারের বাড়িতে ঢুকে রবিবার সন্ধ্যায় আসবাব ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় গ্রামের মানুষ। ধৃত বানেশ্বর মণ্ডল ও জ্যোতিমোহন মণ্ডলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। বহরমপুর থানার আইসি মোহায়মেনুল হক বলেন, “ওই ঘটনায় দুটি পৃথক অভিযোগ দায়ের হয়েছে। জেলা খাদ্য নিয়ামক দফতর ওই রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ওই গ্রামেরই এক বাসিন্দার বাড়ি থেকে রেশনের কয়েক বস্তা চাল উদ্ধার হওয়ায় তার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে খাদ্য নিয়ামক দফতর। ওই ডিলার ও বেআইনি ভাবে রেশনের চাল কেনায় অভিযুক্ত ওই ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও আগুন লাগানোর পুলিশ গ্রামবাসীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে।” |
রেশনের চাল-গম পাচারের অভিযোগে রবিবার সন্ধ্যায় বহরমপুরের রাঙামাটি চাঁদপাড়া পঞ্চায়েতের কোদলা গ্রামের রেশন ডিলারের বাড়িতে ভাঙচুর চালায় গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় কমব্যাট ফোর্স নামানো হয়। অভিযুক্ত ওই রেশন ডিলার ও রেশনের চাল কেনায় অভিযুক্ত সহদেব নন্দী অবশ্য পলাতক। তাদের খোঁজে পুলিশের তল্লাশি চলছে।
দীর্ঘ দিন ধরেই রেশনের সামগ্রী গ্রামবাসীদের বিলি না করে খোলা বাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। রবিবার রেশনের চাল-গম পাচারের সময়ে গ্রামবাসীরা আটকানোর চেষ্টা করেন। চালক লরি নিয়ে পালিয়ে যায়। এর পরেই এক গ্রামবাসীর বাড়িতে রেশনের চাল-গম মজুত করা রয়েছে জানতে পেরে গ্রামবাসীরা ওই বাড়িতে চড়াও হন। ওই বাড়িতে ঢুকে রেশনের চাল-গম বের করে বহরমপুর-রামনগর রাজ্য সড়কে ছড়িয়ে দিয়ে রাস্তা অবরোধও করেন তাঁরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই অবরোধ তুলে দেয়। এর পরেই গ্রামবাসীরা ওই রেশন ডিলারের বাড়িতে চড়াও হয়। ওই বাড়ির সামনেই ব্যারেল খুলে কেরোসিন তেল ও বস্তা খুলে চিনি ছড়িয়ে দিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়।
পঞ্চায়েত প্রধান সিপিএমের পার্থ মণ্ডল বলেন, “দীর্ঘ দিন ধরে রেশনে প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাচ্ছে না বলে গ্রামবাসীরা অভিযোগ করেন। ওই বিষয়ে রেশন ডিলার ও প্রশাসনের সঙ্গে আলোচনা করেও সুরাহা হয়নি। ফলে গ্রামের মানুষ উত্তেজিত ছিল। শেষ পর্যন্ত এদিন হাতেনাতে চাল পাচারের সময়ে ধরা পড়ে যাওয়ায় তাঁরা ক্ষোভ উগরে দেন। অপরাধীদের গ্রেফতার করতে হবে। সেই সঙ্গে শাস্তি র দাবি জানিয়েছি পুলিশের কাছে।” |