প্রাক্তনদের সবার হয়ে ক্ষোভ, বলছেন চিমা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মোহনবাগান দিবসে আমন্ত্রণ না পাওয়ায় ফেসবুকে তোপ দেগেছিলেন। সোমবার বিকেলে ক্লাব তাঁবুতে দাঁড়িয়ে চিমা ওকোরি আরও প্রশ্ন তুললেন, “ক্লাবের সবাই তো আর পদ্মশ্রী, অর্জুন হবে না। তা হলে তাদের কোনও দিন আমন্ত্রণ জানানো হবে না?” তাঁর আরও বক্তব্য, “ইস্টবেঙ্গল আমাকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে ১ অগস্ট অনুষ্ঠানের জন্য। আমি যাব। একার জন্য এটা লিখিনি। সব প্রাক্তনদের হয়েই ক্ষোভ জানিয়েছি।” বর্তমানে ওডাফা ওকোলির এজেন্ট চিমা। তাঁর যুক্তির সঙ্গে সহমত হয়েই বিতর্ক এড়াতে প্রাক্তন ফুটবলারদের আমন্ত্রণের পদ্ধতি বদলাচ্ছে মোহনবাগান। এ বার থেকে প্রতি বছর ২৯ জুলাই পদ্মশ্রী, অর্জুন ফুটবলারদেরও আমন্ত্রণপত্র নিতে হবে ক্লাব থেকে। যাঁর নাম করে তীব্র ক্ষোভ জানান, সেই অর্থসচিব দেবাশিস দত্তর গাড়িতেই ক্লাব তাঁবুতে আসেন চিমা। বলেন, “দেবাশিসের সঙ্গে ব্যক্তিগত বিরোধ নেই। ফুটবলের যাবতীয় কাজকর্ম দেবাশিস দেখে বলেই ওর নাম লিখেছি। দুঃখটা ক্লাবের সিস্টেমের বিরুদ্ধে। আমি তো কোনও দিন পদ্মশ্রী বা অর্জুন হব না। তা হলে আমাকে ডাকা হবে না?” অঞ্জন এবং দেবাশিস দু’জনেই এ দিন চিমাকে অনুরোধ করেন দুঃখ ভুলে পরের বার মোহনবাগান দিবসে আসার জন্য। চিমা বলেন, “কলকাতায় থাকলে চেষ্টা করব। আসা, না আসাটা বড় কথা নয়, স্বীকৃতিটাই বড়।”
|
হিমাচল প্রদেশের মণিরাং শৃঙ্গ জয় করল বাঙালি মহিলা পর্বতারোহীদের একটি দল। ১০ জুলাই যাত্রা শুরু করে ২৮ জুলাই ৬৫৯৩ মিটার উঁচু ওই শৃঙ্গ জয় করে দলটি। সোমবার মহাকরণে যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “স্বাধীনতার পরে এই প্রথম মহিলা কোনও দল সরকারি সাহায্যে গিয়ে পর্বতারোহণে এত বড় সাফল্য পেল। ওঁদের অভিনন্দন জানিয়েছি।” অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ১০ জনের দলটির ৮ জন শেষ পর্যন্ত শৃঙ্গে পৌঁছতে পেরেছেন। দলের নেতৃত্বে ছিলেন ছন্দা গায়েন। বাকিরা হলেন সুনীতা হাজরা, উন্নতি পাণ্ডে, মহুয়া বিশ্বাস, সুজাতা ভট্টাচার্য, নবনীতা মণ্ডল, তিয়াস মুখোপাধ্যায় এবং নূপুর মণ্ডল। |