পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল শিক্ষকের। সোমবার সকাল ১০ টা নাগাদ খড়্গপুর লোকাল থানার বসন্তপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত নাম স্বপন রায় (৪৫) মেদিনীপুর শহরের বাসিন্দা। আহত হয়েছেন আরও ৩ জন। তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে বাসে চেপে স্কুলে যাচ্ছিলেন ডেবরার মঠ বিষ্ণুপুর হাইস্কুলের শিক্ষক স্বপনবাবু। বাসের পিছনের সিটে তিনি বসেছিলেন। সেই সময় একই রুটের একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয়ে তাঁর। ঘটনার জেরে বসন্তপুরের কাছে ৬ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ জানিয়েছে ডাম্বারটির খোঁজ শুরু করেছে।
|
সিপিএম নেতার পুলিশ হেফাজত |
খুনে অভিযুক্ত সিপিএম নেতা সুধীর মাহাতোকে ৩ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল মেদিনীপুর আদালত। সোমবার তাঁকে আদালতে হাজির করা হয়। পুরনো দু’টি খুনের মামলায় অভিযুক্ত এই সিপিএম নেতার বাড়ি শালবনির ভীমপুরের পিড়রাকুলিতে। রাজ্যে পালাবদলের পর থেকে তিনি এলাকা ছেড়ে মেদিনীপুরে ছিলেন। রবিবার তাঁকে গ্রেফতার করা হয়। এ দিন সুধীরবাবুকে আদালতে হাজির করা হলে সরকারপক্ষের আইনজীবী ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন করেন। দু’পক্ষের বক্তব্য শুনে বিচারক ৩ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আগামী ২ অগস্ট তাঁকে ফের আদালতে হাজির করা হবে।
|
খাদ্য নিরাপত্তা ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা জুড়ে প্রচারে নেমেছে সিপিআই। বিভিন্ন এলাকায় মিছিল-পথসভা চলছে। ২৫ জুলাই থেকে এই কর্মসূচি শুরু হয়েছে বলে জানিয়েছেন দলের জেলা সম্পাদক সন্তোষ রাণা। চলবে আজ, মঙ্গলবার পর্যন্ত। ১-২ অগস্ট মেদিনীপুর শহরে বামফ্রন্টের ধর্না-অবস্থান রয়েছে। দিল্লিতে সংসদের সামনে ধর্নার সমর্থনেই এক সপ্তাহ ধরে প্রচারে নেমেছে সিপিআই। দাঁতন, নারায়ণগড়, খড়্গপুর, মেদিনীপুর, দাসপুর, ঝাড়গ্রাম, ডেবরা, পিংলা-সহ জেলার ১৫০টি স্থানে ইতিমধ্যে প্রচারজাঠা সংগঠিত হয়েছে। দলের জেলা সম্পাদক বলেন, “কৃষিপণ্যের আগাম বাণিজ্য বন্ধ করতে হবে। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি রোধে সরকারকে পদক্ষেপ করতে হবে” একশো দিনের কাজের বকেয়া মজুরি দেওয়া, বন্ধ কারখানা খোলা, গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ না করার দাবিও তুলেছে সিপিআই।
|
হুকিং করে স্যালো চালানোয় গ্রেফতার |
হুকিং করে মাঠে স্যালো চালানোর অভিযোগে সোমবার মদন ডোগরা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাড়ি চন্দ্রকোনা থানা এলাকারই নারায়ণপুরে। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই মদনবাবু হুকিং করে স্যালো চালাচ্ছিলেন। রীতিমতো ব্যবসা করতেন। বিষয়টি বিদ্যুৎ দফতরের অফিসারদের নজরে আসে। রবিবার মদনবাবুর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়।
|
১০০ দিনের কাজে সচেতনতা যাত্রা |
মানুষকে একশো দিনের কাজ প্রকল্পের খুঁটিনাটি জানাতে ‘সচেতনতা যাত্রা’ হয়ে গেল দাঁতন ১ ব্লকের কয়েকটি জায়গায়। উদ্যোক্তা মনোহরপুর ‘মাতৃসেবক সঙ্ঘ’ এবং মেদিনীপুরের নেহরু যুবকেন্দ্র। গত শনিবার আলিকষা ও তররুই গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং সোমবার মনোহরপুর পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে মোটর সাইকেল র্যালি, পথসভা, প্রশ্নোত্তরের আয়োজন করা হয়। গ্রামবাসীদের থেকে স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে বলেই দাবি উদ্যোক্তাদের।
|
রবিবার খড়্গপুর শহরের গোলবাজারে রেল বালক বিদ্যালয়ে আয়োজিত হল এক সাহিত্য সভা। ‘খড়্গপুর ঘরোয়া সাহিত্য বাসর’ আয়োজিত এই সভায় রেলশহরের বিভিন্ন কবি, সাহিত্যিকরা কবিতা-গল্প-প্রবন্ধ পাঠ করেন। উপস্থিত ছিলেন নন্দদুলাল রায়চৌধুরী, ইন্দ্রনীল কুলাভি, শ্যামল পঞ্চধ্যয়ী প্রমুখ ব্যক্তিত্ব।
|
৯ অগস্ট দিল্লিতে ধর্নায় বসেছেন রামদেব। তারই প্রচারে রবিবার খড়্গপুর শহরের গোলবাজারে সিমলা সেন্টারে এক পথসভার আয়োজন করল পতঞ্জলি যোগ কেন্দ্রের খড়্গপুর শাখা। সভায় বক্তব্য রাখেন গুরুপদ মাসান্ত, চন্দ্রকান্ত রাঠোর, প্রদীপ পট্টনায়ক, রীতেশ সিংহ প্রমুখ। |