নিজস্ব সংবাদদাতা • শামুকতলা
|
পূর্ণবয়স্ক চিতাবাঘ ঘায়েল করে প্রাণে বাঁচলেন এক আদিবাসী যুবক। সোমবার রাত ৭টা নাগাদ কুমারগ্রাম ব্লকের ফাঁসখোয়া চা বাগানে এই ঘটনা ঘটেছে। বন দফতরের কর্মীরা ওই যুবককে উদ্ধার করে শামুকতলা হাসপাতালে নিয়ে যান। জখম যুবক কর্মা কুজুরের বাড়ি ওই ব্লকের কাইজালি বস্তিতে। কর্মা জানান, ফাঁসখোয়া বাগান থেকে সাইকেলে বাড়ি ফেরার সময়ে আচমকা চিতাবাঘটি তাঁর উপরে হামলা চালায়। সাইকেল থেকে ছিটকে পড়েও তিনি পাল্টা ধাক্কা মেরে চিতাবাঘটিকে ফেলে দেন। ফের চিতাবাঘটি তেড়ে এলে তিনি মুখ লক্ষ্য করে ঘুঁষি চালান। তার পরেই চিতাবাঘটি চা বাগানে পালিয়ে যায়।
|
নিজস্ব সংবাদদাতা • বলরামপুর |
সাপের ছোবলে মৃত্যু হল এক বালিকার। পুরুলিয়া সদর হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত ওই বালিকার নাম গৌরী কর্মকার (৬)। বাড়ি বলরামপুর থানার ছোলাগোড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বাড়িতে খাটিয়ায় ঘুমিয়েছিল গৌরী। সেই সময় তার ডান পায়ের আঙুলে কোনও বিষধর সাপ ছোবল মারে। রাতেই তাকে বলরামপুরের বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাতেই পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভোরে তার মৃত্যু হয়।
|
বৃক্ষরোপণ কর্মসূচি দুর্গাপুরে |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
একটি বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজিত হল সোমবার। দুর্গাপুরের ২৯ নম্বর ওয়ার্ডের সগড়ভাঙা জোনাল সেন্টারের সামনের এই অনুষ্ঠানে ছিলেন মেয়র অপূর্ব মুখোপাধ্যায়, স্থানীয় কাউন্সিলর শেফালি চট্টোপাধ্যায়। তিনি জানান, এ দিন ৫০ টি গাছের চারা রোপণ করা হয়। মেয়র জানান, দুর্গাপুরে বনভূমি অনেক কমে গিয়েছে। শহরের বিভিন্ন জায়গায় তাই বৃক্ষরোপণ কর্মসিূচর আয়োজন হচ্ছে।
|
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের হেড়োভাঙার তরুণ সঙ্ঘের উদ্যোগে সোমবার গরু দৌড় প্রতিযোগিতা হয়। ১২৮টি গরু প্রতিযোগিতায় যোগ দেয়। ক্লাবের সম্পাদক সিরাজুল মোল্লা বলেন, “মানুষকে আনন্দ দিতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গত ২১ বছর ধরে মেলা ও এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। |
|
হলদিয়া বন্দর লাগোয়া হেলিপ্যাড গ্রাউন্ডের একটি গাছে সোমবার বিকালে
আচমকাই দেখা মিলল এই গোসাপটির। ফুট পাঁচেক উচ্চতার গোসাপটিকে
দেখতে স্থানীয় জনতা ভিড় করলেও রাত পর্যন্ত দেখা মেলেনি বন
দফতরের কর্মীদের। ছবি: আরিফ ইকবাল খান |
|