টুকরো খবর
গুটিয়ে গেল সবচেয়ে পুরনো মার্কিন বিপণি
প্রায় ২২৪ বছর ধরে চলার পর বন্ধ হয়ে গেল আমেরিকার সবচেয়ে পুরনো বিপণি ‘গ্রে’স স্টোর’। ১৭৮৮ সালে রোড্স আইল্যান্ডের ছোট্ট গ্রাম অ্যাডামস্ভিল-এ বাচ্চাদের লজেন্স, সিগারেট, মুদি ও ছোট ছোট ঘর সাজানোর সরঞ্জামের পসরা সাজিয়ে শুরু হয়েছিল এই বিপণি। জর্জ ওয়াশিংটন প্রেসিডেন্ট হওয়ার এক বছর আগে। ১৮৭৯ থেকেই যার দায়িত্ব চলে যায় ওয়েট পরিবারের হাতে। সেই পরিবারেরই ২১ বছরের জোনা ওয়েট জানান, আগামী দিনে আর এই ব্যবসা চালাতে চান না তিনি। বাবা গ্রেটন ওয়েট চেয়েছিলেন আরও দু’বছর ব্যবসা চালিয়ে অবসর নিতে, কিন্তু গত মাসে মৃত্যু হয় তাঁর। তার আগেই পারিবারিক ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন সাংবাদিকতার ছাত্র জোনা।

কর-নীতি স্বচ্ছ করতে কমিটি কেন্দ্রের
বিনিয়োগকারীদের কাছে কর-নীতি স্বচ্ছ করতে আরও এক ধাপ এগোলো কেন্দ্র। গবেষণা ও মানোন্নয়ন কেন্দ্র এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর নিয়ে পরিষ্কার ছবি তুলে ধরতে সোমবার চার সদস্যের কমিটি গঠন করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার পর আগামী ৩১ অগস্টের মধ্যে এ নিয়ে রিপোর্ট পেশ করবে প্রত্যক্ষ কর পর্ষদের প্রাক্তন কর্তা এন রঙ্গাচারীর নেতৃত্বাধীন এই কমিটি। সম্প্রতি কর ফাঁকি প্রতিরোধ আইন (জিএএআর) খতিয়ে দেখতে কমিটি গড়ার পর ফের এই পদক্ষেপকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে শিল্পমহল। সাড়ে সাতশোরও বেশি বহুজাতিক সংস্থার গবেষণা ও মানোন্নয়ন কেন্দ্র রয়েছে ভারতে। এ দেশে লগ্নি করেছে বিশ্বের অধিকাংশ অগ্রণী তথ্যপ্রযুক্তি বহুজাতিকও। কর সংক্রান্ত বিষয়ে এই সব সংস্থার সমস্ত রকম অনিশ্চয়তা দূর করতেই যে এই কমিটি গড়া হয়েছে, তা স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীর দফতর।

হংকংয়ের উড়ান
কলকাতা থেকে হংকংয়ের উড়ান চালুর কথা আগেই ঘোষণা করেছিল ‘ড্রাগন এয়ার’। সোমবার সংস্থার তরফে জানানো হয়, ২ নভেম্বর থেকে তাঁরা ওই উড়ান শুরু করতে চলেছেন। হংকংয়ের প্রধান বিমান সংস্থা ক্যাথে প্যাসিফিক-এর সহযোগী সংস্থা হিসেবে ড্রাগন এয়ার ছোট রুটে সস্তার উড়ান চালায়। এপ্রিলে সংস্থার তরফে বলা হয়েছিল, কলকাতা বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু হলে সেখান থেকেই উড়ান চালাতে চান তাঁরা। বিমানবন্দর কর্তৃপক্ষের আশা, অক্টোবরের মধ্যেই চালু হবে নতুন টার্মিনাল। চিন, অস্ট্রেলিয়া ও উত্তর আমেরিকা পৌঁছতেও কলকাতা-হংকং উড়ান সাহায্য করবে বলে দাবি সংস্থার। বিমান সংস্থা জানিয়েছে, বুধ, শুক্র, শনি ও রবিবার রাত সওয়া এগারোটায় হংকং থেকে এসে বারোটা দশ মিনিটে বিমান কলকাতা ছেড়ে যাবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.