পুলিশ কর্মীদের ওপর হামলা ও জাতীয় সড়ক অবরোধ করার অভিযোগে ধৃত ডালখোলা শ্রী অগ্রসেন মহাবিদ্যালয়ের শিক্ষক মানস জানার নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলনে নামল এসইউসি। রবিবার দলের উত্তর দিনাজপুর জেলা কমিটির তরফে দিনভর কয়েকশো কর্মী সমর্থক রায়গঞ্জ শহরের ইনস্টিটিউট মোড় এলাকায় বিক্ষোভ সভায় সামিল হন। আগামী ৪৮ ঘণ্টায় মানসবাবুকে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে দলের তরফে জেলা জুড়ে বনধের ডাক দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া বলেন, “পুলিশ তাঁকে গ্রেফতার করার পরে আদালতের নির্দেশে ওই শিক্ষক জেল হেফাজতে রয়েছেন। আইন-আদালতের ওপর হস্তক্ষেপ করার এক্তিয়ার নেই।”
|
উত্তর দিনাজপুর জেলা বার অ্যাসোসিয়েশনের এগজিকিউটিভ কমিটির ক্ষমতা দখল করল কংগ্রেস প্রভাবিত ল’ইয়ার অ্যাসোসিয়েশন। শুক্রবার নির্বাচন হয়। শনিবার ফল বেরোতে দেখা যায়, মোট ১৭ আসনের মধ্যে ১০টি দখল করেছে ল’ইয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা।
|
আন্তঃরাষ্ট্রীয় বাইক পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। শনিবার গভীর রাতে উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে তাদের ধরা হয়। একটি বাইকও উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, চক্রটি ইসলামপুর এলাকা থেকে বেশ কিছু বাইক চুরি করে নেপালে পাচার করত। |