টুকরো খবর |
গৌতমের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি ও জলপাইগুড়ি |
সার্কিট বেঞ্চ এবং শিলিগুড়ি কমিশনারেট নিয়ে জলপাইগুড়িতে বিভ্রান্তিমূলক প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। রবিবার পূর্ত দফতরের শিলিগুড়ির বাংলোয় সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ করেন, “জলপাইগুড়ি জেলার উন্নয়নের জন্য একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। শহরের উন্নয়নে জোর দেওয়া হয়েছে। অনেক কিছু না জেনেই অনেকে সার্কিট বেঞ্চ, কমিশনারেট নিয়ে আন্দোলন করছেন। মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন। যদি কারও কোনও প্রশ্ন থাকে আলোচনা করুন। আমি বেশিরভাগ সময় এলাকায় থাকি। আমার অফিস রয়েছে শিলিগুড়িতে। এভাবে উন্নয়নের পথে সমস্যা তৈরি করে মানুষের ক্ষতি করার চেষ্টা মানা হবে না।” এর মোকাবিলা করতে জলপাইগুড়িতে নাগরিক কনভেনশন করা হবে বলে মন্ত্রী জানান। তিনি জানান, দশ দিনের মধ্যে আইন মন্ত্রী মলয় ঘটক জলপাইগুড়ি যাবেন। ১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি যেতে পারেন। ৩ অগষ্ট শিলিগুড়ি কমিশনারেটের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বলে তিনি জানান। এ দিকে, ভক্তিনগর থানাকে শিলিগুড়ি কমিশনারেটের অন্তর্ভূক্তির বিরোধিতায় শনিবার কনভেনশনের মাধ্যমে জলপাইগুড়ি উন্নয়ন কমিটি গঠিত হয়েছে। জলপাইগুড়ির কংগ্রেস বিধায়ক সুখবিলাস বর্মা, সিপিএমের প্রাক্তন জেলা সম্পাদক মাণিক সান্যাল, কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক নির্মল ঘোষদস্তিদার, ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক গোবিন্দ রায়, জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত কমিটিতে রয়েছেন। ডিওয়াইএফের জেলা সম্পাদক অরিন্দম চক্রবর্ত্তী, জেলা যুব কংগ্রেসের সভাপতি সৈকত চট্টোপাধ্যায় কনভেনশনে ছিলেন। আইনজীবী বাপ্পাদিত্য হোড়কে সভাপতি করে কমিটি গঠন করা হয়।
|
মদ্যপান, সাসপেন্ড ৮ ছাত্র
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
টিফিনের সময়ে লাগোয়া একটি মন্দিরে বসে মদ খাওয়ার অভিযোগে একাদশ শ্রেণির ৮ ছাত্রকে এক বছরের জন্য সাসপেন্ড করলেন স্কুল কর্তৃপক্ষ। শুক্রবার ফালাকাটার বিরসা বিদ্যাভবনের ওই আট ছাত্রের বিরুদ্ধে মদ খাওয়ার অভিযোগ ওঠে। স্কুলের শিক্ষকেরাই মন্দিরে গিয়ে দু’জনকে হাতেনাতে ধরে ফেলেন। শনিবার স্কুলের তরফে তাঁদের সাসপেনশনের কথা ঘোষণা করা হয়। স্কুল ছাত্রদের মধ্যে মদ খাওয়ার এমন প্রবণতায় উদ্বিগ্ন এলাকার শিক্ষক ও অভিভাবক মহল। স্কুলের প্রধান শিক্ষক দিলীপ চক্রবর্তী বলেন, “এই ধরনের ঘটনা কিছুতে মানা যায় না। ছাত্র ও অভিভাবকদের দাবি মেনেই ওই আট ছাত্রকে এক বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। তবে তারা চাইলে অন্য স্কুলে পড়তে পারে।” মাস তিনেক আগেই স্কুলের নবম শ্রেণির ৯ ছাত্র মদ খেয়ে স্কুলে গিয়ে ধরা পড়ে। সে সময়ে মুচলেকা লিখিয়ে তাঁদের ছাড়া হয়। প্রধান শিক্ষক বলেন, “এর আগে নবম শ্রেণির ছাত্ররা এমন ঘটনা ঘটালে তাদের মুচলেকা লিখিয়ে ছাড়া হয়। এটা আর বরদাস্ত করা সম্ভব নয়।” স্কুল সূত্রে জানা গিয়েছে, সাসপেন্ড হওয়া ওই আট ছাত্র চাঁদা তুলে মদ খাওয়ার টাকা জোগাড় করে। টিফিনের ফাঁকা সময় তারা চলে যায় সাত মাইলের এক মহাকাল মন্দিরের চাতালে। সেখানে বসে তারা মদ খাওয়ার সময় দশম শ্রেণির এক ছাত্র দেখে ফেলে। সেই স্কুলে গিয়ে শিক্ষকদের ঘটনাটি জানায়। টিফিনের সময় শেষ হতে দু’জন স্কুলের গেটের সামনে দু’জনকে আটক করেন। বাকিরা পালিয়ে যায়। আটক ছাত্রদের জেরা করেই শিক্ষকেরা বাকি ছয় জনের নাম জানতে পারেন। সে দিনই স্কুলের তরফে অভিভাবকদের ডেকে ঘটনাটি জানিয়ে দেওয়া হয়। বাকি ছাত্র ও অভিভাকরা আটজনের বিরুদ্ধে শাস্তির দাবি তোলেন। শনিবার বিষয়টি নিয়ে বৈঠক হয়। সেখানে আট ছাত্রকে এক বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত হয়। ফালাকাটা হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নীরদবরণ রায় বলেন, “ত্রিশ বছর ধরে স্কুলের দায়িত্ব সামলেছি। ছাত্রদের মধ্যে কেউ মদ খেয়েছে বলে কখনও শুনিনি। তাদের সাসপেন্ড বড় কথা নয়। কাউন্সেলিং করে তাদের সঠিক পথে নিয়ে আসতে হবে।”
|
ছিনতাই, মন্ত্রীর ফোন পুলিশ সুপারকে
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পর পর ছিনতাইয়ে দার্জিলিং জেলা পুলিশ সুপারকে ফোন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। রবিবার দুপুরে পুলিশ সুপারের সঙ্গে কথা বলার পর তিনি বলেন, “দুষ্কৃতীরা ছিনতাই করে বাইক নিয়ে পালিয়ে যাচ্ছে। বিষয়টি পুলিশ সুপারকে জানিয়েছি। ইতিমধ্যে পুলিশ ১ জনকে ধরেছে। পুলিশ গুরুত্ব দিয়ে দেখছে। শীঘ্রই বাকিরা ধরা পড়বে বলে আমি আশাবাদী।” শুক্রবার বেলা ১২টা নাগাদ শিলিগুড়ি পুরসভার সামনে থেকে অনুভা সেনের হাতে থাকা ১ লক্ষ ৬০ টাকার ব্যাগ ছিনতাই করে বাইক নিয়ে পালিয়ে যায় ২ দুষ্কৃতী। এ দিন অনুভা দেবী মন্ত্রীর সঙ্গে দেখা করেন। শনিবার বিধাননগরে এক ব্যবসায়ীর টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে পালানোর পথে ১ দুষ্কৃতী ধরা পড়ে। ওই রাতেই শিলিগুড়ি থানার দাদাভাই মোড় থেকে এক মহিলার হার ছিনিয়ে নিয়ে বাইকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
|
শরণার্থীদের সাহায্যদান
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
অসমে গোষ্ঠী সংঘর্ষের ফলে শামুকতলার মোমিনপাড়া গ্রামে আশ্রয় নেওয়া বাসিন্দাদের সাহায্যের জন্য এগিয়ে এল বিভিন্ন সংগঠন। রবিবার বোড়ো সাহিত্য সভা, ডুয়ার্স বিল্লাতে ইসলামিয়া ও বোড়ো পিপলস ফোরাম নামে তিন সংগঠন যৌথভাবে ওই শিবিরে ত্রাণ বিলি করে। ঘরছাড়াদের পাশে আগেই দাঁড়িয়েছে রাজ্য সরকার। মোমিনপাড়া ও আশপাশের গ্রামের মানুষও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে শনিবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব মোমিনপড়া এলাকার ক্যাম্পে গিয়ে বাসিন্দাদের মধ্যে ত্রাণ বিলি করেন। শিবিরের বাসিন্দাদের যাতে কোনও অসুবিধায় না পড়তে হয় সেটা দেখভাল করবার জন্য ব্লক প্রশাসনকে কড়া নির্দেশ দেন তিনি। অসমে গোষ্ঠী সংঘর্ষের ফলে কয়েকদিন ধরে শামুকতলার মোমিনপাড়া এলাকায় চলে আসেন নিম্ন অসমের প্রায় এক হাজার বাসিন্দা। আলিপুরদুয়ার-২ ব্লক প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা তাদের মোমিনপাড়া এলাকায় ওই ক্যম্পে থাকবার ব্যবস্থা করেন। ওই ক্যাম্পে রয়েছেন মোট ৯৮৪ জন বাসিন্দা। এদিন যে তিনটি সংগঠন ত্রাণ বিলি করে তাঁদের প্রতিনিধি নবীনচন্দ্র মন্ডল, সুভান আনসারি, অতুল সুব্বারা বলেন, “অসমে গোষ্ঠী সংঘর্ষের নিন্দা করছি। আমরা শান্তির পক্ষে। আমরা চাই শীঘ্রই অসমে শান্তি প্রতিষ্ঠা হোক। তাঁর জন্য এই তিন সংগঠনের পক্ষ থেকে অসম সরকার, বিটিসি, এ রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে দাবিপত্র পাঠান হবে।” অসমে গোষ্ঠী সংঘর্ষের নিন্দা করে মঙ্গলবার কালচিনিতে ধিক্কার মিছিল করার ডাক দিয়েছে ওই তিন সংগঠন।
|
কলকাতায় মোর্চা নেতারা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ভোটগ্রহণ পর্ব চুকতেই জিটিএ গঠনের প্রস্তুতি জোরকদমে শুরু করে দিল গোর্খা জনমুক্তি মোর্চা। আজ, সোমবার মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ ও রোশন গিরি কলকাতায় যাচ্ছেন। মোর্চা সূত্রের খবর, জিটিএ-র শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আনুষ্ঠানিক ভাবে আমন্ত্রণ জানাবেন মোর্চা সভাপতি। সেই সঙ্গে সুবাস ঘিসিং জিটিএ গঠনকে চ্যালেঞ্জ জানিয়ে যে মামলা করেছেন, সে ব্যাপারে হাইকোর্টে হলফনামা জমা দেওয়ার কাজও সম্পূর্ণ করতে চাইছেন গুরুঙ্গ। ১০ অগস্টের মধ্যে তাঁকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ২ অগস্ট ভোটের ফল প্রকাশের পরে জিটিএ-তে রাজ্যপাল যে ৫ জন সদস্যকে মনোনীত করবেন, সেই ব্যাপারেও নিজেদের অবস্থান মুখ্যমন্ত্রীকে জানিয়ে মত বিনিময় করতে চান গুরুঙ্গরা।
|
বাম ছেড়ে তৃণমূলে
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
ফালাকাটার বিধায়ক অনিল অধিকারীর উপস্থিতিতে বাম শ্রমিক সংগঠন থেকে তৃণমূল শ্রমিক সংগঠনে যোগ দিলেন ভ্যান ও রিক্সা চালকরা। রবিবার দুপুরে আলিপুরদুয়ার-১ ব্লকের সোনারপুর এলাকায় আইএনটিটিইউসির সংগঠনে যোগ দেন প্রায় প্রায় ১২৮ জন অসংগঠিত শ্রমিক। ইউটিইউসির দাবি, তাদের সংগঠনের কোনও সদস্য তৃণমূলে যোগদান করেননি।
|
শুরু ঝুলন উৎসব |
অসমে গোষ্ঠী সংঘর্ষে নিহতদের উদ্দেশে নীরবতা পালন করে শুরু হল বাবুরহাটের সর্বজনীন ঝুলন উৎসব। রবিবার সন্ধ্যায় আলিপুরদুয়ার-১ ব্লকের বাবুরহাট বাজারে ঝুলন উৎসবের উদ্বোধন করেন রাজ্যের বনমন্ত্রী হিতেন বর্মন। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক দেবপ্রসাদ রায়, ফালাকাটার বিধায়ক অনিল অধিকারী-সহ বিশিষ্ট ব্যক্তিরা। উৎসব কমিটির তরফে জানানো হয় ১০ আগস্ট পর্যন্ত ঝুলন উৎসব চলবে। আলিপুরদুয়ারের বিধায়ক দেবপ্রসাদ রায়ও অসমে অবিলম্বে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনার আবেদন জানান।
|
তৃণমূলে যোগ |
ফালাকাটার বিধায়ক অনিল অধিকারীর উপস্থিতিতে বাম শ্রমিক সংগঠন থেকে তৃণমূল শ্রমিক সংগঠনে যোগ দিলেন ভ্যান ও রিক্সা চালকরা। রবিবার আলিপুরদুয়ার-১ ব্লকের সোনারপুরে আইএনটিটিইউসিতে যোগ দেন প্রায় ১২৮ জন শ্রমিক। ইউটিইউসি অবশ্য তা অস্বীকার করেছে। |
|