দুই রাতে পুরুলিয়া জেলায় দু’টি মন্দিরে চুরি হয়েছে। প্রথম চুরিটি হয়েছে শুক্রবার রাতে বলরামপুর থানার দেউলি গ্রামের বঙ্কবিহারী মন্দিরে। মন্দিরের পুরোহিত রাজেশ মোহন্ত জানান, শনিবার সকালে দেখা যায় মন্দিরের তালা ভাঙা। শিব, হনুমান, নাড়ুগোপাল বা শালগ্রাম শিলা থাকলেও শতবর্ষ প্রাচীন অষ্টধাতুর রাধার মূর্তি ও পাথরের কৃষ্ণের মূর্তিটি নেই। অন্য দিকে, শনিবার রাতে কাশীপুর থানা এলাকার দ্বারকেশ্বর নদ লাগোয়া শ্মশানকালী মন্দিরে একই ভাবে চুরির ঘটনা ঘটেছে। পুরোহতি নীলকণ্ঠ চক্রবর্তী জানিয়েছেন, রবিবার সকালে মন্দিরে গিয়ে দেখা যায় মন্দিরে তালা ভাঙা। তালা ভেঙে পিলসুজ, পুজোর তামার থালা, ঘটি, ঘন্টা চুরি হয়েছে। পুলিশ জানায়, দু’টি ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
গণিত সাম্মানিকের পরিবর্তে পাসের প্রশ্নপত্র চলে আসায় আধ ঘণ্টা দেরিতে স্কুল সাভির্স কমিশনের পরীক্ষা শুরু হল ইঁদপুর ব্লকের বাগডিহা হাইস্কুলে। রবিবারের ওই ঘটনায় বিভ্রান্তি তৈরি হয় পরীক্ষার্থীদের মধ্যে। পরে সমস্যা মিটে যায়। ইঁদপুরের বিডিও সুবল মহাপাত্র বলেন, “গণিত সাম্মানিকের পরিবর্তে পাশের প্রশ্নপত্র চলে আসায় এই বিভ্রান্তি হয়। কিছুটা দেরিতে পরীক্ষা শুরু হয়। পরীক্ষার্থীদের বাড়তি সময় দেওয়া হয়েছে।” ওই স্কুলের প্রধানশিক্ষক উত্তম পাঠক বলেন, “কমিশনের চেয়ারম্যানের অনুমতি নিয়ে পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়া হয়।” |