১০০ দিনের কাজের প্রচারে রবিবার জেলায় নানা অনুষ্ঠান হল। এ দিনই ১০০ দিনের প্রকল্পে জেলার মানুষ যাতে আরও বেশি করে যুক্ত করা যায় তার লক্ষ্যেই জেলা জুড়ে প্রচারে নেমেছে জেলা নেহরু যুব কেন্দ্র। রবিবার সংস্থা এ নিয়ে প্রচার চালায় ময়ূরেশ্বর ১ পঞ্চায়েত সমিতি এলাকায়। সেখানে মল্লারপুর ১ পঞ্চায়েতের শতাধিক মহিলা ১০০ দিনের প্রকল্পে কাজের দাবি করেন। অন্য দিকে, এ দিনই একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রামপুরহাটের রক্তকরবী মঞ্চে রামপুরহাট মহকুমা থেকে আসা কর্মীদের নিয়ে একটি আলোচনা শিবির হয়ে গেল। সেখানে ১০০ দিন প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আরও বেশি অংশের মানুষকে কী ভাবে এই প্রকল্পের সঙ্গে যুক্ত করা যায় তা নিয়েও আলোচনা হয়।
|
দীর্ঘ সময় ধরে জেলার বেশ কিছু সংগঠন আমোদপুর-কাটোয়া ন্যারোগেজকে ব্রড গেজে রূপান্তরের দাবি জানিয়েছে আসছেন। একাধিক রেল বাজেটে প্রকল্পটি রূপায়ণের জন্য ঘোষণাও হয়ে গিয়েছে। কিন্তু ঘোষণাই সার, কাজের কাজ কিছু হয়নি বলেই জেলার বাসিন্দাদের অভিযোগ। গত ২৭ জুলাই বোলপুরে একটি জনসভায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রেলমন্ত্রী মুকুল রায়ের উপস্থিতিতে ওই প্রকল্প দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। নতুন প্রতিশ্রুতিতে উচ্ছ্বসিত হয়ে রবিবার লাভপুর পরিক্রমা করল প্রকল্পের অন্যতম আন্দোলনকারী সংগঠন ‘লাভপুর রেলওয়ে যাত্রী কল্যাণ সমিতি’র সদ্যসেরা। |