জানালেন প্রণব দাস |
আইনজীবীর পরামর্শ নিতে ব্যস্ত তমালিকা |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
হলদিয়া উন্নয়ন পর্ষদ (এইচডিএ)-এর জমি বেআইনি ভাবে ‘লিজ’ দেওয়ার অভিযোগ উঠেছে পুরসভার পর থেকে। এইচডিএ-র তরফে থানায় অভিযোগও দায়ের হয়েছে। আর তার পর থেকেই পুরসভায় আসেননি হলদিয়ার পুরপ্রধান তমালিকা পণ্ডাশেঠ। রবিবার সাংবাদিক বৈঠক করে লক্ষ্মণ শেঠ ঘনিষ্ঠ সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তথা সিটু নেতা প্রণব দাস বলেন, “তমালিকাদেবী আইনজীবীর পরামর্শ নিতে ব্যস্ত থাকায় পুরসভায় আসতে পারছেন না। পরে আসবেন। তখন আপনারা কথা বলবেন।” |
|
সাংবাদিক বৈঠকে সিটু নেতা প্রণব দাস। ছবি: আরিফ ইকবাল খান। |
এ দিন ক্ষুদিরামনগরে সিপিএমের জোনাল কমিটির অফিসে সাংবাদিক বৈঠক করেন প্রণববাবু। সম্প্রতি আইওসি গেটে সিপিএম-তৃণমূল সংঘর্ষের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন প্রণববাবু। এখন জামিনে মুক্ত। এ দিন তৃণমূলের বিরুদ্ধে ‘রাজনৈতিক প্রতিহিংসা’র অভিযোগ তোলেন তিনি। এইচডি-এর করা অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, “পুরপ্রধান ব্যক্তিগত কাজে জমি দেননি। কলকাতা পুরসভাও কেএমডিএ’র জায়গায় অনেক সৌন্দর্যায়নের কাজ করে। হলদিয়া পুরসভারও এইচডিএ’র লাইসেন্স ছিল। তাই সৌন্দর্যায়নের জন্যই জমি লিজে দেওয়া হয়েছিল। এতে অন্যায় হয়েছে বলে মনে হয় না।” তৃণমূলের বিক্ষোভের জেরে দিন কয়েক আগে তমালিকাদেবী-সহ বাম কাউন্সিলররা পুরসভায় ঢুকতে পারেননি। সেই প্রসঙ্গে টেনে প্রণববাবু বলেন, “তৃণমূল পুরভোটে পরাজয় সহ্য করতে পারছে না। এ জন্যই দেবু মণ্ডলরা বোর্ড মিটিংয়ের দিন তাণ্ডব চালাল। এ ভাবে উন্নয়ন ব্যাহত হচ্ছে।” তবে এ সবের পরেও সিপিএম দুর্বল হয়নি বলেই তাঁর দাবি। |
|