রাস্তার ধারে নিকাশি নালা। তারই গায়ে গজিয়েছে আগাছা। কারও বাড়ির গাছের ডাল আবার রাস্তায় চলে এসেছে। আটকে যাচ্ছে বিদ্যুতের তারে। পথ চলতে দুর্ভোগের শেষ নেই। ঝড়-বৃষ্টিতে বিপদের আশঙ্কাও থাকে। পুরসভা বা বিদ্যুৎ দফতরে জানিয়ে সুরাহা হয়নি। তাই রাস্তা এবং নালা আগাছামুক্ত করতে রাস্তায় নামল মেদিনীপুরের ২ নম্বর ওয়ার্ডের দুই ওয়ার্ড কমিটি। একটি ওয়ার্ড কমিটি সরকারি ভাবে গঠিত। অন্যটি তৃণমূলের। রবিবার শুরু হওয়া এই কর্মসূচি দুর্গাপুজো পর্যন্ত নিয়মিত চলবে। সরকারি ওয়ার্ড কমিটির সম্পাদক সুনীল কর বলেন, “সপ্তাহে একবার করে আগাছা পরিষ্কারে নামব সকলে। আশা করি, পুজোর আগেই সব এলাকা পরিষ্কার করা যাবে।” |
তৃণমূলের ওয়ার্ড কমিটির সভাপতি অসীম ধলের বক্তব্য, “যদিও পুরসভা আমাদের দখলে, তবু বলতে আপত্তি নেই, পুরসভার সীমিত ক্ষমতায় আবর্জনা পরিষ্কার সম্ভব হচ্ছে না। বিদ্যুৎ দফতরকে জানিয়েও গাছ কাটা সম্ভব হচ্ছে না। তাই নিজেদেরই রাস্তায় নামতে হয়েছে।”
পুজো পর্যন্ত না হয় নিয়মিত সাফাই-অভিযান চলবে। কিন্তু তারপর? অসীমবাবু বলেন, “আমাদের এই কাজটা প্রতীকী। এর মাধ্যমে ওয়ার্ডবাসীকে সচেতন করা হবে। আশা করি, এরপর এলাকার মানুষ নিজেরাই এ বিষয়ে উদ্যোগী হবেন।” রবিবার কুইকোটার শঙ্করী প্রাথমিক বিদ্যালয় থেকে আদিবাসী পাড়া পর্যন্ত সাফসুতরো করা হয়েছে। আগামী রবিবার বাউড়ি পাড়ায় সাফাই অভিযান চলবে। এই উদ্যোগে খুশি এলাকার মানুষ। কুইকোটার বাসিন্দা গোপাল দাস বলেন, “এই ধরনের উদ্যোগকে সাধুবাদ না জানিয়ে পারা যায় না। এতে রাস্তাটি যেমন সুন্দর হচ্ছে, মানুষও সচেতন হচ্ছেন।” |