|
|
|
|
|
|
তিনি বলেন
|
বিমানবন্দর থেকে শহরে প্রবেশপথের কাছেই
এমন একটি পরিবেশ-বান্ধব এলাকা দেশি-বিদেশি
সকলের কাছেই আকর্ষণীয় করে তুলতে চাই। |
মমতা বন্দ্যোপাধ্যায় |
প্রসঙ্গ নির্মীয়মাণ ইকো-পার্ক |
|
|
|
|
|
আজ জন্মদিন হলে
পুলকরঞ্জন দেব |
শুভ সংখ্যা: ৩, ৫ ও ৯।
শুভ দিন: বুধ, শুক্র ও শনি।
শুভ রং: সাদা, ছাই ও সবুজ।
শুভ রত্ন: হিরে, পান্না ও পীত পোখরাজ।
শরীর নিয়ে দুশ্চিন্তা। অতিরিক্ত পরিশ্রম ও উদ্বেগ বর্জনীয়। রক্তপাতের আশঙ্কা থাকায় দু’চাকার গাড়ি চালানোয় সতর্কতা প্রয়োজন। কর্মক্ষেত্রে নৈরাশ্য থেকে মুক্তি ও সৌভাগ্য বৃদ্ধি। ব্যবসায় নতুন যোগাযোগে অর্থকরী সাফল্য। ব্যবসা সূত্রে দূর ভ্রমণের সম্ভাবনা। প্রিয়জনের কর্মপ্রাপ্তি। পুরনো মামলার নিষ্পত্তি হতে দেরি হবে। তুচ্ছ কারণে স্বজনের সঙ্গে মতানৈক্যে মানসিক অশান্তি। দাম্পত্য সুস্থিতি বজায় থাকবে। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে দিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
|
৫০ বছর আগে
|
ধোপাদের বিপদ
কলকাতা শহরে নূতন ধরনের কাপড়-চোর দেখা দিয়াছে। বেশী টাকার লোভ দেখিয়ে চুরি। ধোপাকে ভদ্র চেহারার লোক বললেন, “কাচা যদি ভাল হয় বেশী টাকা দেব।” টাকার অঙ্ক শুনে ধোপার লোভ বাড়ে। ভদ্রলোক বড় বাড়ি দেখিয়ে বলেন “এই আমার বাড়ি। এসো”। হঠাৎ মনে পড়ে “ও হো! দই আনতে হবে। এনে দিতে পারবে? এই পয়সা নাও”। ধোপা কাপড়ের বোচকা নামিয়ে দই আনতে ছোটে। ফিরে দেখে সব ভোঁ ভাঁ, কেউ কোথাও নেই। রজককুল সাবধান।
—আনন্দবাজার পত্রিকা, ২৮ জুলাই ১৯৬২। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|
|