অলিম্পিকে হতাশা দিয়েই শুরু ভারতের |
প্রতিবারের মতো এ বারও অলিম্পিক অভিযান ‘হতাশা’ দিয়েই শুরু করল ভারত। প্রথমদিনেই বিদায় নিল ভারতীয় পুরুষ তিরন্দাজ দল। জাপানের কাছে টাইব্রেকারে ২৯-২৭ ফলে হার হয় তাঁদের। অন্য দিকে ইন্দোনেশিয়ার আহমাদ-নাতসি জুটির কাছে হেরে ব্যাডমিন্টনের মিক্সড ডাবলসের ইভেন্ট থেকে বিদায় নিল জ্বালা গাট্টা-ভি দিজু জুটি। তবে ব্যাডমিন্টনের ব্যক্তিগত বিভাগে পারুপল্লি কাশ্যপ বেলজিয়ামের তান ইউহানকে হারিয়েছেন। অন্য দিকে ১০ মিটার এয়ার রাইফেলে লন্ডন অলিম্পিকের প্রথম সোনার পদকটি জিতল চিন। |
আপাতত স্থগিত ৩১-এর বাস ধর্মঘট |
বাসের ভাড়া বাড়ানোর দাবিতে আজ পরিবহণমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন বেঙ্গল বাস সিন্ডিকেট ও জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের প্রতিনিধিরা। ঘণ্টাখানেকের সেই বৈঠক শেষে আশ্চর্যজনক ভাবে দুই সংগঠনের তরফ থেকে জানানো হল আপাতত ৩১ জুলাইয়ের বাস ধর্মঘট স্থগিত রাখা হল। কী কারণে এই সিদ্ধান্ত? জানা গিয়েছে পরিবহণমন্ত্রী মদন মিত্র এই দুই সংগঠনের কাছে ১৫ দিনের সময় চেয়ে নিয়েছেন। এই সময়ের মধ্যেই সরকার ঠিক করবে কী ভাবে বাসের ভাড়া না বাড়িয়ে অন্য ভাবে বাস-মালিকদের লাভের মুখ দেখানো যায়। আর সেই কথাতেই ভরসা রেখেছেন বাস-মালিকদের সংগঠনগুলি। তবে ধর্মঘট-সমস্যা আদৌ মিটল কি না তা বোঝা যাবে সিটু এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয় তার পর। কেন না ওই দিন সিটুর পক্ষ থেকেও পরিবহণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। তবে প্রাথমিক ভাবে সিটুর নেতা সুভাষ মুখোপাধ্যায় জানিয়েছেন, পরিবহণ ধর্মঘট হচ্ছেই, ওই দিন কোনও কর্মী কাজে আসবেন না।
অন্য দিকে এআইটিইউসি-এর রাজ্য সম্পাদক রঞ্জিত গুহ জানিয়েছেন ৩১-এর
ধর্মঘটে তাঁদের সমর্থন নেই। তবে রাস্তায় নেমে ধর্মঘটের বিরোধিতাও করা হবে না। সামগ্রিক ভাবে পরিবহণ ধর্মঘটকে কেন্দ্র করে ‘ফাটল’ দেখা দিয়েছে বাম শ্রমিক সংগঠনগুলির ঐক্যতে।
|
বর্ধমান সফরে মুখ্যমন্ত্রী |
গতকাল বীরভূমের পর আজ বর্ধমান সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত চার মাসে এই নিয়ে দ্বিতীয়বার সফরে যাবেন তিনি। দলীয় সূত্রে খবর, বেলা ১টা নাগাদ বর্ধমান রেল স্টেশনে রেলের যাবতীয় কর্মসূচী নিয়ে আলোচনা করবেন রেল আধিকারিকদের সঙ্গে। জানা গিয়েছে, তাঁর রেলের কর্মসূচীর মধ্যে রয়েছে বর্ধমান-বলগোনা ব্রডগেজ লাইন ও আসানসোল-চেন্নাই সুপারফাস্ট ট্রেনের উদ্বোধন। শুধু তাই নয়, বর্ধমানে একটি উড়ালপুলের শিলান্যাস করার কথা আছে তাঁর। অন্য দিকে,উন্নয়নের গতিপ্রকৃতি নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন বিকেল ৩টেয়।
|
ব্যারাকপুরের পুলিশ ব্যারাকে জওয়ানদের বিক্ষোভ |
আজ সকালে ব্যারাকপুরের লাটবাগান পুলিশ ব্যারাকে ষষ্ঠ ব্যাটালিয়নের জওয়ানরা বিক্ষোভ দেখান কর্তৃপক্ষের বিরুদ্ধে। জওয়ানরা জানিয়েছেন, তাদের ২ সহকর্মীকে বেধড়ক মারধর করে উর্ধ্বতন কর্তৃপক্ষ। আহত অবস্থায় তাদের ভর্তি করা হয়েছে পুলিশ ব্রিগেড হাসপাতালে। তাদের আরও অভিযোগ, কর্তৃপক্ষ প্রায়শই তাদের উপর শারিরীক ও মানসিক নির্যাতন চালায়। দীর্ঘদিন ধরেই জওয়ানদের মধ্যে কর্তপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দানা বাধতে থাকে। আজ এই ঘটনার পর জওয়ানরা কর্তপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে। পরিস্থিতি খুব উত্তপ্ত হয়ে পড়েছে বলে স্থানীয় সূত্রে খবর।
|