টুকরো খবর
ধর্মঘটে বাসকর্মীরা
জলপাইগুড়ি শহরের তিননম্বর গুমটি পর্যন্ত বাস চালানোর দাবিতে ধর্মঘট করলেন হলদিবাড়ি-জলপাইগুড়ি যাতায়াতকারী বাসগুলির কর্মীরা। এই দুই শহরের মধ্যে ৩৮টি বাস চলাচল করে। এদিন একটি বাসও চলাচল করেনি। ধমর্ঘটকে সমর্থন করেছে হলদিবাড়ি পুরসভা, ভারতীয় মোটর কর্মী সঙ্ঘ এবং হলদিবাড়ি নাগরিক মঞ্চ। জলপাইগুড়ির তিননম্বর গুমটির ব্যবসায়ীরা বাসকর্মীদের ধর্মঘট সমর্থন করে এ দিন দোকানপাট বন্ধ রাখেন। বাস কর্মীদের বক্তব্য, জলপাইগুড়ি শহরের বউবাজার থেকে এক কিমি দূরে ৩ নম্বর গুমটি। ছোট গাড়ি ছাড়াও শিলিগুড়ি, কোচবিহার থেকে হলদিবাড়িগামী বাসগুলি তিন নম্বর গুমটি অবধি যাচ্ছে। ওই বাসগুলি অধিকাংশ প্যাসেঞ্জার তুলে নিচ্ছে। এতে বউবাজার স্ট্যান্ডে যাত্রী হচ্ছে না। এই ভাবে চলতে থাকলে ক্ষতির কারণে বাস মালিকেরা বাস বন্ধ করে দেবেন। এতে বাসকর্মীরা চাকরি হারাবেন। মোটর কর্মী সংগঠনের জলপাইগুড়ির সম্পাদক বাবলা তালুকদার বলেন, “বাসগুলি বউবাজার স্ট্যান্ড থেকে ছেড়ে এসে তিন নম্বর গুমটি থেকে যাত্রী তুলে নিয়ে আবার হলদিবাড়ি চলে যাবে। এতে বাসগুলি ক্ষতির মুখে পড়বে না।” হলদিবাড়ি নাগরিক মঞ্চ সূত্রে জানা যায়, হলদিবাড়ি থেকে জলপাইগুড়ির বাসভাড়া ১৫ টাকা। কিন্তু বৌবাজার শহরের বাইরে হওয়ায় বাসিন্দাদের রিকশা করে শহরে ঢুকতে হচ্ছে। এতে ১০ টাকা অতিরিক্ত খরচ হচ্ছে। একজন হলদিবাড়ির যাত্রীর জলপাইগুড়ি যাতায়াত করতে ৫০ টাকা খরচ হচ্ছে। নাগরিক মঞ্চের সম্পাদক শঙ্কর গঙ্গোপাধ্যায় বলেন, “বিষয়টি নিয়ে নাগরিক কনভেনশন ডাকা হচ্ছে।”

সাব-স্টেশনে তাণ্ডব, জখম
ঘনঘন লোডশেডিং কেন, এই প্রশ্নে প্রতিবাদ জানাতে গিয়ে হয়ে রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের চাঁচল সাব স্টেশনে ভাঙচুর চালাল উত্তেজিত জনতা। বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে। গ্রামবাসীদের হামলায় ওই সাব-স্টেশনের অপারেটর গিরিজাশঙ্কর দাসের মাথা ফেটে গিয়েছে। তাঁকে চাঁচল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই সাব স্টেশনের মালতিপুর ও গালিমপুর এলাকার দুই ফিডার ভেঙে দেওয়া হয়। সাব স্টেশনের টেবিল, চেয়ার, টিভি, ফ্যান সব ভেঙে দিয়েছে। হামলাকারীরা ওই সাব-স্টেশনের দুটি ফিডার ভেঙে দেওয়ায় মালতিপুর ও গালিমপুরের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়েছে। চাঁচল থানায় অভিযোগ জানানোর পরেও কেউ গ্রেফতার হয়নি। নিগমের উত্তর মালদহের ডিভিশনাল ইঞ্জিনিয়ার বরুণ বিশ্বাস বলেন, “লোডশেডিংয়ে মানিকনগরের শ’খানেক বাসিন্দা বুধবার রাতে চাঁচল সাব স্টেশনে হামলা চালিয়ে অপারেটরকে মারধর করে ব্যাপক ভাঙচুর করেছে। হামলায় প্রায় চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কালকের হামলায় থানায় অভিযোগ জানানোর পরেও এখন পযর্ন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি। আমাদের কর্মী ইঞ্জিনিয়ার কাজ করতে ভয় পাচ্ছেন।” পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “যাঁরা হামলা চালিয়েছে তাঁদের শনাক্ত করার কাজ চলছে। সমস্ত কিছু খতিয়ে দেখার পরে ব্যবস্থা নেওয়া হবে। চাঁচল ১ পঞ্চায়েত সমিতির সভাপতি ইনতাজ হোসেনও টানা লোডশেডিংয়ের কথা তুলে বিরক্তি প্রকাশ করেন। তিনি বলেন, “যে ভাবে লোডশেডিং হচ্ছে তাতে ক্ষিপ্ত হওয়ারই কথা। কাল রাতে ওই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।

দেহ উদ্ধার
নবম শ্রেণির এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার বালুরঘাটের এ কে গোপালন কলোনির ঘটনা। বৃহস্পতিবার সকালে ঘর থেকে এই ছাত্রীর ঝুলন্ত দেহ পুলিশ উদ্ধার করে। মৃতের নাম ঊষা সরকার (১৪)। স্থানীয় আশুতোষ বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রী বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল বলে পরিবার সূত্রে জানা যায়। মানসিক ভাবে ভেঙে পড়ে ওই কিশোরী আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। মৃতার বাবা রিকশা ভ্যান চালক সাগরবাবু জানান, রাতে না খেয়ে শুতে যাওয়া নিয়ে মেয়েকে সামান্য বকাবকি করা হয়। তাতেই ও এমন কাজ করবে ভাবতে পারছি না।

ট্রাকের ধাক্কায় মৃত্যু
ট্রাকের ধাক্কায় এক ছাত্রীর মৃত্যু হল। জখম হয়েছে আর এক ছাত্রী। বৃহস্পতিবার সকালে উত্তর দিনাজপুর জেলার রামগঞ্জের রাজবোলে ঘটনাটি ঘটেছে। মৃত ওই ছাত্রীর নাম নাজমা খাতুন (১৬)। বাড়ি ইসলামপুর থানার ঝাড়বাড়ি এলাকায়। রামগঞ্জ হাই স্কুলে নবম শ্রেণিতে ওই ছাত্রী পড়ত। দিদির সাইকেলে স্কুলে যাচ্ছিল নাজিমা। দিদি আজমিরা খাতুন ওই স্কুলেই দশম শ্রেণিতে পড়াশুনা করে। স্কুলে যাওয়ার পথেই দুর্ঘটনাটি ঘটে।

পঞ্চায়েতে তালা
এলাকার রাস্তা সংস্কারের দাবিতে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। বৃহস্পতিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর-২ ব্লকের নিজামপুর-১ গ্রাম পঞ্চায়েতে ঘটনাটি ঘটে। বাসিন্দাদের অভিযোগ, রাস্তা বেহাল হয়ে পড়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। খবর পেয়ে বিডিও ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.