শিলিগুড়ি কলেজ হস্টেলের প্রথম বর্ষের এক ছাত্রকে থানায় নিয়ে গিয়ে র্যাগিংয়ের মিথ্যা নালিশ করানোর অভিযোগ উঠেছে ছাত্র পরিষদের সদস্যদের একাংশের বিরুদ্ধে। বুধবার দুপুরে ছাত্র পরিষদের সদস্যদের একাংশ নন্দ রাজবংশী নামে প্রথমবর্ষের ওই ছাত্রকে শিলিগুড়ি থানায় নিয়ে গিয়ে হস্টেলের দুই ছাত্রের নামে র্যাগিংয়ের নালিশ করান বলে অভিযোগ। বৃহস্পতিবার কলেজে অধ্যক্ষের ঘরে বসে নন্দ জানান, হস্টেলের সিনিয়র ছাত্রদের একাংশ মঙ্গলবার তাঁকে ডেকে নাম, ঠিকানা জিজ্ঞাসা করার সময় কয়েকজন খারাপ কথা বলেন। হস্টেলে থাকার সুবাদে পরিচিত দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে বুধবার তা জানিয়েছিলেন। সিনিয়ররা যাতে খারাপ ব্যবহার না করেন তা বলতে অনুরোধ করেন। নন্দ বলেন, “ওই ছাত্র কয়েকজনকে ডেকে আনেন। তারা আমাকে থানায় নিয়ে যায়। দুই ছাত্রের নাম করে অভিযোগ লিখে সই করতে বলেন। সই করে দিলে আমাকে নিয়ে থানায় অভিযোগ জমা করেন। পরে জেনেছি তারা ছাত্র পরিষদ করেন। এর পিছনে তাদের কোনও উদ্দেশ্য রয়েছে বলে এখন বুঝতে পারছি। র্যাগিংয়ের কোনও ঘটনা ঘটেনি। দ্রুত নিয়ম মেনে অভিযোগ প্রত্যাহার করতে চাই।” ছাত্র পরিষদের দায়িত্বে থাকা রতন দাস বলেন, “নন্দই আমাদের সংগঠনের কাছে অভিযোগ করেছিল। তখন তারাই তাঁকে থানায় নিয়ে যায়। এখন কেন অভিযোগ প্রত্যাহার করতে চাইছে জানি না। ছাত্র পরিষদ এর সঙ্গে যুক্ত নয়। দোষ কারও থাকলে আমরা শাস্তির দাবি জানিয়ে এ দিন অধ্যক্ষকে স্মারকলিপি দিয়েছি।” নন্দ’র বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। এ বছর শিলিগুড়ি কলেজে ভুগোল অনার্স নিয়ে ভর্তি হন। সোমবার থেকে তিনি হস্টেলে রয়েছেন। যে দুই ছাত্রের নাম করে অভিযোগ হয়েছে তাঁদের কাউকে নন্দ চেনেন না বলে জানিয়েছেন। তাঁদের এক জন গত সোমবার থেকে মালবাজারে বাড়িতে ছিলেন বলে দাবি করেছেন। অপর জন হস্টেলের মনিটর। তাঁদের দাবি, তাদের ফাঁসানোর চেষ্টা করেছে ছাত্র পরিষদ সদস্যরা। অধ্যক্ষ মলয় করঞ্জাই বলেন, “র্যাগিংয়ের কোনও ঘটনা ঘটেনি। কিছু বহিরাগত প্রথম বর্ষের ওই ছাত্রকে থানায় নিয়ে গিয়ে এক প্রকার জোর করে অভিযোগ করিয়েছে। এখন ওই ছাত্র অভিযোগ প্রত্যাহার করতে চায় বলে আমাদের জানিয়েছেন। হস্টেলে কোথাও কোনও সমস্যা হলে আমাদের জানাতে বলেছি।” বুধবার রাতেই অভিযোগ তুলতে গিয়েছিলেন নন্দ। তাকে সকালে দেখা করতে বলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন শিলিগুড়ি থানায় অভিযোগ তুলতে গিয়েছিলেন ওই ছাত্র নন্দ রাজবংশী। থানা থেকে তাঁকে জানিয়ে দেওয়া হয় আদালতের মাধ্যমেই অভিযোগ তুলতে হবে। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার এ রবীন্দ্রনাথ বলেন, “ছাত্রটি বুধবার অভিযোগ জানানোয় তার ভিত্তিতে একটি মামলা হয়েছে। বিষয়টি দেখা হচ্ছে।” তৃণমূল নিয়ন্ত্রিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ মণ্ডল বলেন, “ছাত্র পরিষদ জোর করে অভিযোগ করিয়েছে। এমন ঘটনা কাম্য নয়।” |