টুকরো খবর
সাক্ষী অনুপস্থিত, হল না শুনানি
সাক্ষী হাজির না হওয়ায় পেট্রাপোল থেকে জঙ্গি সন্দেহে ধৃত চার জনের মামলার শুনানি হল না বৃহস্পতিবার। বিএসএফের ১৯৩ ব্যাটেলিয়নের হরিদাসপুর ক্যাম্পের তৎকালীন কনস্টেবল জয়প্রকাশের এ দিন সাক্ষ্য দেওয়ার কথা ছিল। এ দিন ধৃত সামির ওরফে শেখ নঈম, শেখ আবদুল্লা, মহম্মদ ইউনুস এবং মুজফ্ফর আহমেদ রাঠৌরকে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (ফাস্ট ট্র্যাক-২) অপরাজিতা ঘোষের এজলাসে তোলা হয়। উপস্থিত ছিলেন মামলার সরকারি আইনজীবী সমীর দাস এবং অভিযুক্ত পক্ষের আইনজীবী সুব্রত বসু। সোমবার ফের মামলার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারক। সমীরবাবুর কথায়, “সাক্ষীরা আগে হরিদাসপুরের ১৯৩ ব্যাটেলিয়নে ছিলেন। কিন্তু এখন দেশের অন্যত্র কর্মরত। আমরা খবর পাঠিয়েছি। কিন্তু তাঁরা খবর পেয়েছেন কি না জানি না। কেন এ দিন আসেননি বলা মুশকিল।” এ দিকে, শুক্রবার অভিযুক্তদের আদালতে আনতে হবে না বলে জানিয়েছেন বিচারক। সমীরবাবু বলেন, “শুক্রবার বিচারক ছুটিতে থাকবেন। ফলে সোমবার একসঙ্গে সাক্ষ্য নেওয়া হবে।” বুধবার আদালতে সাক্ষ্য দেওয়ার কথা ছিল হরিদাসপুর ক্যাম্পের তৎকালীন কনস্টেবল জয়কুমার এবং রমেশ হাজরার। তাঁদের সাক্ষ্য পরে নেওয়া হবে জানান সমীরবাবু। প্রসঙ্গত, গত ১৬ জুলাই থেকে মামলার শুনানি শুরু হয়েছে। এখনও পর্যন্ত চার জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

জেলে গিয়ে সুশান্তকে জেরা করবে সিআইডি
সুটিয়া গণধর্ষণ-কাণ্ডের অন্যতম সাক্ষী বরুণ বিশ্বাস খুনের ঘটনায় দমদম সেন্ট্রাল জেলে গিয়ে সুশান্ত চৌধুরীকে জেরা করবে সিআইডি। সুশান্ত ওই গণধর্ষণ-কাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের অন্যতম। সে-ই গণধর্ষণ-কাণ্ডের ‘পাণ্ডা’ বলে সিআইডি-র দাবি। সুশান্তকে জেরা করতে চেয়ে বৃহস্পতিবার বনগাঁর এসিজেএম মধুমিতা রায়ের এজলাসে আবেদন করে সিআইডি। বিচারক ওই আবেদন মঞ্জুর করেন। বনগাঁ আদালতের সরকারি আইনজীবী সমীর দাস বলেন, “বিচারক দমদম সেন্ট্রাল জেলের সুপারকে নির্দেশ দিয়েছেন, সিআইডি-র তদন্তকারী অফিসারকে যেন সহায়তা করা হয় এবং সুশান্তকে জেরা করার ব্যবস্থা করা হয়।” ২০০০ থেকে ২০০২ সালের মধ্যে গাইঘাটার সুটিয়ায় একাধিক গণধর্ষণের ঘটনায় সুশান্ত চৌধুরী, বীরেশ্বর ঢালি-সহ কয়েক জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। গণধর্ষণ-কাণ্ডের অন্যতম সাক্ষী ছিলেন সুটিয়ার বাসিন্দা, স্কুলশিক্ষক বরুণ। ৫ জুলাই গোবরডাঙা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফমের্র কাছে তাঁকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। প্রাথমিক তদন্তে উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ এবং সিআইডি-র অনুমান, জেলেই বরুণ-খুনের পরিকল্পনা হয়। ঘটনায় এখনও পাঁচ জন গ্রেফতার হয়েছে। এদের মধ্যে দেবাশিস সরকারের মোবাইলের ‘কললিস্ট’ ঘেঁটে সিআইডি দাবি করে, ফোনে বরুণ-খুনের আগে-পরে ২২ বার দমদমের গোরাবাজারের একটি ফোনে কথাবার্তা হয়। ওই এলাকারই দমদম সেন্ট্রাল জেলে রয়েছে সুশান্ত। দেবাশিসের থেকে উদ্ধার করা মোবাইলটি ফরেন্সিক ল্যাবরেটরিতে এবং কার্তুজের খোল ও আগ্নেয়াস্ত্র ব্যালেস্টিক ল্যাবরেটরিতে পাঠানো হবে বলে সিআইডি সূত্রের খবর।

এমএমএস কাণ্ডে ধৃতদের ১৪ দিনের জেল-হাজত
কলেজ ছাত্রীর ছবি বিকৃত করে এমএমএসের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় ধৃতদের জেল হাজতের নির্দেশ দিলেন বিচারক। বিএ দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর ছবি অন্য যুবকের সঙ্গে যুক্ত করে বিভিন্ন মোবাইলে পাঠানোর অভিযোগে তদন্তে নেমে বুধবার দেগঙ্গার কলসুর গ্রামের বাসিন্দা শানু পাত্র ও সাইবার ক্যাফের মালিক আজিজুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রের খবর, ওই কিশোরীর ছবি ও তার তলায় নাম ব্যবহার করে এমএমএসের অভিযোগে শানু পাত্রকে গ্রেফতার করা হয়। কিশোরীর দাবি, তাকে বিয়ে করতে না পেরে শানু এই কাজ করেছে। অভিযোগ অস্বীকার করে শানু জানায় গান ডাউনলোড করতে গিয়ে এই ঘটনা ঘটে। তবে সেই ছবি তার বন্ধুকে দিয়ে সে অপরাধ করেছে। এ দিকে শানুর অন্তঃসত্ত্বা স্ত্রী পুলিশকে জানান, “ঘটনার পর গ্রামের মাতব্বররা আমাদের ৩০ হাজার টাকা জরিমানা করেন। তারপরেও মিথ্যা অভিযোগে শানুকে ফাঁসানো হয়েছে।”

বাদুড়িয়ায় ডাকাতিতে গ্রেফতার এক
বাড়ির সদস্যদের মারধর করে বেঁধে পর পর তিনটি গ্রামের তিনটি বাড়িতে ডাকাতির ঘটনায় হাবিল মণ্ডল নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল বাদুড়িয়া থানার পুলিশ। বুধবার রাতে তাকে উমাপতিপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ধৃতকে বসিরহাট আদালতে তোলা হলে বিচরক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত মঙ্গলবার রাতে বাদুড়িয়ার উমাপতিপুর, হুগলি ও খাসপুর গ্রামে তিনজনের বাড়িতে অলঙ্কার-সহ কয়েক লক্ষ টাকার জিনিস নিয়ে পালায় দুষ্কৃতীরা। পুলিশ তদন্তে নেমে জানতে পারে হাবিল এই ঘটনার সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে বেশ কয়েকটি ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

শ্রেণিকক্ষের উদ্বোধন
বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের দ্বিতীয় প্রবেশদ্বার এবং একটি নতুন শ্রেণিকক্ষের উদ্বোধন হল বৃহস্পতিবার। এই উপলক্ষে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস। বিধায়ক তহবিলের টাকায় তৈরি শ্রেণিকক্ষটির নামকরণ হয়েছে বনগাঁর প্রয়াত বিধায়ক ভূপেন্দ্রনাথ শেঠের নামে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.